জাতীয় পতাকা হাতে অমিত ঘটক সহ সদস্যরা 

৯ মাস ধরে ২৮টি রাজ্যের উচ্চতম জায়গায় ‌যা করলেন এই জওয়ান! বড় রেকর্ড

মুর্শিদাবাদ: ভারতের যে ২৮টি রাজ্যে উঁচু পর্বত নেই, সেখানে উচ্চতম জায়গায় দীর্ঘ ন’মাস ধরে সাবমিট করলেন তিনি। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন সেসব জায়গায়। ফলে নাম উঠল ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে।

দীর্ঘদিন পর বাড়ি ফিরে আবেগতাড়িত হয়ে পড়লেন মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাসিন্দা অমিত ঘটক। ২০০০ সালে নিজের অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই দেশের হয়ে কাজ করবার উদ্দেশ্যে সেনাবাহিনীতে যোগ দেন অমিত ঘটক।

আরও পড়ুন- খোয়াই-কোপাই বাদ দিয়েও শান্তিনিকেতনে রয়েছে এই অফবিট জায়গা… ঘুরে আসুন শিগগির

একের পর রেজিমেন্টে কাজ করেছেন। কখনও পাহাড়ের মধ্যে মৃতদেহ উদ্ধার, কখনও বা রাতের পর রাত পাহারা দিয়েছেন বরফের ওপর দাঁড়িয়ে।বর্তমানে ১৯৩ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত।

প্রত্যেক পাহাড় থেকে মাটি সংগ্রহ করে ভারতের ম্যাপ তৈরি করা হয়েছে অরুনাচল প্রদেশের নিমাসে। আর এই মিশনে পশ্চিমবঙ্গ থেকে সেনা জওয়ান ছিলেন অমিত ঘটক। অরুনাচল প্রদেশের জাতীয় পর্বতারোহণ এবং আনুষঙ্গিক ক্রীড়া সংস্থার নিমাসের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

মোট ৯জন প্রতিনিধির মধ্যে অন্যতম ছিলেন অমিত ঘটক। অমিত ঘটকের কথায়, চারজন জুনিয়র কমিশন অফিসার, একজন কর্নেল ও চারজন সিভিল ইন্সট্রাক্টর ছিলেন এই মিশনের মধ্যে। তার মধ্যে ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা সুবেদার অমিত ঘটক।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা! রক্তে ভাসল চারিদিক, মর্মান্তিক মৃত্যু ২ জনের, গুরুতর জখম ৩

এই ৯মাসে ২৮টি রাজ্যে সর্বোচ্চ জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন তিনি। তাঁর এই সাফল্য গর্বিত মুর্শিদাবাদ জেলা-সহ রাজ্যের বাসিন্দারাও ।

কৌশিক অধিকারী