খাল কেটে রাস্তায় কাদামাটি যাতায়াত সমস্যা

Howrah News: জল জমা রুখতে হচ্ছে নিকাশি ব্যবস্থা! তাতেই দুর্ভোগে গ্রামের মানুষ

হাওড়া: নিকাশি বহাল রাখতে অবরুদ্ধ ব্যস্ত রাস্তা, সমস্যায় হাজারও মানুষ! রাস্তার পার্শ্ববর্তী নয়নজুলি কাটার কাজ শুরু হতেই সমস্যায় গ্রামবাসী। স্কুল কলেজ পড়ুয়া থেকে গ্রামের সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। টোটো, অটো, চারচাকার গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করে। সেই রাস্তা বর্তমানে একজন মানুষের হাঁটা দায় হয়ে পড়েছে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। কংক্রিটের রাস্তার উপর কাদামাটি স্তুপ, তার উপর এই প্রাকৃতিক দুর্যোগ। মানুষের কাছে যেন গোদের উপর বিষফোঁড়া।

আরও পড়ুন: রয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা! তবুও আন্দুলে আবর্জনায় ঢাকছে রাস্তা, ভরাট হচ্ছে পুকুর

গ্রামের একমাত্র রাস্তা বেহাল দশা। কয়েক কিলোমিটার দীর্ঘ রাস্তা একপ্রকার যাতায়াতে অযোগ্য প্রায় দুই সপ্তাহ ধরে। হাওড়া সাঁকরাইল ব্লকের হামারিপুল থেকে আন্দুল যাবার কয়েক কিলোমিটার রাস্তা প্রায় যাতায়াত বন্ধ। সমস্যায় গ্রামের কয়েকশো পরিবার। বর্ষায় বিভিন্ন প্রান্তে জলজমা সমস্যা সমাধানেই এই নিকাশি বহাল রাখার কাজ শুরু হয়েছে বলেই জানা যায় স্থানীয় মানুষের কথায়। যদিও কান্দুয়া হামারিপোল এলাকায় সেভাবে সমস্যা ছিল না বলেই জানাচ্ছেন স্থানীয় মানুষ। খাল কাটা দেখে খুশি হয়েছিল, গ্রামে বর্ষায়যে জলজমার সমস্যা দেখা দেয় তা চিরতরে সমাধান হবে। কিন্তু খাল কাটার কাজ শুরু হলে দারুণ ভাবে সমস্যায় পড়েন মানুষ। যে সমস্যা প্রভাব ফেলেছে গ্রামের কয়েকশো পরিবারের উপর।

আরও পড়ুন: প্রবল দুর্যোগে নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে উঠে পড়ল বাংলাদেশি বার্জ! আতঙ্ক হুগলি পাড়ে

এর ফলে সমস্যায় পড়ুয়া থেকে গ্রামের সাধারণ মানুষ এমনকি অসুস্থ মানুষের চিকিৎসার করার জন্য নিয়ে ‌যেতেও বিপাকে পরতে হচ্ছে। এ প্রসঙ্গে গ্রামবাসী জানান, গ্রামের মানুষের সমস্যার দিকে গুরুত্ব না দিয়েই এই কাজ চলছে। মাঝে মাঝেই কাজ বন্ধ, খাল কেটে রাস্তার উপরেই মাটি জমা রাখা। রাস্তা দখল করে মাটি কাটার যন্ত্র গাড়ি। স্থানীয়দের অভিযোগ একাধিকবার এ বিষয়ে জানান হলেও কোনরকম সহযোগিতা করেনি, স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত অফিস। গ্রামের মানুষ বাধ্য হয়ে পথে নামেন। যদিও স্থানীয় সাকরাইল থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা সমাধানের। কবে সেই সমস্যা সমাধান হয়, সে দিকে তাকিয়ে গ্রামের মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি