বুদ্ধপূর্ণিমা দিনটি সনাতনী মতেও অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ৷ এ বছর বৈশাখের পরিবর্তে জ্যৈষ্ঠমাসে পালিত হচ্ছে বুদ্ধজয়ন্তী৷ এই তিথি তাঁর মহাপ্রয়াণ ও মহানিষ্ক্রমণেরও তিথি৷

Buddha Purnima 2024 Rituals: বুদ্ধপূর্ণিমার সন্ধ্যায় এই গাছের নীচে প্রদীপ জ্বালুন! বাড়িতে করুন এই কাজ! টের পাবেন না অভাব! উধাও অশান্তি

বুদ্ধপূর্ণিমা দিনটি সনাতনী মতেও অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ৷ এ বছর বৈশাখের পরিবর্তে জ্যৈষ্ঠমাসে পালিত হচ্ছে বুদ্ধজয়ন্তী৷ এই তিথি তাঁর মহাপ্রয়াণ ও মহানিষ্ক্রমণেরও তিথি৷
বুদ্ধপূর্ণিমা দিনটি সনাতনী মতেও অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ৷ এ বছর বৈশাখের পরিবর্তে জ্যৈষ্ঠমাসে পালিত হচ্ছে বুদ্ধজয়ন্তী৷ এই তিথি তাঁর মহাপ্রয়াণ ও মহানিষ্ক্রমণেরও তিথি৷

 

এই বিশেষ দিনে অহিংসা, সততা ধর্ম পালন করা হয়৷ জানুন এই তিথিতে কোন কোন আচার আচরণ পালন করলে জীবনে অভাব অনটন থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
এই বিশেষ দিনে অহিংসা, সততা ধর্ম পালন করা হয়৷ জানুন এই তিথিতে কোন কোন আচার আচরণ পালন করলে জীবনে অভাব অনটন থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

বাড়ির কাছে অশ্বত্থ বা বটগাছ থাকলে তার গোড়ায় জল দিন৷ বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করুন৷ সন্ধ্যায় গাছের নীচে প্রদীপ প্রজ্বলন করুন৷ জীবনে শান্তি আসে৷ অশ্বত্থগাছের নীচে তথাগত বোধি লাভ করেছিলেন৷ তাই এই গাছ বৌদ্ধদের কাছে খুবই পবিত্র৷
বাড়ির কাছে অশ্বত্থ বা বটগাছ থাকলে তার গোড়ায় জল দিন৷ বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করুন৷ সন্ধ্যায় গাছের নীচে প্রদীপ প্রজ্বলন করুন৷ জীবনে শান্তি আসে৷ অশ্বত্থগাছের নীচে তথাগত বোধি লাভ করেছিলেন৷ তাই এই গাছ বৌদ্ধদের কাছে খুবই পবিত্র৷
এই তিথির সন্ধ্যায় ঠাকুরঘরে এবং বাড়ির প্রতি ঘরে একটি ঘরে প্রদীপ প্রজ্বলন করুন৷ বাড়ির সদর দরজার দু’পাশে প্রজ্বলন করুন দু’টি ঘিয়ের প্রদীপ৷ দরজায় হলুদ ও কুমকুম দিয়ে অঙ্কন করুন মাঙ্গলিক চিহ্ন৷
এই তিথির সন্ধ্যায় ঠাকুরঘরে এবং বাড়ির প্রতি ঘরে একটি ঘরে প্রদীপ প্রজ্বলন করুন৷ বাড়ির সদর দরজার দু’পাশে প্রজ্বলন করুন দু’টি ঘিয়ের প্রদীপ৷ দরজায় হলুদ ও কুমকুম দিয়ে অঙ্কন করুন মাঙ্গলিক চিহ্ন৷

 

এ বছর এই তিথিতে বৃহস্পতিবারও পড়েছে৷ তাই যত্ন ও নিষ্ঠাভরে মা লক্ষ্মীর পুজো করুন৷ তাঁকে অর্পণ করুন পায়েস৷
এ বছর এই তিথিতে বৃহস্পতিবারও পড়েছে৷ তাই যত্ন ও নিষ্ঠাভরে মা লক্ষ্মীর পুজো করুন৷ তাঁকে অর্পণ করুন পায়েস৷

 

সন্ধ্যায় চন্দ্রদেবের পুজো করে তাঁকে ক্ষীর নিবেদন করতে পারেন৷ জন্মছকে চন্দ্রদোষ থাকলে তা দূর হয়ে যাবে৷
সন্ধ্যায় চন্দ্রদেবের পুজো করে তাঁকে ক্ষীর নিবেদন করতে পারেন৷ জন্মছকে চন্দ্রদোষ থাকলে তা দূর হয়ে যাবে৷

 

 সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্রদান করুন দরিদ্রদের৷ পুণ্যনদীতে স্নান করুন৷ নয়তো স্নানের জলে তিল মিশিয়ে নিন৷
সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্রদান করুন দরিদ্রদের৷ পুণ্যনদীতে স্নান করুন৷ নয়তো স্নানের জলে তিল মিশিয়ে নিন৷

 

সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত পূ্র্ণিমার উপবাস ব্রত পালন করলে তা ভঙ্গ করুন সাত্তিক আহার গ্রহণ করে৷
সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত পূ্র্ণিমার উপবাস ব্রত পালন করলে তা ভঙ্গ করুন সাত্তিক আহার গ্রহণ করে৷