বিকেল চারটেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরণোত্তর দেহদান করা হবে এনআরএস হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের গবেষণার জন্য।‌ আজ রাতভোর মরদেহ সংরক্ষণ করে রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে।‌

Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধবাবুর প্রয়াণে মর্মাহত মমতা, সমবেদনা জ্ঞাপন মীরা ভট্টাচার্য-সুচেতনা ও CPIM কর্মীদের

Buddhadeb Bhattacharya Demise : বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্রপতন। আশি বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যা। একুশে কোভিডে আক্রান্ত হওয়ার পর দফায় দফায় হাসপাতালে ভরতি। রাতে অবস্থার অবনতি। সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই জীবনাবসান । বুদ্ধদেব অধ্যায়ের অবসান। শেষনিঃশ্বাস ত্যাগ বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর। ছাত্ররাজনীতিতে হাতেখড়ির। পরে ভোটের লড়াইয়ে জয়-পরাজয়। সাফল্য-ব্যর্থতা। প্রশংসা-সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো।

বঙ্গ রাজনীতির রং ফিকে করেই চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব। আগামিকাল আলিমুদ্দিনে রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। কাল সারাদিন আলিমুদ্দিন স্ট্রিট পার্টি অফিসে থাকবে মরদেহ। কাল বিকেল ৪টেয় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা। দেহদান করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের।