Business Tips: মালামাল হবেন এই লেবু চাষ করলেই! রোজগার হবে মোটা টাকা, বাজারে চড়া দামে বিক্রি

পূর্ব বর্ধমান: মুসাম্বি লেবুর চাষ করে লাভবান হতে পারবেন সহজেই। এই লেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব।সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা। মুসাম্বি লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। তবে এই লেবু সাধারণ মুসাম্বি লেবু নয়। এটাকে ভিয়েতনামী প্রজাতির মুসাম্বি বলা হচ্ছে। এই গাছ থেকে বছরে একবার বা দু'বার নয়, তিনবার পর্যন্ত ফলন পাওয়া যাবে বলেই জানাচ্ছেন নার্সারির কর্ণধার।
পূর্ব বর্ধমান: মুসাম্বি লেবুর চাষ করে লাভবান হতে পারবেন সহজেই। এই লেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব।সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা। মুসাম্বি লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। তবে এই লেবু সাধারণ মুসাম্বি লেবু নয়। এটাকে ভিয়েতনামী প্রজাতির মুসাম্বি বলা হচ্ছে। এই গাছ থেকে বছরে একবার বা দু’বার নয়, তিনবার পর্যন্ত ফলন পাওয়া যাবে বলেই জানাচ্ছেন নার্সারির কর্ণধার।
বছরে একাধিকবার পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে এই লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই ভিয়েতনাম প্রজাতির মুসাম্বি লেবু গাছ পাওয়া যাচ্ছে। দূর-দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য। নার্সারির কর্ণধার সংকর দত্ত বলেন, "এই গাছ থেকে বছরে তিনবার ফলন পাওয়া যাবে। তাছাড়া দেশি মুসাম্বি লেবুর থেকে এই লেবুতে রস পাওয়া যাবে অনেক বেশি। এবং মিষ্টিও তুলনামূলক অনেকটাই বেশি।"
বছরে একাধিকবার পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে এই লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই ভিয়েতনাম প্রজাতির মুসাম্বি লেবু গাছ পাওয়া যাচ্ছে। দূর-দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য। নার্সারির কর্ণধার সংকর দত্ত বলেন, “এই গাছ থেকে বছরে তিনবার ফলন পাওয়া যাবে। তাছাড়া দেশি মুসাম্বি লেবুর থেকে এই লেবুতে রস পাওয়া যাবে অনেক বেশি। এবং মিষ্টিও তুলনামূলক অনেকটাই বেশি।”
লেবুর যে অনেক উপকারিতা রয়েছে, তা সকলেরই জানা রয়েছে। প্রায় সারা বছরই বাজারে মুসাম্বি লেবুর চাহিদা থাকে। তাছাড়া গরমকালে বাজারে বেশ চড়া দামেও বিক্রি হয় এই মুসাম্বি লেবু। এই ভিয়েতনামি লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই।
লেবুর যে অনেক উপকারিতা রয়েছে, তা সকলেরই জানা রয়েছে। প্রায় সারা বছরই বাজারে মুসাম্বি লেবুর চাহিদা থাকে। তাছাড়া গরমকালে বাজারে বেশ চড়া দামেও বিক্রি হয় এই মুসাম্বি লেবু। এই ভিয়েতনামি লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই।
২০০ টাকা দামের গাছও রয়েছে এই নার্সারিতে। এছাড়াও একটা গাছ থেকে সারা বছর প্রচুর ফলনও পাওয়া যাবে। তিনি আরও জানিয়েছেন, এই গাছ লাগানোর দু'থেকে তিন বছরের মধ্যে পরিপূর্ণভাবে ফলন দিতে শুরু করবে। বছরে অনেক বেশি ফলন পাওয়া যাবে।
২০০ টাকা দামের গাছও রয়েছে এই নার্সারিতে। এছাড়াও একটা গাছ থেকে সারা বছর প্রচুর ফলনও পাওয়া যাবে। তিনি আরও জানিয়েছেন, এই গাছ লাগানোর দু’থেকে তিন বছরের মধ্যে পরিপূর্ণভাবে ফলন দিতে শুরু করবে। বছরে অনেক বেশি ফলন পাওয়া যাবে।
সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহেতু বছরে একাধিকবার ফলন মিলবে, সেই কারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন।বনোয়ারীলাল চৌধুরী
সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহেতু বছরে একাধিকবার ফলন মিলবে, সেই কারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন। বনোয়ারীলাল চৌধুরী