‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷

Vinesh Phogat: যন্তরে মন্তরে পুলিশদের বিরুদ্ধে লড়াই থেকে অলিম্পিক্সের মেডেল, হরিয়ানার হ্যারিকেন এই ফোগট, জানেন কোন বাড়ির মেয়ে

‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷
‘ফাইট কোনি ফাইট’ মতি নন্দীর এই লাইন প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করার জন্য মোটিভেট করে, ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট এই লাইন পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তিনি যা করেন তাতে এই লাইনটা তাঁর জীবনের একেবারে মূল মোটো তা নিয়ে কারো মনে কোনও সন্দেহের অবকাশ নেই৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের মারাত্মক অভিযোগের বিরুদ্ধে যে কুস্তিগিররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ ফোগট৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের মারাত্মক অভিযোগের বিরুদ্ধে যে কুস্তিগিররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ভিনেশ ফোগট৷
আর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করল ভারত। নিজের পারফরম্যান্স দিয়ে সেই মেডেল নিশ্চিত করলেন ভিনেশ ফোগট৷ এরই সঙ্গে ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।
আর মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করল ভারত। নিজের পারফরম্যান্স দিয়ে সেই মেডেল নিশ্চিত করলেন ভিনেশ ফোগট৷ এরই সঙ্গে ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট।
দীর্ঘ দিনের পরিশ্রম এবার ফল দিল, স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়ে  ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন৷
দীর্ঘ দিনের পরিশ্রম এবার ফল দিল, স্বপ্নপূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়ে  ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন৷
এদিনের সেমিফাইনালের জয় ফোগাটের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত করেছে, তবে বিশিষ্ট ভারতীয় কুস্তিগীর ফাইনালে সোনার লক্ষ্যেই নামবেনষ  থাকবেন।
এদিনের সেমিফাইনালের জয় ফোগাটের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত করেছে, তবে বিশিষ্ট ভারতীয় কুস্তিগীর ফাইনালে সোনার লক্ষ্যেই নামবেনষ  থাকবেন।
এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে রাউন্ড অফ সিক্সটিনে পরাজিত করেন। পরে তিনি সেমিফাইনালে ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন।
এর আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে রাউন্ড অফ সিক্সটিনে পরাজিত করেন। পরে তিনি সেমিফাইনালে ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন।
ফোগাট, হরিয়ানার একজন ২৯ বছরের কুস্তিগির, তিনি কেরিয়ারের বিভিন্ন সময়ে  উত্তাল খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে ৪০ দিনের জন্য নয়াদিল্লির ফুটপাতে কঠোর অবস্থা সহ্য করেছিলেন৷ পুলিশি অত্যাচারেরও শিকার হন তিনি৷  হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন।
ফোগাট, হরিয়ানার একজন ২৯ বছরের কুস্তিগির, তিনি কেরিয়ারের বিভিন্ন সময়ে  উত্তাল খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে ৪০ দিনের জন্য নয়াদিল্লির ফুটপাতে কঠোর অবস্থা সহ্য করেছিলেন৷ পুলিশি অত্যাচারেরও শিকার হন তিনি৷  হাঁটুর অস্ত্রোপচার সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য বেশ কিছু বিখ্যাত কুস্তিগীররা ১৮ জানুয়ারি নতুন দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিল তৎকালীন WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই ধরণের অশান্ত পরিস্থিতির মতোই ভিনেশ ফোগাট ভারতীয় কুস্তিতে ধারাবাহিকভাবে ইতিহাস তৈরি করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ এবং এশিয়ান গেমস উভয়েই সোনার মেডেল জিতেছেন।  তিনি তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেছেন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং অন্যান্য বেশ কিছু বিখ্যাত কুস্তিগীররা ১৮ জানুয়ারি নতুন দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিল তৎকালীন WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই ধরণের অশান্ত পরিস্থিতির মতোই ভিনেশ ফোগাট ভারতীয় কুস্তিতে ধারাবাহিকভাবে ইতিহাস তৈরি করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ এবং এশিয়ান গেমস উভয়েই সোনার মেডেল জিতেছেন।  তিনি তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একাধিক পদক অর্জন করেছেন।
২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।২৫ অগাস্ট, ১৯৯৪ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন, ভিনেশ ফোগাট কুস্তি ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা রাজপাল ফোগাট এবং তার কাজিন, গীতা এবং ববিতা ফোগাট, সকলেই ভারতীয় কুস্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ফোগাট পরিবারের গল্প, যা বলিউড ফিল্ম 'দঙ্গল'-দেখানো হয়েছিল৷  সামাজিক রীতিনীতি ভাঙার এবং কুস্তিতে মহিলাদের অংশগ্রহণের প্রচার করার জন্য তাদের সংকল্পকে প্রতিফলিত করে।
ফোগাট পরিবারের গল্প, যা বলিউড ফিল্ম ‘দঙ্গল’-দেখানো হয়েছিল৷  সামাজিক রীতিনীতি ভাঙার এবং কুস্তিতে মহিলাদের অংশগ্রহণের প্রচার করার জন্য তাদের সংকল্পকে প্রতিফলিত করে।