নিহত লাল বাবু গোয়ালা৷

Hooghly News: ভরসন্ধ্যায় শ্যুটআউট, টের পেল না কেউ! ব্যান্ডেলে খুন পুরকর্মী, আতঙ্ক

হুগলি: ভর সন্ধ্যেবেলায় জনবহুল এলাকায় শ্যুটআউট! ঘটনায় নিহত কলকাতা পুরসভার এক কর্মচারী। ঘটনাস্থল হুগলির ব্যান্ডেল। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি।মৃত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা। তাঁর বাড়ি ব্যান্ডেলের নিউ কাজিডাঙ্গা এলাকায়। বছর ৪৭ -এর ওই ব্যক্তিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে খবর ,কলকাতা পুরসভার কর্মী লালবাবু এ দিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ব্যান্ডেলে নেমে হেঁটে কুলি পাড়ার কাছে যাওয়ার সময় তাকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতীরা। বুকের বাঁ দিকে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়েরা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তবে কী কারণে খুন তা এখনওস্পষ্ট করে জানা যায়নি।

আরও পড়ুন: রক্তাক্ত লেক গার্ডেন্সের গেস্ট হাউজ! সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক, ঘটনায় বড় ধোঁয়াশা

ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানান, অফিস থেকে ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে এই রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়েছিল লালবাবু। কিছু ছাত্র ছাত্রী দেখতে পান রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি৷ এরপরে পরিবারের লোককে খবর দেন তাঁরা। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লালবাবু কলকাতা পুরসভায় কাজ করতেন। যে জায়গায় এই ঘটনা ঘটে তার আশেপাশে অনেক বাড়ি রয়েছে৷ কী কারণে ওই ব্যক্তিকে গুলি করা হল তা বুঝতে পারছেন না কেউই৷ বৃষ্টির মধ্যে রাস্তা ফাঁকা থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা খুন করে বলে অনুমান এলাকাবাসীর।

রাহী হালদার