কিন্তু সরকারের বাজেটে মধ্যবিত্ত মানুষের বক্তব্য

Union Budget 2024: কেমন হল নতুন বাজেট! যা জানাচ্ছেন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষেরা

নদিয়া: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪-২৫ সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছে সাধারণ মানুষ থেকে চাষিরা? কতটা খুশি তারা? তা জানতেই আজ আমারা পৌঁছেছিলাম তাঁদের কাছে।

কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন। তারা জানাচ্ছেন, এর আগেও তাঁদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার। তবে তার বাস্তবায়ন হয়নি এখনও। তবে কৃষাণ ক্রেডিট কার্ড সমন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য, ওই কার্ড করে কোনও লাভবান হয় না চাষিরা। তারাও ওই কার্ড করে এখনও কোনও সুযোগ সুবিধে পায়নি।

আরও পড়ুন: বাজেটের পর হুড়মুড়িয়ে কমছে সোনার দাম, আরও কমবে কি দাম ?

তবে রাজ্যের সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাঁদের সাহায্যের হাত দিনের পর দিন করছে তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাঁদের কথা কেন্দ্রের সরকার অনেক কথাই বলে তবে তার বাস্তবায়ন হয় না।

অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদারেরা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা। আগামী দিনে ভয়ানক দিন আসছে। অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে, সোনার মানুষের একটা স্বপ্ন। যেটা কিনতে সবাই চায়।

আরও পড়ুন: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো

সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে তাতে করে এবার মধ্যবিত্তর হাতের নাগালেই আসছে সোনা রুপো। তবে সাধারণ মানুষ খুশি নন এই বাজেটে। তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি।

Mainak Debnath