Buddhadeb Bhattacharjee: হাসপাতালে যেতে পছন্দ করতেন না, এবার আর সময়ই পাওয়া গেল না! বাড়িতেই চিরঘুমে বুদ্ধদেব

কলকাতা: দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে৷ পরিস্থিতি সামান্য হলে প্রত্যেকবারই তাঁকে দক্ষিণ কলকাতার নামী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেওয়া হত৷ কিন্তু এবার আর সেই সময়টুকুও পাওয়া গেল না৷ বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

সূত্রের খবর, গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর কিছুটা খারাপ ছিল৷ জ্বর সহ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷ কিন্তু চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছিলেন, বাড়িতেই যা ব্যবস্থা আছে তা দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া যাবে৷ গতকাল রাতেও তাঁকে পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে৷

আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান… ৮০ বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী

কিন্তু এ দিন ভোরের দিক থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, বাড়ে জ্বর৷ সকালে অবশ্য তিনি প্রাতঃরাশও করেন৷ এর পরেই পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে৷ বেড়ে যায় শ্বাসকষ্টের সমস্যা, কমতে থাকা শরীরে অক্সিজেনের মাত্রা৷ দ্রুত পৌঁছন বুদ্ধবাবুকে দেখাশোনার দায়িত্বে থাকা এক চিকিৎসক৷ খবর পেয়ে দক্ষিণ কলকাতার হাসপাতাল থেকে চিকিৎসকরাও পৌঁছে যান পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে৷ চলে আসে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সও৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ আর পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত এ দিন সকাল ৮.২০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য৷

হাসপাতালে যাওয়া বরাবরই অপছন্দের ছিল বুদ্ধদেবের৷ জোর করে হাসপাতালে ভর্তি করা হলেও বেশিদিন সেখানে থাকতে চাইতেন না তিনি৷ ফলে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই ছোটখাটো হাসপাতালের মতো ব্যবস্থা তৈরি করে ফেলা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য৷ ওই ছোট্ট ঘরই ছিল তাঁর জগৎ৷ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব৷