লাইফস্টাইল Cancer Biopsy Test: বায়োপসি টেস্ট থেকে কি ক্যানসার ছড়াতে পারে? সত্যিটা জানলে চমকে যাবেন Gallery October 13, 2024 Bangla Digital Desk বায়োপসি টেস্টের নাম শুনলে অনেকেই ঘাবড়ে যান। ক্যানসার আছে কি না পরীক্ষা করতে বায়োপসি টেস্ট করা হয়। অনেকেই মনে করেন, এই পরীক্ষা করালে ক্যানসার ছড়ানোর সম্ভাবনা থাকে। এটা কি আদৌ সত্যি? বায়োপসি করার সময় শরীরের ক্যানসার আক্রান্ত অংশ থেকে টিস্যু নেওয়া হয়। তার মাধ্যমেই ক্যানসার পরীক্ষা করা হয়। এই কারণেই কিছু মানুষ ভাবেন, ক্যানসার আক্রান্ত স্থান থেকে টিস্যু অপসারণ করলে মারণরোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই জন্যই বায়োপসি করতে ভয় পায় মানুষ। বায়োপসি করলে ক্যানসার ছড়ায় না: ডাঃ অজয় তিওয়ারি বলছেন, বায়োপসি টেস্ট করলে ক্যানসার ছড়ায় না। বরং এই টেস্টের মাধ্যমে ক্যানসার কোষ সম্পর্কে অনেক রকম তথ্য পাওয়া যায়। অনেক সময় শরীরের বিভিন্ন অংশে পিণ্ড তৈরি হয়। এটা ক্যানসার হতে পারে। আবার নাও হতে পারে। বায়োপসি করলে জানা যায়, পিণ্ডটি ক্যানসার যুক্ত কী না। ডাঃ অজয় তিওয়ারি বলছেন, বায়োপসি টেস্ট থেকে জানা যায়, ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, রোগীকে কী চিকিৎসা দেওয়া উচিত বা কোন ওষুধ তাঁর জন্য উপযুক্ত হবে। শুধু তাই নয়, বায়োপসি টেস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা যায়। ফলে চিকিৎসা শুরু করা যায় দ্রুত। আর কে না জানে, ক্যানসার যদি প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে, তাহলে রোগীকে বাঁচানোর সম্ভাবনা থাকে। এভাবে বায়োপসি পরীক্ষা করা হয়: ডাঃ অজয় তিওয়ারির কথায়, বায়োপসিতে শরীরের ক্যানসার আক্রান্ত অংশ থেকে একটি টিস্যু নেওয়া হয়। তারপর তা পরীক্ষা করা হয়। বর্তমানে লেজার এবং সূচের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে বায়োপসি টেস্ট করা হয়, যা সম্পূর্ণ নিরাপদ পদ্ধতি। এতে ব্যথা হয় না। রোগীর জন্য সুবিধাজনক। এককথায় বলতে গেলে, বায়োপসি ক্যানসারের ধরণ এবং পর্যায় শনাক্ত করতে সাহায্য করে। যার ফলে উপযুক্ত চিকিৎসা এবং নিরাময় প্রদান করা যায়।