সীমান্তে এলাকায় বৈঠকে বিএসএফ৷

Bangladesh crisis: উত্তাল বাংলাদেশ, সীমান্তে কী সতর্কতা? গ্রামবাসীদের বোঝাল বিএসএফ

হাঁসখালি: বাংলাদেশে অশান্তির জেরে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি এবং সতর্কতা বাড়াল বিএসএফ৷ মঙ্গলবার নদিয়ার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাঁসখালি এলাকায় রাজ্য সরকারের আধিকারিক এবং গ্রামবাসীদের সঙ্গে সমন্বয় বৈঠক করে বিএসএফ আধিকারিকরা৷

সীমান্ত নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কী করণীয়, এ দিন গ্রামবাসীদের তা বুঝিয়েছেন বিএসএফ আধিকারিকরা৷ রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গেও তাঁদের আলোচনা হয়েছে৷

আরও পড়ুন: আরও বিপাকে হাসিনা, বড় সিদ্ধান্ত নিয়ে নিল আমেরিকা! এবার কী করবেন?

বিএসএফ-এর দক্ষিণ ফ্রন্টিয়ারের ৮ ও ১০৭ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকরা এ দিন এই বৈঠক করেন৷ ৮ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন রানাঘাটের এসডিও এবং এসডিএম। ছিলেন হাঁসখালির বিডিও, ডিএসপি (বর্ডার) এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও গ্রামবাসীরা।

ওই বৈঠকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাতে বিএসএফের পক্ষ থেকে গ্রামবাসীদের কাছে অনুরোধ করা হয়েছে রাতে সীমান্ত এলাকা ও আন্তর্জাতিক সীমান্ত সড়কে যাতে কেউ যাতায়াত না করেন। রাত ৯টার পর দোকানপাট বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে পুলিশ ও বিএসএফ-এর সাহায্য নিতে বলা হয়েছে গ্রামবাসীদের৷