কী বলল তৃণমূল?

TMC: ভোটের কাজে অনীহা, বিরোধীদের সাহায্য; একাধিক জেলা থেকে চাঞ্চল্যকর অভিযোগ 

আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা ভোটের সময় কোন নেতার পারফরম্য়ান্স কেমন ছিল, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূলের পক্ষ থেকে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে দলের কোনও নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কি না? যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কেন মানুষ ভোট দেননি? তা নেতৃত্বের তরফে জানতে চাওয়া হয়েছিল। আর তারই রিপোর্ট দেখে একাধিক জেলা থেকে রিপোর্ট এসেছে যেখানে অন্তর্ঘাতের কথা উল্লেখ করা হয়েছে।

লোকসভা ভোটে দলের নেতাদের ভূমিকা কি ছিল? বেশিরভাগ স্থানের রিপোর্ট জমা পড়ল। রায়গঞ্জ, মালদহ, পূর্ব মেদিনীপুরের মতো জায়গা থেকে অন্তর্ঘাতের কথা রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। কাজ না করা, বিজেপিকে প্রছন্ন ভাবে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ। সব জায়গা থেকে রিপোর্ট আসার পরেই দল তার সিদ্ধান্ত জানাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- হতাশ করলেন অবিনাশ সাবলেও, ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে শেষ করলেন ১১তম স্থানে

২১ জুলাইয়ের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘‘আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন, বিধানসভা, লোকসভায়,আপনি ভাববেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এসে একটা মিটিং করবে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে। গায়ে-গতরে আপনি যে পরিশ্রম আপনারা নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে।’’

আরও পড়ুন– ভারোত্তোলনেও পদক এল না ভারতের, চতুর্থ স্থানে শেষ করলেন মীরাবাঈ চানু

তৃণমূলের তরফে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে লোকসভা নির্বাচনের ফল নিয়ে তাঁদের দিতে বলা হয়েছে মতামত। কোন নেতা নির্বাচনে কী কাজ করেছেন? কারও বিরুদ্ধে কোনও অভিযোগ আছে? যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কোন কারণে মানুষ ভোট দেননি? কোন নেতা লোকসভা নির্বাচনে সেভাবে কাজ করেননি, তা নেতৃত্বের তরফে জানতে চাওয়া হয়েছিল বলে সূত্রের দাবি।

রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৯টিতে জয় পেলেও অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে রাজি নয় তৃণমূল। তাই দলের ‘ফাঁকফোকর’ চিহ্নিত করেছেন দলীয় নেতৃত্ব। ভোটে নিষ্ক্রিয়তা, ‘অন্তর্ঘাত’ এবং বিরোধিতার খোঁজে দলের ভিতরে ফের মতামত নিতে শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের জেলা সভাপতি, সাংসদ এবং বিধায়কদের কাছে জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত লিখিত রিপোর্ট চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে সাংগঠনিক স্তরে ‘সংস্কার’ চাইছে তৃণমূল। এই সব ক্ষেত্রে জনসমর্থন বজায় রাখতে কী পদক্ষেপ প্রয়োজন তাও আগামী দিনে জানাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, প্রতিটি নির্বাচনের আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। ফলে সেই প্রেক্ষিতে কে কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করলেন সেটাই দেখে নিতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।