Tag Archives: Brazil

Knowledge Story: ঠিক ২ টো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি! পৃথিবীর একমাত্র শহরে রোজই এমনটা হয়, নামটা কী জানেন? ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম!

তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের৷ কবে হবে স্বস্তির বৃষ্টি তাঁর আশাতেই সকলে বসে থাকেন৷ কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে রোজ বৃষ্টি হয়৷ নাম জানলে আপনিও অবাক হবেন৷
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের৷ কবে হবে স্বস্তির বৃষ্টি তাঁর আশাতেই সকলে বসে থাকেন৷ কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে রোজ বৃষ্টি হয়৷ নাম জানলে আপনিও অবাক হবেন৷
ব্রাজিলের অন্যতম ব্যস্ততম বন্দর বেলেম। যেখানে ২ টো বাজলেই বৃষ্টি শুরু হতো৷ এই শহরটি আমাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারা নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা অতিক্রম করা কয়েকটি ছোট দ্বীপে অবস্থিত। বেলেম, ১৬১৬ সালে প্রতিষ্ঠিত, লক্ষাধিক বাসিন্দা রয়েছে এই বড় শহর।
ব্রাজিলের অন্যতম ব্যস্ততম বন্দর বেলেম। যেখানে ২ টো বাজলেই বৃষ্টি শুরু হতো৷ এই শহরটি আমাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারা নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা অতিক্রম করা কয়েকটি ছোট দ্বীপে অবস্থিত। বেলেম, ১৬১৬ সালে প্রতিষ্ঠিত, লক্ষাধিক বাসিন্দা রয়েছে এই বড় শহর।
শহরের নতুন অংশে রয়েছে আধুনিক ও আকাশচুম্বী ভবন। ঔপনিবেশিক অংশে বৃক্ষ-রেখাযুক্ত স্কোয়ার, গির্জা এবং ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ রয়েছে।
শহরের নতুন অংশে রয়েছে আধুনিক ও আকাশচুম্বী ভবন। ঔপনিবেশিক অংশে বৃক্ষ-রেখাযুক্ত স্কোয়ার, গির্জা এবং ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ রয়েছে।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেইনফরেস্টের সীমানায় অবস্থিত এবং বেলেমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেইনফরেস্টের সীমানায় অবস্থিত এবং বেলেমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়।
বেলেম একসময় বিখ্যাত ছিল বৃষ্টির জন্য৷ প্রতিদিন বেলা ২টো বাজলেই বৃষ্টি বেলেমের নিত্যদিনের ঘটনা। কিন্তু জলবায়ু পরিবর্তন এই শহরের দৈনন্দিন জীবনযাত্রাকেও অনেক বদলে দিয়েছে। এখন বৃষ্টি অনুযায়ী পরিকল্পনা করা অসম্ভব। এখানে প্রতিদিন এবং প্রায়ই রাতে প্রচুর বৃষ্টি হয়। জীবন বদলে যাচ্ছে।
বেলেম একসময় বিখ্যাত ছিল বৃষ্টির জন্য৷ প্রতিদিন বেলা ২টো বাজলেই বৃষ্টি বেলেমের নিত্যদিনের ঘটনা। কিন্তু জলবায়ু পরিবর্তন এই শহরের দৈনন্দিন জীবনযাত্রাকেও অনেক বদলে দিয়েছে। এখন বৃষ্টি অনুযায়ী পরিকল্পনা করা অসম্ভব। এখানে প্রতিদিন এবং প্রায়ই রাতে প্রচুর বৃষ্টি হয়। জীবন বদলে যাচ্ছে।
বেলেমে প্রতিদিন ভারী বৃষ্টিপাতের পরে  নানা সমস্যা শুরু হয়। অনেক সময় অল্প সময়ের প্রবল বর্ষণে ড্রেনগুলো আটকে যায় এবং শহরের অনেক জায়গায় জল জমে যায়।
বেলেমে প্রতিদিন ভারী বৃষ্টিপাতের পরে নানা সমস্যা শুরু হয়। অনেক সময় অল্প সময়ের প্রবল বর্ষণে ড্রেনগুলো আটকে যায় এবং শহরের অনেক জায়গায় জল জমে যায়।
ওয়েল বেলেম-এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য সহ, অতিথিদের জন্য সত্যিই অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই মনোমুগ্ধকর শহরটিতে প্রত্যেক পর্যটককে আকৃষ্ট করার জন্য অনেক কিছু রয়েছে।
ওয়েল বেলেম-এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য সহ, অতিথিদের জন্য সত্যিই অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই মনোমুগ্ধকর শহরটিতে প্রত্যেক পর্যটককে আকৃষ্ট করার জন্য অনেক কিছু রয়েছে

