প্রিয় বুদ্ধমামার স্মৃতিচারণায় শ‍্যামল-কন‍্যা উষসী

Buddhadeb Bhattacharjee Death: ‘প্রয়োজনে বকাও দিয়েছেন…’! প্রিয় বুদ্ধমামার স্মৃতিচারণায় শ‍্যামল-কন্যা উষসী

কলকাতাঃ শেষ নিশ্বাস ত‍্যাগ করলেন রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ তিনি প্রয়াত হন।

বুদ্ধদেবের বাড়িতে গিয়ে, সিপিআইএম নেতা শ‍্যামল চক্রবর্তীর কন‍্যা ঊষসী চক্রবর্তী জানান,  ‘আমার মা ছিল না বলে সবার কাছেই ছোট থেকে প্রশ্রয় পেয়েছি৷ ভাল, খারাপ সময়ে পাশে থেকেছেন৷ প্রয়োজনে মৃদু বকাও দিয়েছেন৷ ভাল কিছু অ্যাচিভ করলে ফোনে প্রশংসা করেছেন৷ সৎ রাজনীতির যে ট্র্যাডিশন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর সঙ্গীরা চালু করেছিলেন, সেই ধারা যেন মুছে দেওয়ার চেষ্টা না হয়৷ আমার কাছে বুদ্ধমামা হয়ে তিনি আজীবন থাকবেন।’

আরও পড়ুনঃ ‘হে বন্ধু, হে প্রিয়…’! ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল‘ ধরা গলায় বারবার বললেন বিমান বসু

বুদ্ধবাবুর দেহ সংরক্ষণ করা হবে আজকে। বামফ্রন্টের বহু নেতা, কর্মী, সমর্থকেরা সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে শেষবারের মত বুদ্ধবাবুকে দেখতে। আজ দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। কালকে সকাল ১০.৩০ থেকে আলিমুদ্দিন স্ট্রিট থাকবে তাঁর মরদেহ। বিকেলে ৪.০০ শেষযাত্রা শুরু হবে। চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহ দান আগেই করেছিলেন তিনি। তবে, কোথায় দেহ দান করা হবে এখনও ঠিক হয়নি। কোথায় দেহ দান করা হবে তা ঠিক করতে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হচ্ছে৷