ভারতের বিরুদ্ধে যেন বাস্তবের মাটিতে ছিটকে পড়ল বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের দাপটে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৪৯ রানে। Photo courtesy: BCCI X

India vs Bangladesh test series: ভারতের ধারেকাছেও যেতে পারল না ‘বাঘেরা’! বুমরাদের দাপটে ‘শান্ত’ বাংলাদেশের ব্যাটাররা

ভারতের বিরুদ্ধে যেন বাস্তবের মাটিতে ছিটকে পড়ল বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের দাপটে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৪৯ রানে। Photo courtesy: BCCI X
ভারতের বিরুদ্ধে যেন বাস্তবের মাটিতে ছিটকে পড়ল বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের দাপটে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৪৯ রানে। Photo courtesy: BCCI X
বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে। ষষ্ঠ উইকেটে লিটন দাস এবং শাকিব-আল হাসান বাংলাদেশকে লড়াইয়ে ফেরানের একটু চেষ্টা করেছিলেন। Photo courtesy: BCCI X
বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে। ষষ্ঠ উইকেটে লিটন দাস এবং শাকিব-আল হাসান বাংলাদেশকে লড়াইয়ে ফেরানের একটু চেষ্টা করেছিলেন। Photo courtesy: BCCI X
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন শাকিব-আল হাসান, লিটন দাস করেন ২২ রান এবং মেহেদি হাসান মিরাজ করেন ২৭ রান। Photo courtesy: BCCI X
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন শাকিব-আল হাসান, লিটন দাস করেন ২২ রান এবং মেহেদি হাসান মিরাজ করেন ২৭ রান। Photo courtesy: BCCI X
ভারতের হয়ে জোরে বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে বুমরা সর্বোচ্চ ৪টি উইকেট নেন, ২টি করে উইকেট নেন সিরাজ, আকাশ দীপ এবং জাডেজা। Photo courtesy: BCCI X
ভারতের হয়ে জোরে বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে বুমরা সর্বোচ্চ ৪টি উইকেট নেন, ২টি করে উইকেট নেন সিরাজ, আকাশ দীপ এবং জাডেজা। Photo courtesy: BCCI X
তবে ফলো অন করানোর সুযোগ থাকলেও বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। Photo courtesy: BCCI X
তবে ফলো অন করানোর সুযোগ থাকলেও বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। Photo courtesy: BCCI X