ভেঙে পড়া বাড়ির ছবি

Building collapse: শহরের মাঝে হঠাৎ ভেঙে পড়ল বাড়ি! নিমেষে ঘরছাড়া একাধিক পরিবার

বাঁকুড়া: ভয়ানক কাণ্ড বাঁকুড়ায়! চলছে দানার ঝড় বৃষ্টি, তারই মাঝে শহর বাঁকুড়ার বুকে ইন্দিরা গোড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দালান বাড়ি। এই বাড়িতে বাস করতেন দুই ভাড়াটিয়া পরিবার এবং নিচে ছিল একটি দর্জির দোকান।

দুই পরিবার মিলিয়ে প্রায় ৯ জন মানুষ থাকতেন এই বাড়িতে। বাড়ির সিঁড়ি দিয়ে ওঠানামার অংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া বাড়ির প্রাক্তন ভাড়াটিয়া এবং বর্তমান বাড়ির নিচে সেলাই দোকানের মালিক বিষ্ণু শর্মা জানান, “আমাদের নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই জীবনের ঝুঁকি নিয়ে এখানেই ছিলাম। কিন্তু শেষ রক্ষা হলনা।”

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের মহাবিপদ! নিউজিল্যান্ডের কাছে হেরেও কী ভাবে ফাইনালে উঠতে পারবে?

স্থানীয় সূত্রে খবর, ঘনশ্যাম রাঠির এই বাড়ি প্রায় ৭০-৮০ বছরের বেশি প্রাচীন, এমনকি আনুমানিক বয়স ১০০ বছরের বেশি হতেও পারে। বাড়ির অবস্থা দীর্ঘদিন ধরেই শোচনীয় ছিল। বেশ কয়েকদিন ধরেই খসে পড়ছিল পাথর। পৌরসভা থেকে এবং বাড়ি মালিকের তরফ থেকে নোটিশ করা হয়েছিল ভাড়াটিয়া পরিবার এবং সেলাইয়ের দোকানের মালিককে। তবে এই বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার জায়গা ছিল না বলে তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তবে হঠাৎ করেই শনিবার সকালবেলায় ভেঙে পড়ে বাড়ির এক অংশ।

আরও পড়ুন: দানার আতঙ্কের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা, থমকে গেল বন্দে ভারত

বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়া এলাকায়, ছুটে আসেন স্থানীয় ক্লাব এবং কমিটির সদস্যরা। উদ্ধার করা হয় দুই পরিবারকে। একপ্রকার কাঁদো কাঁদো হয়ে, ভেঙে পড়া বাড়ির ভাড়াটিয়া রাহুল শর্মা জানান, “আমরা প্রায় ৭০ বছর ধরে এই বাড়িতে রয়েছি। বাড়ির মালিক উঠে যেতে বলেছেন, কিন্তু আমরা উঠে যায়নি। আজ প্রাণ ফিরে পেলাম।”