তিনদিন ঘুটঘুটে অন্ধকার থাকবে গোটা বিশ্ব! পৃথিবীর ধ্বংস কবে, হয়ে গেল ভবিষ্যদ্বাণী!

কলকাতা: আপনি নিশ্চয়ই পড়েছেন বুলগেরিয়ার বাবা ভাঙ্গার কথা। তাঁর ভবিষ্যদ্বাণী ভয়ানক। এমনকী ফ্রান্সের নস্ট্রাদামুসের কথাও শুনেছেন নিশ্চয়ই! এই দুজন কিন্তু আর এই পৃথিবীতে নেই। তাঁর সমর্থকদের দাবি, তাঁর জীবদ্দশায় তিনি এমন অনেক ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরে সত্যি বলে প্রমাণিত হয়েছে।

এখন ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে জনপ্রিয় ব্রাজিলের অ্যাথোস সালোম। তাঁর নামও শোনা যাচ্ছে প্রায়ই। তিনি বলেছেন, তাঁর অনেক ভবিষ্যদ্বাণী এখনও পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হয়েছে। এবার তিনি চলতি বছরে কী কী ঘটতে পারে, তার ভবিষ্যদ্বাণী করেছেন। সৌরঝড় নিয়ে এমন একটি ভবিষ্যদ্বাণী তিনি করেছেন, যা সত্য প্রমাণিত হলে আলোড়ন সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে হঠাৎ, তা হলে কী হবে? বিজ্ঞানীদের কথায় চমক

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, অ্যাথোস সালোম বলেছেন, একটি করোনাল মাস ইজেকশন (সিএমই) দ্রুত পৃথিবীর কাছে আসছে। সাধারণ ভাষায় একে বলা হয় সৌরঝড়। যদিও এটি প্রতি কয়েক দিনে ঘটে, তবে পৃথিবীতে খুব বেশি প্রভাব ফেলে না। তবে এবার এর ব্যাপক প্রভাব পড়বে পৃথিবীর উপর।

অ্যাথোস সালোম বলছেন, সূর্যের এই ঝড়ের প্রভাবে চলতি বছর পৃথিবীতে টানা তিন দিন ঘুটঘুটে অন্ধকার থাকবে। বিজ্ঞানীরা তাঁর দাবির বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে তাঁরা বলেছেন, ২০১৭ সালের পর এই বছরের সবচেয়ে বড় সৌর ঝড় হতে পারে। এর প্রভাব কী হবে পৃথিবীতে, সেই বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না।

ব্রাজিলের এই সালোম আরও দাবি করেছেন, মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ড আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে পৃথিবীতে আঘাত করতে পারে। তবে এর গতি হবে খুবই কম। সেই কারণে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। অ্যাথোস আরও ভবিষ্যদ্বাণী করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা পরের বছর সক্রিয় হয়ে উঠবে। মেশিন একটা সময় পর মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে।

আরও পড়ুন- ‘Beach’-এর ভিড়ে লুকিয়ে একটি ভুল বানান! এটি ১০ সেকেন্ডে খুঁজে পেলেই বাজিমাত

অ্যাথোস সালোম আরও বলেছেন, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হল বলে। এই যুদ্ধ দক্ষিণ চিন সাগর থেকে শুরু হবে। যার মধ্যে থাকবে চিন, রাশিয়া, উত্তর কোরিয়া। অন্য ক্যাম্পে থাকবে আমেরিকা, জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম। পরের দিকে ভারতকেও এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হবে।