বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharjee eye donation: বুদ্ধদেবের কর্নিয়া দৃষ্টি ফেরাল দু জনের! সচেতন ভাবেই ছানি অপারেশন করাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী?

কলকাতা: প্রয়াণের পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ তার আগেই বুদ্ধদেব ভট্টাচার্যের দান করা কর্নিয়া দৃষ্টি ফেরালো দু জনের৷ বৃহস্পতিবার সকালে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ অনেক দিন আগেই নিজের চোখ এবং দেহ দান করে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মৃত্যুর পর পরই তাঁর চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়৷

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমলজিতে বা আরআইও- তে কর্নিয়া জনিত অন্ধত্বে ভোগা দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হয়৷ কর্নিয়া গ্রহিতা দু জনেই সুস্থ রয়েছেন বলে খবর৷

আরও পড়ুন: ‘হে চিরসারথি, তব রথচক্রে…’ ১৯৪৪-২০২৪ : সাদা পোশাকের মুকুটহীন সম্রাট…

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এমন কি, বই পড়তে পছন্দ করলেও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ায় তাঁকে সংবাদপত্র অথবা বই পড়েই শোনাতে হত৷ প্রত্যেকদিনের সংবাদপত্র তাঁকে পাঠ করে শোনাতেন স্ত্রী মীরা ভট্টাচার্য৷

চিকিৎসকরা অবশ্য জানাচ্ছেন, চোখের সমস্যা থাকলেও বুদ্ধদেবের কর্নিয়ায় কোনও সমস্যা ছিল না৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ছানি অপারেশন না করানোয় তাঁর কর্নিয়ার গুণগত মানও ভাল ছিল৷ কিন্তু দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও কেন ছানি অপারেশন করাননি বুদ্ধদেব? চিকিৎসকর মহলের একাংশের ধারণা, অস্ত্রোপচার করালে কর্নিয়ার গুণগত মান কমে যায়, তা সম্ভবত জানতেন বুদ্ধদেব৷ সেক্ষেত্রে চক্ষুদান করা থাকলেও মৃত্যুর পর তাঁর কর্নিয়া কারও চোখে প্রতিস্থাপন করা যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল৷ ফলে চক্ষুদানের ক্ষেত্রেই সমস্যা হত৷ এখানেই চিকিৎসক মহলের একাংশের ধারণা, সম্ভবত এই কারণেই সচেতন ভাবে ছানি অপারেশন করাননি বুদ্ধদেব৷

চোখের পাশাপাশি চিকিৎসায় গবেষণার স্বার্থে নিজের দেহও দান করে গিয়েছেন বুদ্ধদেব৷ আগামিকাল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ দান করা হবে বলেই খবর৷