Bankura Cartoonist: বিশ্বমঞ্চে তুলি-কালি-কলমে বাজিমাত বঙ্গসন্তানের! ব্রাজিলের জাদুঘরে সম্মানিত হবেন বাঁকুড়ার ‘বঙ্কু ডাক্তার’

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: ব্রাজিলের কার্টুন এবং ক্যারিকেচার প্রতিযোগিতায় প্রথম ১০০ জনের মধ্যে মাত্র দু’জন ভারতীয়। তাঁদের মধ্যে একজন বাঁকুড়ার। তিনি “বঙ্কু ডাক্তার” ওরফে ডাঃ সায়ন পাল। বর্তমানে বাঁকুড়া জেলার ছাতনা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত তিনি। এছাড়াও প্রায় ১০ বছরের বেশি সময় ধরে কমিকস আঁকার কাজ করে চলেছেন তিনি।

সাম্প্রতিক ব্রাজিলের সাও পাওলোয় অবস্থিত পিন্ডামনহাঙ্গাবা শহরের প্রসিদ্ধ জাদুঘর মিউজেও হিস্তোরিকো পেডাগোজিকো দম পেদ্রো লে দোনা লিওপোল্ডিনা-য় প্রদর্শিত হবে ব্রাজিলের ‘পিন্ডামনহাঙ্গাবা ষষ্ঠ আন্তর্জাতিক কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতা’র প্রথম একশো জন শিল্পীর কাজ।

আগামী মে মাসের চার তারিখ থেকে প্রদর্শনী চলবে জুন মাসের ছ’ তারিখ পর্যন্ত। এই বিশেষ প্রদর্শনীর জন্য সারা পৃথিবীর কার্টুনিস্টদের কাজের থেকে বেছে নেওয়া প্রথম একশো কার্টুনের শিল্পীদের মধ্যে দু’জন ভারতীয়। তাঁদের মধ্যে আবার একজনের নাম ” বঙ্কু ডাক্তার “। তিনি বাঁকুড়ার চিকিৎসক ডাঃ সায়ন পাল। তিনি ” বঙ্কুডাক্তার ” চরিত্রটির উপর নিয়মিত কমিকস এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকায়। পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য , গত মাসেই দেশের দিল্লিতে আরও একটি আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতাতেও সায়নের কার্টুন প্রথম চল্লিশ জন ভারতীয় সৃষ্টির মধ্যে স্থান করে নিয়ে প্রদর্শনীর জন্য সসম্মানে মনোনীত হয়েছে ।

আরও পড়ুন : ঘন বনে সুপারহিট শ্যুটিং স্পট! গ্রীষ্মের দহনজ্বালা থেকে বাঁচতে আসুন জঙ্গলে ঘেরা ৪০০ বছরের প্রাচীন এই রাজবাড়িতে

বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন । তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন। স্কুলজীবন থেকেই কমিক্সে আগ্রহী তিনি। ২০১৪ সালে পত্র ভারতী প্রকাশন আয়োজিত রাজ্যব্যাপী নবীন কমিকস সাহিত্য প্রতিযোগিতায় সায়ন প্রথম স্থান লাভ করেন। “বঙ্কুডাক্তার” ছাড়াও সায়নের সৃষ্ট অন্যান্য কমিকস চরিত্রগুলি হল পটলবাবু ( ওয়েব কমিকস ), কনস্টেবল মাখনলাল ( জলফড়িং), উদয়পুরে হুলুস্থুলু ( অন্তরীপ)।

সায়ন পালের কমিকস এর মাধ্যমে বারে বারে উঠে এসেছে বাঁকুড়া। এমনকি “বঙ্কু ডাক্তার” চরিত্রটি নিজে বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা। ৮ থেকে ৮০-প্রত্যেকেই পড়তে পারবেন এই কমিকসগুলি। তিনি নিজের কমিকস এর মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তাধারা। বঙ্কু ডাক্তার ওরফে ডাক্তার সায়ন পালের কাজ আজকের নয়। স্কুল জীবন থেকে একটি প্যাশনকে তাড়া করতে করতে আজ আন্তর্জাতিক ক্ষেত্রে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন তিনি। বাঁকুড়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পেরিয়ে এ বার ব্রাজিলেও “বঙ্কু ডাক্তার”।

World’s Most Expensive Cow: চক্ষু চড়ক গাছ! একটি গরুর দাম এত কোটি! বিশ্বের সবচেয়ে দামি গরু, বিক্রি করেই মালামাল কৃষক

বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত জানেন কি? ভাবছেন ৫ লক্ষ কিংবা ১০ লক্ষ? লক্ষ নয়, কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে একটি গরু। পশু নিলামের ইতিহাসে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।
বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত জানেন কি? ভাবছেন ৫ লক্ষ কিংবা ১০ লক্ষ? লক্ষ নয়, কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে একটি গরু। পশু নিলামের ইতিহাসে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।
৪০ কোটি টাকা দামে সম্প্রতি বিক্রি হয়েছে একটি গরু। ব্রাজিলে গরুটির নিলাম হলেও এই গরুর প্রজাতির সঙ্গে বিশেষ যোগ রয়েছে ভারতেরও। এই বিশেষ গরুটির কী বৈশিষ্ট‍্য রয়েছে যে এত দাম? গুণ জানলে সত‍্যিই অবাক হতে হয়।

৪০ কোটি টাকা দামে সম্প্রতি বিক্রি হয়েছে একটি গরু। ব্রাজিলে গরুটির নিলাম হলেও এই গরুর প্রজাতির সঙ্গে বিশেষ যোগ রয়েছে ভারতেরও। এই বিশেষ গরুটির কী বৈশিষ্ট‍্য রয়েছে যে এত দাম? গুণ জানলে সত‍্যিই অবাক হতে হয়।
এই গরু অন্ধ্রপ্রদেশের নেল্লোর প্রজাতির গরু। এটি Viatina-19 FIV Mara Imovis নামে পরিচিত। ব্রাজিলে একটি নিলামের সময়, এই গরুটির দাম ছিল ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।
এই গরু অন্ধ্রপ্রদেশের নেল্লোর প্রজাতির গরু। এটি Viatina-19 FIV Mara Imovis নামে পরিচিত। ব্রাজিলে একটি নিলামের সময়, এই গরুটির দাম ছিল ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।
৪০ কোটিতে বিক্রি হওয়া এই বিশেষ গরুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গরু। এই বিক্রি গবাদি পশু নিলামের ইতিহাসে একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
৪০ কোটিতে বিক্রি হওয়া এই বিশেষ গরুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গরু। এই বিক্রি গবাদি পশু নিলামের ইতিহাসে একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
জানলে অবাক হবেন এই গরুর নামকরণ হয়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার নামে। ব্রাজিলে এই জাতটির ব্যাপক চাহিদা রয়েছে। এই জাতটি বৈজ্ঞানিকভাবে Bos Indicus নামে পরিচিত।
জানলে অবাক হবেন এই গরুর নামকরণ হয়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার নামে। ব্রাজিলে এই জাতটির ব্যাপক চাহিদা রয়েছে। এই জাতটি বৈজ্ঞানিকভাবে Bos Indicus নামে পরিচিত।
বিজ্ঞানীদের মতে, এটি ভারতের ওঙ্গোল গবাদি পশুর বংশধর। শক্তিধর বলেই বিশেষ পরিচিতি এই প্রজাতির গরুর। পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে এই ধবধবে সাদা গরু।

বিজ্ঞানীদের মতে, এটি ভারতের ওঙ্গোল গবাদি পশুর বংশধর। শক্তিধর বলেই বিশেষ পরিচিতি এই প্রজাতির গরুর। পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে এই ধবধবে সাদা গরু।
এই প্রজাতিটি ১৮৬৮ সালে জাহাজে কর প্রথমবারের ব্রাজিলে পাঠানো হয়েছিল। ১৯৬০-এর দশকে আরও অনেক গরু এখানে স্থানান্তরিত করা হয়েছিল।
এই প্রজাতিটি ১৮৬৮ সালে জাহাজে কর প্রথমবারের ব্রাজিলে পাঠানো হয়েছিল। ১৯৬০-এর দশকে আরও অনেক গরু এখানে স্থানান্তরিত করা হয়েছিল।
ওঙ্গোল জাতের গবাদি পশুর সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা খুব গরম তাপমাত্রায়ও বাঁচতে পারে। কারণ এদের মেটাবলিজম বেশ ভাল থাকে। এগুলোর মধ্যে কোনও ধরনের সংক্রমণের ভয় নেই। ব্রাজিলে খুব গরম, তাই এই গরুগুলি এখানে বেশ সুস্থ ভাবেই বাঁচে।
ওঙ্গোল জাতের গবাদি পশুর সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা খুব গরম তাপমাত্রায়ও বাঁচতে পারে। কারণ এদের মেটাবলিজম বেশ ভাল থাকে। এগুলোর মধ্যে কোনও ধরনের সংক্রমণের ভয় নেই। ব্রাজিলে খুব গরম, তাই এই গরুগুলি এখানে বেশ সুস্থ ভাবেই বাঁচে।
ব্রাজিলের প্রায় ৮০ শতাংশ গরুই নেল্লোর গরু। সেখানকার তাপমাত্রা, সেখানকার পরিবেশ এই প্রজাতির গরুর সঙ্গে বেশ মানানসই। এই গরুর দুগ্ধ উৎপাদন ক্ষমতাও বেশ ভাল।

ব্রাজিলের প্রায় ৮০ শতাংশ গরুই নেল্লোর গরু। সেখানকার তাপমাত্রা, সেখানকার পরিবেশ এই প্রজাতির গরুর সঙ্গে বেশ মানানসই। এই গরুর দুগ্ধ উৎপাদন ক্ষমতাও বেশ ভাল।

Rare Anaconda Death: ২০০ কেজি ওজনের সবুজ অ্যানাকোন্ডা! আমাজনের বৃষ্টিঅরণ্যে আবিষ্কারের কিছু দিনের মধ্যেই হত্যা বিশ্বের ‘সবথেকে বড়’ সাপকে

বোনিতো : আবিষ্কার করার মাত্র কিছু দিনের মধ্যেই মৃত্যু হল দৈত্যাকৃতি অ্যানাকোন্ডা-র৷ বিজ্ঞানীদের ধারণা, বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে এটি অন্যতম৷ যে গবেষক সাপটিকে প্রাথমিক ভাবে আবিষ্কার করেছিলেন তাঁর দাবি বন্দুকের গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বিশালাকায় সরীসৃপটি৷

