Budget 2024-25: আমদানি শুল্ক হ্রাস থেকে কর ছাড়, বাজেটের এই বিষয়গুলোর সরাসরি প্রভাব পড়বে বাজারে

নয়াদিল্লি: মঙ্গলবার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্ত শ্রেণী এবং এমএসএমই সেক্টর খুশি। স্টার্ট আপ, বেতনভোগী শ্রেণীর করযোগ্য আয়ে ছাড় এবং কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা দেখা গিয়েছে বাজেটে। ফলে স্বাগত জানিয়েছে শিল্প মহলও।

বাজেটে ক্যাপেক্স পরিকল্পনার সঙ্গে কোনও আপোষ করেননি নির্মলা। তবে বেশ কিছু ছাড় দিয়েছেন। রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৫.১ শতাংশ থেকে ৪.৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি ২০২৬ অর্থবর্ষের মধ্যে রাজস্ব ঘাটতি ৪.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অভীক বড়ুয়া বলেছেন, ‘‘মধ্যমেয়াদি ঋণ স্থায়িত্বের জন্য ইতিবাচক পদক্ষেপ।’’

আয়করে ছাড়: বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি নতুন কর ব্যবস্থায় বদল এনেছেন তিনি। নয়া ঘোষণা অনুযায়ী, ৩ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না, ৩ থেকে ৭ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, ১০ থেকে ১২ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লাখ টাকা আয়ে ২০ শতাংশ এবং বার্ষিক ১৫ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

এমএসএমই সেক্টর, স্টার্ট আপকে সাহায্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে জামানৎ বা তৃতীয় পক্ষের গ্যারান্টি ছাড়াই যন্ত্রপাতি এবং সরঞ্জাম কেনার জন্য মেয়াদি ঋণের সুবিধা অন্যতম। পাশাপাশি অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করা হয়েছে।

সোনা, রুপো ও মোবাইল ফোনে আমদানি শুল্ক হ্রাস: সোনা, রুপো এবং মোবাইল ফোনে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সোনা এবং রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। প্ল্যাটিনামে ১৫.৪ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬.৪ শতাংশ। মোবাইলের আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

শিক্ষা এবং কর্মসংস্থান: সংগঠিত ক্ষেত্রে যাঁরা নতুন চাকরি পেয়েছেন তাঁদের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। ইপিএফও-এর মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে ১.০৭ লক্ষ কোটি টাকার তিনটি প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

প্রথম স্কিম – যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন তাঁদের এক মাসের বেতন দেবে সরকার। এই স্কিমে ২১০ লক্ষ যুবক উপকৃত হবেন।

দ্বিতীয় স্কিম – চাকরির প্রথম চার বছর ইপিএফও অবদানের ক্ষেত্রে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়কেই নির্দিষ্ট স্কেলে ভর্তুকি দেবে সরকার।

তৃতীয় স্কিম – কর্মীর ইপিএফও অবদানের ক্ষেত্রে টানা ২ বছর প্রতি মাসে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়োগকর্তাকে ফেরত দেবে সরকার।

উচ্চশিক্ষার জন্য মাত্র ৩ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ছাত্রদের।

Keywords: Budget 2024, Top Point

Original Story Link: https://www.news18.com/business/economy/from-income-tax-tweak-to-jobs-push-and-duty-cuts-on-gold-mobile-phones-top-points-from-budget-2024-25-8975751.html

Written By: Koushik Bhattacharya