Fish in Salty Water: সুন্দরবন নিয়ে বিরাট আতঙ্ক! নোনা জলে ঢুকছে অন্য রকমের মাছ! চিন্তায় পরিবেশবিদরা

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মিঠা জলের নদীতে সামুদ্রিক নোনা জলের মাছের অস্তিত্ব মেলায় জীববৈচিত্র্যে পরিবর্তন নিয়ে উঠেছে প্রশ্ন। আর সেজন্য সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যে পরিবর্তন নিয়ে গবেষণা শুরু করেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএএসআই) এর সুন্দরবন আঞ্চলিক অফিস।

সামুদ্রিক প্যারট, স্নাপার, গ্রুপার এবং এইটব্যান্ড বাটারফ্লাই ফিশ মিলেছে নদীতে। এগুলি গভীর সমুদ্রে পাওয়া যায়। এর আগে সুন্দরবনের নদীগুলিতে দেখা মেলেনি এই মাছের। এ নিয়ে জেডএএসআই এর সুন্দরবন আঞ্চলিক অফিসের জেএস যোগেশ কুমার বলেছেন, জলে নুনের মাত্রার নিশ্চয়ই কোনও বদল ঘটেছে। আর তা নিশ্চিত করতে নতুন করে গবেষণা করা হচ্ছে‌। নতুন গবেষণায় কী উঠে আসে সেদিকে তাকিয়ে সকলে।

আরও পড়ুনCharak in Poila Boishak: নববর্ষে চড়ক উৎসব! বাংলার এই গ্রাম সবথেকে ব্যতিক্রম, জেনে নিন কোথায়

জলের লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে নাকি মাছগুলি নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করেছে তাও দেখা হচ্ছে। সূত্রের খবর মাছগুলি এক জায়গার মাছ নয়, একাধিক মহাদেশের উপকূলে পাওয়া যায় মাছগুলি।

সমস্ত দিক বিবেচনা করে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে আধিকারিকরা। এই গবেষণার রিপোর্ট আসলেই জানা যাবে আসল রহস্য।

নবাব মল্লিক