দক্ষিণ ব্রাজিলের মাতো গ্রোসো দো সাল প্রদেশের বোনিতো এলাকার গ্রামীণ অঞ্চলে ফোরমোজো নদীতে এই অ্যানাকোন্ডা সাপটিকে পাঁচ সপ্তাহ আগে আবিষ্কার করা হয়৷ তার নাম রাখা হয় অ্যানা জুলিয়া৷ এক বহজাতিক নামী টেলিভিশন চ্যানেলের জন্য ‘পোল টু পোল’ সিরিজের শ্যুটিঙের সময় অ্যানাকোন্ডাটিকে দেখা গিয়েছিল প্রথম বার৷

আরও পড়ুন : সুজি খান এভাবে! চোখের নিমেষে রোগা হবেন! দূর হবে ওজন নিয়ে দুশ্চিন্তা

দৈর্ঘ্যে ২৬ ফুট, সবুজ রঙের সাপটির ওজন প্রায় ৪৪০ পাউন্ড বা ১৯৯.৫৮১ কিলোগ্রাম৷ যা প্রায় ৩১ টি বড় পাথরের ওজনের সমান৷ অ্যানাকোন্ডার মাথার আয়তন মানুষের মাথার আয়তনের সঙ্গে তুলনীয়৷ বিরল সাপটির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে৷ অধ্যাপক ফ্রিক ভঙ্ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘তীব্র দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা বিশাল আয়তনের সবুজ অ্যানাকোন্ডা, যেটির সঙ্গে আমি সাঁতার কেটেছিলাম, সেটিকে নদীতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷’’

 

 

View this post on Instagram

 

A post shared by Prof. dr. Freek Vonk (@freekvonk)

পূর্ণবয়স্ক অ্যানাকোন্ডাটি সম্পূর্ণ সুস্থ ছিল বলে দাবি অধ্যাপকের৷ জীবিত থাকলে তার প্রজাতির বংশবৃদ্ধি হত এবং সেটা বিশ্বের জীববৈচিত্রের জন্য লাভদায়ক বলে মন্তব্য সর্পগবেষকদের৷ কারণ দানবাকৃতির এই বিশেষ প্রজাতির সাপ পৃথিবীতে খুব বেশি নেই৷ বলছেন বিজ্ঞানী তথা গবেষকরা৷ বিরল এই সরীসৃপের অকালমৃত্যু যে বন্যপ্রাণের উপর মানুষের নৃশংসতারই আরও একটি নিদর্শন, তাতে কোনও সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের৷

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ব্রাজিলের তারকা ফুটবলার, ৯ বছরের জেল

রিও ডি জেনেইরো: রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা রবিনহোকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড দিল আদালত। ইতালিতে গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ব্রাজিলের তারকা স্ট্রাইকার রবিনহো।

আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে। ঘটনাটি ২০১৩ সালের জানুয়ারি মাসের। ২০১৭ সালে ২২ বছর বয়সী আলবেনিয়ান মহিলাকে গণধর্ষণে জড়িত থাকার জন্য রবিনহোকে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সময় তিনি এসি মিলানের হয়ে খেলেছিলেন।

সেই সময়ে তিনি ব্রাজিলে চলে গিয়েছিলেন। এর পর ব্রাজিল সরকারের কাছে এই ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল ইতালি। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতালির অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের একটি আদালত এখন রায় দিয়েছে, তাঁকে নিজের দেশেই কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন- কেউ চেনে না! এমন ক্রিকেটার কেকেআরের অস্ত্র এবার! রাসেল, রিঙ্কুকে ঘোল খাওয়ালেন

ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের বিচারকরা রবিনহোর সাজা বৈধ করার জন্য ভোট দিয়েছেন। সুপিরিয়র ট্রাইব্যুনাল অফ জাস্টিস (এসটিজে) মামলায় দেওয়া ১০টি ভোটের মধ্যে আটটি রবিনহোর গ্রেপ্তারের পক্ষে ছিল।

