Tag Archives: Tennis

Bengali In Wimbledon: বিশ্বমানের টেনিসে বাঙালি আম্পায়ার! উইম্বলডনে আম্পায়ারিং-এর জন্য লন্ডন যাচ্ছেন শ্রীরামপুরের ২ বাঙালি

হুগলি: উইম্বলডন চ্যাম্পিয়নশিপে আম্পায়ারিং করানোর জন্য লন্ডন পাড়ি দিচ্ছেন হুগলির শ্রীরামপুরের দুই ব্যাক্তি। আগামী কুড়ি তারিখ তাঁরা পাড়ি দিচ্ছেন লন্ডনের উদ্দেশে। সেখানেই লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন হুগলির শ্রীরামপুরের ২ আম্পায়ার সৈকত রায় ও সোমনাথ মান্না।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ক্রীড়া প্রেমী মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। যেখানে সারা বিশ্বের তাবড় টেনিস প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতা করেন। রাফায়েল নাদাল, পিট সাম্প্রাস, ইভান ল্যান্ডল, বরিস বেকার, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস, এর মতন নামজাদা লন টেনিস প্লেয়ার দের লক্ষ্য থাকে উইম্বলডন মতন গ্র্যান্ড স্ল্যাম জেতার। সেই খেলা পরিচালনা করার মতন গুরু দায়িত্বের কাজ করতে এইবার লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পেয়ার সৈকত ও সোমনাথ।

আরও পড়ুনT20 World Cup: এক কামড়ে খেয়ে ফেলুন বিশ্বকাপের স্টেডিয়াম, জেনে নিন বিস্তারিত

দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলির শ্রীরামপুরের মাসির বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত বাবু। প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিস এর প্রতিযোগিতায় আম্পায়ারিং করা শুরু করেন। ১৯৯৮ তে কলকাতায় উইম্বলডন এর মূল রেফারি মিস্টার জেরী আমস্ট্রং এসেছিলেন এক প্রতিযোগিতামূলক কাজে। সেখানে সৈকত বাবুর সঙ্গে তার আলাপ। সেই থেকেই মিস্টার আমস্ট্রং অনুপ্রেরণা যোগান তাদের যাতে তারা এই আম্পায়ারিং বিষয়টিকেই প্রফেশন হিসেবে বেছে নেয়। এরপর থেকে বছর দশেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎই একদিন ডাক আসে লন্ডনে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে যোগদান দেওয়ার জন্য। সেই ২০১০ সালের শুরু তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম টেনিস চ্যাম্পিয়নশিপের আম্পেয়ারিং করিয়ে আসছেন সৈকত রায়।

একই সঙ্গে ২০১১ সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীরামপুর নগার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও এই বছর ২০ তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশে। বাংলার এই দুই আম্পায়ারের কৃতিত্বে গর্বিত সমস্ত বাঙালি। এই বছর উইম্বলডন শুরু হবে জুলাই মাসের ১ তারিখ থেকে সেখানে গোটা বিশ্বের নামজাদা লন টেনিস প্রতিযোগীদের খেলার আম্পেয়ারিং এর দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত ও সোমনাথ দুই বাঙালি আম্পায়ার।

রাহী হালদার

Local Tennis: আইপিএলের ধাঁচে লন টেনিস! চ্যাম্পিয়ন জমজ বোন

হুগলি: আইপিএলের ধাঁচে লন টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেখানেই জুনিয়র বিভাগে জয়লাভ করেছে হুগলির চুঁচুড়ার দুই যমজ বোন। জয়ের আনন্দ গোটা পরিবারের মধ্যে। আগামী দিনে লন টেনিসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় চুঁচুড়ার দুই যমজ বোন দ্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস।

