২০০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় বিরল রাজযোগ!

Buddha Purnima 2024: ২০০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় বিরল রাজযোগ! শনির কৃপায় ৩ রাশির সোনায় মুড়বে কপাল, কাঁড়ি কাঁড়ি টাকা আয়-উন্নতি, সুখ- সৌভাগ্য তুঙ্গে

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। আজ হল বুদ্ধ পূর্ণিমা৷বৈশাখ পূর্ণিমা উপবাস এবং স্নান-দানও বুদ্ধ পূর্ণিমায় পালন করা হয়। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই এই দিনটির গুরুত্ব রয়েছে।
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। আজ হল বুদ্ধ পূর্ণিমা৷বৈশাখ পূর্ণিমা উপবাস এবং স্নান-দানও বুদ্ধ পূর্ণিমায় পালন করা হয়। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই এই দিনটির গুরুত্ব রয়েছে।
বৈশাখ মাসের পূর্ণিমা তিথি শুরু হয়েছে ২২শে মে বিকেল ৫.৪২ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৩ মে সন্ধ্যা ৬.৪২ পর্যন্ত। উদয় তিথি অনুসারে, পূর্ণিমা তিথির উপবাস শুধুমাত্র ২৩ মে ,অর্থাৎ আজ পালন করা হবে।
বৈশাখ মাসের পূর্ণিমা তিথি শুরু হয়েছে ২২শে মে বিকেল ৫.৪২ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৩ মে সন্ধ্যা ৬.৪২ পর্যন্ত। উদয় তিথি অনুসারে, পূর্ণিমা তিথির উপবাস শুধুমাত্র ২৩ মে ,অর্থাৎ আজ পালন করা হবে।
২০০ বছর পর এই বছর বুদ্ধ পূর্ণিমার দিনে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে৷ বুদ্ধ পূর্ণিমায় শনির অবস্থান কয়েকটি রাশির জন্য বেশ শুভ হতে চলেছে৷ ৬ মে নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে৷ শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে৷
২০০ বছর পর এই বছর বুদ্ধ পূর্ণিমার দিনে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে৷ বুদ্ধ পূর্ণিমায় শনির অবস্থান কয়েকটি রাশির জন্য বেশ শুভ হতে চলেছে৷ ৬ মে নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে৷ শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে৷
বুদ্ধ পূর্ণিমায় শুভ যোগ ৩ রাশি উপর বিরাট প্রভাব ফেলবে৷ এই  রাশির জাতকরা শনির কৃপায় বিরাট ধন-সম্পদ লাভের সুযোগ পাবেন৷ কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়৷ জেনে নিন আপনিও আছেন কিনা৷
তগম বুদ্ধ পূর্ণিমায় শুভ যোগ ৩ রাশি উপর বিরাট প্রভাব ফেলবে৷ এই রাশির জাতকরা শনির কৃপায় বিরাট ধন-সম্পদ লাভের সুযোগ পাবেন৷ কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়৷ জেনে নিন আপনিও আছেন কিনা৷