নিজের দেশের মাটিতে সাজা ভোগ করতে হবে ব্রাজিলের তারকা ফুটবলারকে। রবিনহোর আইনজীবী হোসে এডুয়ার্ডো আলকমিন আদালতকে বলেছেন, তাঁর ক্লায়েন্ট ব্রাজিলে জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে পুনর্বিচার চান। অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন।

আরও পড়ুন- ২৪ কোটির বোলারকে ‘পিটিয়ে ছাতু’ করলেন রিঙ্কু সিং, কেকেআরের ধামাকা শুরু

ব্রাজিলের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোবিনহো। রিয়াল মাদ্রিদে চার বছরের মেয়াদে রবিনহো দুটি লা লিগা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি পরবর্তী সময়ে ৩২.৫ মিলিয়ন ইউরোর রেকর্ড ফিতে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন।

Copa America 2024 Schedule: কোপা আমেরিকায় কবে-কখন ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, রইল সম্পূর্ণ সূচি

কলকাতা: গ্রুপ বিন্যাস আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল সূচি ঘোষণার। অবশেষে কোপা আমেরিা ২০২৪-এর সূচি ঘোষণা করে দিল কনমেবল। এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। গ্রুপ বিন্যাসে ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।

গ্রুপ এ— আর্জেন্টিনা, পেরু, চিলি, যোগ্যতা অর্জনকারী দল

গ্রুপ বি— মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা

গ্রুপ সি— আমেরিকা, উরুগুয়ে, পানাম, বলিভিয়া

গ্রুপ ডি— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, যোগ্যতা অর্জনকারী দল

২১ জুন থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মাঠে নামবে ডিফন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে খেলবে মেসির দেশ। ভোর ৫.৩০ মিনিটে ম্যাচ। এরপর ২৬ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি ও ৩০ জুন আর্জেন্টিনা খেলবে পেরুর বিরুদ্ধে। আর্জেন্টিনার ম্যাচ যথাক্রমে ভোর ৫.৩০, ৬.৩০, ৫.৩০। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে ৫ বারের বিশ্বজয়ীরা। ব্রাজিলের ৩টি ম্যাচই ভোর ৬.৩০ মিনিটে।

আর্জেন্টিনার গ্রুপে চিলি ছাড়া খুব একটা কঠিন দল নেই। ফলে পরের রাউন্ডে যেতে মেসিদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। অপরদিকে, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। শুধু কোস্টারিকা বা হন্ডুরাস কিছুটা সহজ। তবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ব্রাজিলের সমস্যা হওয়ার কথা নয়।

আরও পড়ুনঃ IPL Records: আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ওয়াইড বল কে করেছে? রইল প্রথম পাঁচের তালিকা

প্রসঙ্গত, এবার ১৪টি শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।প্রথম ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল হবে মেসির বর্তমান ক্লাব মায়ামির মাঠে।

Mila De Jesus: রূপের আগুনে মুগ্ধ হতেন ১৬ থেকে ৮০! সেই মডেলের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় হাহাকার

ব্রাজিলের বাসিন্দা ৩৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিলা ডি জেসুস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচুর ফলোয়ার ছিল। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
ব্রাজিলের বাসিন্দা ৩৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিলা ডি জেসুস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচুর ফলোয়ার ছিল। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
মীলা খুব মোটা ছিলেন এবং তারপরে ওজন কমানোর অস্ত্রোপচারের মাধ্যমে তিনি লাইমলাইটে আসেন। কিন্তু মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।(ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
মীলা খুব মোটা ছিলেন এবং তারপরে ওজন কমানোর অস্ত্রোপচারের মাধ্যমে তিনি লাইমলাইটে আসেন। কিন্তু মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।(ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইনস্টাগ্রাম তারকা ব্রাজিলে জন্মগ্রহণ করলেও বোস্টনে থাকতেন। মাত্র চার মাস আগে তাঁর বিয়ে হয়। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইনস্টাগ্রাম তারকা ব্রাজিলে জন্মগ্রহণ করলেও বোস্টনে থাকতেন। মাত্র চার মাস আগে তাঁর বিয়ে হয়। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
তাঁর স্বামী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ফিটনেস প্রভাবশালীর মেয়ে আনা ক্লারাও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
তাঁর স্বামী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ফিটনেস প্রভাবশালীর মেয়ে আনা ক্লারাও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
মীলা গত বছরের অক্টোবরে বলেছিলেন যে তিনি তিন মাস ধরে সোরিয়াসিসে ভুগছেন, যার কারণে তাঁর শরীরের ৮০% আক্রান্ত হয়েছে।(ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
মীলা গত বছরের অক্টোবরে বলেছিলেন যে তিনি তিন মাস ধরে সোরিয়াসিসে ভুগছেন, যার কারণে তাঁর শরীরের ৮০% আক্রান্ত হয়েছে।(ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
২০১৭ সালে ৫ অক্টোবর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর মীলা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে আসেন। তাঁর এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)
২০১৭ সালে ৫ অক্টোবর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর মীলা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে আসেন। তাঁর এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া। (ছবি সৌজন্যে- miladejesusoficial/ইনস্টাগ্রাম)

Viral News: প্রচণ্ড রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে কমোডে ফ্লাশ করলেন স্ত্রী, কারণ জানলে গায়ে কাঁটা দেবে!

ব্রাসিলিয়া: ব্রাজিলের আটিবিয়ায় মারাত্মক এক অপরাধে গ্রেফতার করা হয়েছে এক স্ত্রীকে। মহিলার বিরুদ্ধে অভিযোগ, নিজের স্বামীকে তাঁর ১৫ বছরের ভাইঝির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দেখে ফেলেছিলেন তিনি। তারপরেই প্রচণ্ড রাগে স্বামীর যৌনাঙ্ক দু’টুকরো করে ফেলেন স্ত্রী।

স্বামীর যৌনাঙ্গ কেটেই ক্ষান্ত হননি তিনি। সেই যৌনাঙ্গের টুকরো কমোডে ফ্লাশ করে দেন স্ত্রী। ৩৯ বছরের স্বামী ১৫ বছরের ভাইঝির সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছে দেখতে পেয়েই ভয়ঙ্কর মানসিক আঘাত পান ওই স্ত্রী। তারপরেই এমন ঘটনা ঘটান।

আরও পড়ুন: রোজ সকালে ১টা করে আমলকি খান, সারা বছর ডাক্তারের কাছে ছুটতে হবে না! মিলিয়ে নিন

কীভাবে এমন হল? পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, স্বামীকে যৌন সম্পর্ক তৈরির জন্য বিছানায় নিয়ে যান স্ত্রী। তারপর হাত ও পা বেঁধে ধারালো রেজর দিয়ে যৌনাঙ্গ কেটে দেন স্ত্রী। এরপর সেই কাটা যৌনাঙ্গের ছবি তুলে কমোডে ফ্লাশ করে দেন স্ত্রী।

আরও পড়ুন: চুইংগাম গিলে ফেলেছেন? পেটে গেলে কী হবে জানেন? খুব জরুরি

পরে নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। নিজেই পুলিশকে জানান, ‘গুড ইভনিং অফিসার। আমি নিজের পরিচয় দিতে এসেছি, আমি আমার স্বামীর পেনিস কেটে ফেলেছি।’ স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পরই। ব্রাজিলে যৌন সম্মতি প্রদানের বয়স ১৪।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Brazil: ব্রাজিলকে সাসপেন্ড করবে ফিফা? খেলা হবে না ২০২৬ বিশ্বকাপ! মাথায় হাত ভক্তদের

