উদ্ধার হওয়া সোনার বিস্কুট

Gold: বাপরে বাপ ৪ কেজির ও কী! চক্ষু চড়কগাছ বিসএফ জওয়ানদের, দাম ৩ কোটি টাকা

নদিয়া: বিএসএফের ৩২ ব্যাটেলিয়নের তৎপরতায় আবারও আনুমানিক প্রায় তিন কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার নদিয়ার গেদে সীমান্তে। বিএসএফের ৩২ ব্যাটেলিয়নের তৎপরতায় ফের সোনার বিস্কুট উদ্ধার নদিয়ার গেদে সীমান্ত থেকে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে আবারও সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান।

শুক্রবার গভীর রাতে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর থাকে সেই খবর পাওয়ার পর বিএসএফ বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে টুঙ্গি সীমান্তের কাছে কাজিবাগান নামক জায়গা থেকে উদ্ধার হয় এই সোনার বিস্কুট।

আরও পড়ুন  – IMD Thunderstorm Alert: গরম তাপপ্রবাহের মধ্যেই হঠাৎ কালবৈশাখী পরিস্থিতি, ৪০ কিমি গতিতে হাওয়া, ঝড়-বৃষ্টি এই জেলায়

এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে পাচারকারীরা ভারতে ফেলে, সেই সময় বিএসএফ কর্তব্যরত জোয়ানরা দেখতে পায় এবং দেখতে পেয়ে ভারত ভূখন্ডে যেসব চোরাচালানকারীরা ছিল ধাওয়া করলে তারা সোনার বিস্কুট ফেলে রেখে পালিয়ে যায়। এই সোনার বিস্কুটের ওজন ৪ কেজি বেশি যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকার বেশি।

এই সোনার বিস্কুট বিএসএফের ৩২ তম ব্যাটেলিয়ন কাস্টমসের হাতে তুলে দিলেন আজ। পরপর বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার করছে। যা কিনা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালনকারী বন্ধ হবে বলে বিএসএফ সূত্রে জানায়। বিএসএফের এটি একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Mainak Debnath