চুঁচুড়া ফানসাইড রোড, কোদালিয়া-১ পঞ্চায়েতের বাসিন্দা দিলীপ বিশ্বাস ও রানু বিশ্বাসের যমজ কন্যা দ্রিমি ও দ্রুতি। চন্দননগর সেন্ট অ্যান্টনি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী দুজনেই। বাবা দিলীপ ও মা রানু দু’জনেই স্কুল শিক্ষিক। ছোট বেলাতেই দুই মেয়ের যাতে শরীর স্বাস্থ্য ভাল থাকে সেই কারণে খেলাধুলোয় ভর্তি করেছিলেন বাবা। সাত বছর বয়স থেকেই লন টেনিস র‍্যাকেট হাতে মাঠে নেমেছে দুই বোন। তারপরই অল্প অল্প করে এগিয়ে চলেছে তারা। এবার দুই যমজ বোন পেল বড় সাফল্য।

আর‌ও পড়ুন: ঘরের মাঠ ‘মাদারিহাট’-এ ধাক্কা খেয়েও জয়ী মনোজ, আলিপুরদুয়ারে ফের উড়ল গেরুয়া আবির

দুর্গাপুর টেনিস ক্লাবের হয়ে, বেস্ট লাইন ওয়ারিয়ার্স ফ্র্যাঞ্চাইজি কিনেছিল চুঁচুড়ার দুই যমজ বোনকে। তিরিশ হাজার টাকা নিলামে দর উঠেছিল দুই বোনের। খেলার ময়দানে দ্রিমি ও দ্রুতি দুজনেই দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে। আগামী দিনে আরও অনেকদূর যাওয়ার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

টেনিস চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম কর্ণধার ঋষি দাস তিনি জানান, এই ধরনের প্রতিযোগিতা এর আগেও তাঁরা করেছিলেন। তবে সেটি ছিল সম্পূর্ণ বিভিন্ন রাজ্যের সিনিয়র প্লেয়ারদের নিয়ে। তবে জুনিয়রদের এই খেলার প্রতি উৎসাহিত করা এবং আগামী দিনে যাতে ছোট থেকেই খেলা, ম্যাচ টেম্পারমেন্ট এই সমস্ত কিছু খেলোয়ারদের মধ্যে তৈরি হয় সেই কারণেই এই বছর প্রথম তারা এই জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করেছিলেন। এখানে একেবারে যেভাবে আইপিএলের নিলাম হয় সেভাবেই সমস্ত প্লেয়ারদের নিলাম মারফত কিনেছিল ফ্র্যাঞ্চাইজিরা। সেখান থেকেই জয়লাভ করেছে চুঁচুড়ার দ্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস দুই জমজ বোন।

রাহী হালদার

Sania Mirza: সদ্য হয়েছে তাঁর ডিভোর্স, এবার বিবাহিত মহিলাদের বড় বার্তা দিলেন সানিয়া মির্জা

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
মাঠের মতই জীবন যুদ্ধেও যে একেবারে হেরে যাওয়ার পাত্রী তিনি নন তা শোয়েবের সঙ্গে বিচ্ছেদে কয়েক দিনের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন। ছেলে ইজহানকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চান তিনি, সেই বার্তাও সামাজিক মাধ্যমে দিয়েছেন।
মাঠের মতই জীবন যুদ্ধেও যে একেবারে হেরে যাওয়ার পাত্রী তিনি নন তা শোয়েবের সঙ্গে বিচ্ছেদে কয়েক দিনের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন। ছেলে ইজহানকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চান তিনি, সেই বার্তাও সামাজিক মাধ্যমে দিয়েছেন।
নিজের ঘর ভাঙলেও এবার বিবাহিত মহিলাদের জন্য মুখ খুললেন সানিয়া মির্জা। এক সাক্ষাৎকারে সানিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখান কোনও মানে নেই।
নিজের ঘর ভাঙলেও এবার বিবাহিত মহিলাদের জন্য মুখ খুললেন সানিয়া মির্জা। এক সাক্ষাৎকারে সানিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখান কোনও মানে নেই।
ওই সাক্ষাৎরারে সানিয়া মির্জা বলেছেন,"নিজেকে কোনওভাবেই বদলাবে না।  নিজে যেমন তেমনই থাকবে। কারণ, তুমি যেমন তেমনটা দেখেই তোমাকে কেউ পছন্দ করেছিল, ভালবেসেছিল। কোনও কিছুর জন্য আত্মসম্মান বিসর্জন দেবে না।"
ওই সাক্ষাৎরারে সানিয়া মির্জা বলেছেন,”নিজেকে কোনওভাবেই বদলাবে না। নিজে যেমন তেমনই থাকবে। কারণ, তুমি যেমন তেমনটা দেখেই তোমাকে কেউ পছন্দ করেছিল, ভালবেসেছিল। কোনও কিছুর জন্য আত্মসম্মান বিসর্জন দেবে না।”