কলকাতা: বিরাট খবর! আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হতে পারে পেলে-রোনাল্ডো-নেইমারের ব্রাজিল। প্রবল সংকটে ফুটবল স্কিলের শ্রেষ্ঠ দেশ ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রড্রিগেজকে বহিষ্কার করেছে সেই দেশের সর্বোচ্চ আদালত। আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন ফেডারেশনের শীর্ষ আধিকারিক। সেই কারণেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আদালতের এমন সিদ্ধান্তের জন্যই ফিফা পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে সাসপেন্ড করতে পারে বলে খবর।

ফিফা একটি চিঠি পাঠিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থাকে। সেই চিঠিতে তারা জানিয়েছে, যে সংস্থার সভাপতি এডনাল্ডো রড্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। যদি এই নির্দেশের পরেও তাড়াহুড়ো করে এডনাল্ডো রড্রিগেজকে সরিয়ে দেওয়া হয়, তা হলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা।

আরও পড়ুন: রেল স্টেশনে আদৌ ঠিক খাবার দিচ্ছে তো! চলছে অডিট, পুরস্কার পেল চমকে দেওয়া এক স্টেশন

ফিফার নিয়মে বলা রয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ব্রাজিল ফুটবল সংস্থাকে সাসপেন্ড করতে পারে ফিফা। কারণ সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ থাকলে সেই সংস্থাকে বাতিল ঘোষণা করতে পারে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। ২০২১ সালে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এডনাল্ডো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদে বহাল হন। নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল।

আরও পড়ুন: সুপ্ত প্রতিভার সন্ধান, চমকে দিল ত্রিপুরা! এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী

ব্রাজিলের রিও ডি জেনিরোর আদালত অনিয়মের অভিযোগে রড্রিগেজকে বহিষ্কার করেছে। যদিও রড্রিগেজের আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু তৃতীয় পক্ষ যেভাবে ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করেছে, তা ফিফার নিয়ম বহির্ভূত। সেই কারণেই ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা পেলে ব্রাজিল দল, তাদের কর্মকর্তা এবং রেফারিরা আন্তর্জাতিক ম্যাচ এবং ইভেন্টে অংশ নিতে পারবেন না। সমস্যায় পড়ে গেল পেলে-গ্যারিঞ্চার দেশ। তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ করতে পারে ফিফা।

Copa America 2024 Draw: ঘোষণা হল কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস, সহজ গ্রুপে আর্জেন্টিনা, কঠিন লড়াই ব্রাজিলের

কলকাতা: ২০২২ বিশ্বকাপের পর মাঝে এক বছরের অপেক্ষা। ২০২৪ সালে বিশ্বের দুই প্রান্তে বসতে চসেছে আন্তর্জাতিক ফুটবলের দুই সেরা প্রতিযোগিতা। দিন কয়েক আগেই ইউরো ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে উয়েফা। এবার কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ ঘোষণা করে দিল কনমেবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়লেও কঠিন গ্রুপে রয়েছে ব্রাজিল।

এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। গ্রুপ বিন্যাসে ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।

কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ- আর্জেন্টিনা, পেরু, চিলি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/কানাডা
গ্রুপ বি- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা
গ্রুপ সি- আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস

আরও পড়ুনঃ কে ভাঙবে তাঁর টেস্টে ৪০০ রানের বিশ্বরেকর্ড, নাম জানিয়ে দিলেন ব্রায়ান লারা

আর্জেন্টিনার গ্রুপে চিলি ছাড়া খুব একটা কঠিন দল নেই। ফলে পরের রাউন্ডে যেতে মেসিদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। অপরদিকে, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। শুধু কোস্টারিকা বা হন্ডুরাস কিছুটা সজ। তবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ব্রাজিলের সমস্যা হওয়ার কথা নয়।

প্রসঙ্গত, এবার ১৪টি শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।প্রথম ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল হবে মেসির বর্তমান ক্লাব মায়ামির মাঠে।