করোনা মোকাবিলায় টাকা তুলতে বাগানেই ম্যারাথন যুবকের, ৫ ঘণ্টায় উঠল প্রচুর অর্থ !

#লন্ডন: করোনা মোকাবিলায় কত লোকে কত কিনা করছে ৷ কেউ নিজের সবটুকু সেভিংস দিয়ে দিচ্ছেন করোনা মোকাবিলার তহবিলে, তো কেউ ফ্রি স্যানিটাইজার থেকে শুরু করে ওষুধ দান করছেন ৷ তবে লন্ডনের এক ব্যক্তি করোনা মোকাবিলায় যা করলেন, তাতে একেবারে হতবাক গোটা সোশ্যাল মিডিয়া !

লন্ডনের এই ব্যক্তির নাম জেমস ক্যাম্বেল ৷ গত বুধবার ছিল তাঁর ৩২ তম জন্মদিন ৷ আর এই জন্মদিনকেই তিনি আরও স্পেশাল বানাতে এক অভিনব উপায়ে নেমে পড়লেন করোনা মোকাবিলায় ৷

তা কী করলেন তিনি?

সকাল সকাল উঠে পৌঁছে গেলেন নিজের বাড়ির বাগানে ৷ তারপর শুরু করলেন ম্যারাথন ! এই ম্যারাথন চলল বাগানে ঘুরে ঘুরে পাক দিয়েই ৷ গোটা কাণ্ডটি সোশ্যাল মিডিয়ায় লাইভও করলেন তিনি ৷ সেই লাইভ দেখে এবং জেমসের উদ্দেশ্য জেনে প্রচুর মানুষই অর্থ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ৷

জানা গিয়েছে, প্রায় ২২ হাজার পাউন্ড সংগ্রহ করে ফেলেছেন জেমসে ৷ নেটিজেনদের বাহবাও পেয়েছেন তিনি ৷