Ind vs SL ODI: ‘দ্রাবিড় উত্কল বঙ্গ..’ বাজতেই ক্যামেরা ধরল রাহুল দ্রাবিড়কে!

#কলম্বো: তিনি এখন ভারতীয় দলের হেড কোচ। তবে একটা সিরিজের জন্য। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে হয়তো এমন এর আগে হয়নি। বিশ্বের দুই প্রান্তে দুটি ভারতীয় দল। বিরাট কোহলিরা এখন ইংল্যান্ডে ছুটিতে। আর কিছুদিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন তাঁরা। আর অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই দলেরই কোচ এখন রাহুল দ্রাবিড়। তবে তাঁর কোচিং চলবে মাত্র একটা সিরিজে। ভারতীয় সমর্থকদের একাংশ অবশ্য সেটা মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, অবিলম্বে রবি শাস্ত্রীর বদলে ভারতীয় দলের কোচ করে দেওয়া হোক রাহুল দ্রাবিড়কে। ভারতীয় এ এবং অনূর্ধ্ব -১৯ দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিলেন দ্রাবিড়। সিনিয়র দলের দায়িত্ব পেলেও তিনি কোহলির দলকে বিশ্বসেরা করবেন, এমনই মনে করেন অনেকে। তবে সেসব অনেক পরের ব্যাপার। আপাতত রাহুল দ্রাবিড় শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ ছাড়া বেশি কিছু ভাবছেন না।

রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই সিরিজে যেন আকর্ষণের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের এই দলে কমবয়সী ক্রিকেটার ভর্তি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের তরুণ ক্রিকেটাররা তাই এই মঞ্চে নিজেদের প্রমাণ করার মরিয়া চেষ্টা করবেন। তবে সবকিছু ছাপিয়ে এখন সব থেকে বেশি চর্চা হচ্ছে যেন দ্রাবিড়কে নিয়েই। আর এদিন ক্যামেরাম্যান তাতে গা ভাসিয়ে দিলেন। জাতীয় সংগীত চলছিল ম্যাচ শুরু হওয়ার আগে। তখনই দ্রাবিড় উৎকল বঙ্গ… লাইন বাজতেই  ক্যামেরা ধরল রাহুল দ্রাবিড়কে। এমন মুহূর্ত ভারতীয় সমর্থকদের দৃষ্টি এড়াল না। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনাও চলল। এরই মধ্যে মহিলাদের জাতীয় দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমন আবার রাহুল দ্রাবিড়কে ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ করার দাবি তুলেছেন। তা নিয়ে এখন ভারতীয় ক্রিকেট সার্কিট সরগরম।