Sania Mirza: শোয়েবের পর কাকে নিয়ে বাঁচতে চান সানিয়া মির্জা! ভাইরাল হল ছবি

সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে সংসার পেতেছেন শোয়েব মালিক। অভিনেত্রী সানা জাভেদের সঙ্গী নিজের নতুন জীবন শুরু করেছেন পাক তারকা।
সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে সংসার পেতেছেন শোয়েব মালিক। অভিনেত্রী সানা জাভেদের সঙ্গী নিজের নতুন জীবন শুরু করেছেন পাক তারকা।
শোয়েব মালিক তৃতীয়বার বিয়ে করার পর সানিয়া মির্জার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনা চলছে। সানিয়াও নতুন করে নিজের জীবন কারও সঙ্গে শুরু করবেন কিনা তা নিয়েও হচ্ছে আলোচনা।
শোয়েব মালিক তৃতীয়বার বিয়ে করার পর সানিয়া মির্জার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনা চলছে। সানিয়াও নতুন করে নিজের জীবন কারও সঙ্গে শুরু করবেন কিনা তা নিয়েও হচ্ছে আলোচনা।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
অস্ট্রেলিয়ান ওপেনে কাজ সারার পর নিজের ছেলেক নিয়ে ভারতে ফিরে এসেছেন সানিয়া। শোয়েবে সঙ্গে বিচ্ছেদের আঁচ পড়েছে ইজহানের জীবনেও।  পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে স্কুলে হেনস্থার শিকার হচ্ছেন ইজাহান।
অস্ট্রেলিয়ান ওপেনে কাজ সারার পর নিজের ছেলেক নিয়ে ভারতে ফিরে এসেছেন সানিয়া। শোয়েবে সঙ্গে বিচ্ছেদের আঁচ পড়েছে ইজহানের জীবনেও। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে স্কুলে হেনস্থার শিকার হচ্ছেন ইজাহান।
এবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সানিয়ে জানালেন কাকে আঁকড়ে ধরেই এগিয়ে যাবে তাঁর জীবন। ছেলে ও ভাইজিকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে ক্যাপশনে সানিয়া লিখেছেন 'লাইফলাইন'।
এবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সানিয়ে জানালেন কাকে আঁকড়ে ধরেই এগিয়ে যাবে তাঁর জীবন। ছেলে ও ভাইজিকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে ক্যাপশনে সানিয়া লিখেছেন ‘লাইফলাইন’।
নানারকম জল্পনা চললেও সানিয়া মির্জা এই ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন ছেলে ইজহানউ তাঁর এখন সবকিছু। এই ছবি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
নানারকম জল্পনা চললেও সানিয়া মির্জা এই ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন ছেলে ইজহানউ তাঁর এখন সবকিছু। এই ছবি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

Sania Mirza: ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জোর জল্পনা

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,'রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব'। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।  (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,’রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব’। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই 'সব কিছুই সম্ভব' কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই ‘সব কিছুই সম্ভব’ কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)

Rohan Bopanna: অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নজির গড়লেন রোহন বোপান্না, সবচেয়ে ‘বুড়ো’ চ্যাম্পিয়ন ভারতীয় টেনিস তারকারা

অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ওপেন যুগে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। Photo Courtesy- Australian Open/ X Account
অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ওপেন যুগে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। Photo Courtesy- Australian Open/ X Account
কেরিয়ারের শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না। ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভারতের টেনিস তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
কেরিয়ারের শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না। ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভারতের টেনিস তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
২০১৩ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ট্রফি জিততে পারেননি। এদিন ফাইনালে বোপন্না-এবডেন ৭-৬, ৭-৫ ব্যবধানে ইতালিয়ান জুটি Photo Courtesy- Australian Open/ X Account
২০১৩ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ট্রফি জিততে পারেননি। এদিন ফাইনালে বোপন্না-এবডেন ৭-৬, ৭-৫ ব্যবধানে ইতালিয়ান জুটি Photo Courtesy- Australian Open/ X Account
সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে খেতাব জিতলো। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে বয়স্কতম খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন ৪৩ বছরের তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে খেতাব জিতলো। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে বয়স্কতম খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন ৪৩ বছরের তারকা। Photo Courtesy- Australian Open/ X Account

Australian Open 2024: বিশ্বের ২৭ নম্বরকে উড়িয়ে দিলেন সুমিত নাগাল, অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস ভারতীয় টেনিস তারকার

৩ বছর পর বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে জায়গা পাকা করে চমক দিয়েছিলেন ভারতের পয়লা নম্বর টেনিস তারকা সুমিত নাগাল। তবে সেটা ছিল সবে শুরু। অস্ট্রেলিয়ন ওপেনের প্রথম ম্যাচে বিশ্বের ২৭ নম্বর অ্যালেক্সান্ডার বুবলিককে হারিয়ে নয়া নজির তৈরি করলেন ভারতীয় টেনিস তারকা। স্ট্রেট সেটে ম্যাচ জেতেন সুমিত নাগাল।

১৯৮৯ সালের পরে এই প্রথমবার কোনও গ্র্যান্ডস্ল্যামে কোনও বাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। তারপর কেটে গিয়েছেন সাড়ে তিন দশক। ৩৫ বছর পর কাজাখস্তানের অ্যালেক্সজান্ডার বুবলিককে হারিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সুমিত নাগাল। প্রথম দুই সেটে নাগাল এক তরফা জয়ে পায়। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাইব্রেকারে জেতে নাগাল। খেলার ফল ৬-৪, ৬-২, ৭-৬ (৭-৫)।

প্রসঙ্গত, এই ম্যাচ জিতে নিজের খেলার মাধ্যমে ভারতীয় টেনিস সংস্থাকেও যোগ্য উত্তর দিলেন সুমিত নাগাল। কারণ ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলায় নাগালের জন্য ভারতীয় টেনিস সংস্থা ওয়াইল্ড কার্ড এন্ট্রিরআবেদন করেনি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্রমতালিকার বিচারে ওয়াইল্ড কার্ড পাওয়ার দাবিদার ছিল নাগাল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে কোয়ালিফাই রাউন্ড খেলে অস্ট্রেলিয়ান অপেনের মূব পর্বে আসতে হয়।

আরও পড়ুনঃ Knowledge Story: নাক ও ঠোঁটের মাঝের জায়গাকে কী বলা হয়? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

তবে মূল পর্বে যেভাবে শুরু করলেন সুমিত নাগাল তা অবাক করেছে সকলকেই। কারণ বিশ্বের ২৭ নন্বর র‍্যাঙ্কিংয়ে থাকা প্লেয়ারকে দাঁড়াতেই দেননি ভারতীয় টেনিস তারকা। এটিপির ক্রমপর্যায়ে ১৩৯ নম্বরে রয়েছেন নাগাল। কেরিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১২২। ফলে এই জয় পরবর্তী রাউন্ডের জন্য নাগালের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

রাফার ঘরে এল ‘জুনিয়র নাদাল’, পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী মেরি

কিংবদন্তী টেনিস তারকা রাফায়েল নাদাল ও তার স্ত্রী মেরি পেরোলোর জীবনে যে তৃতীয় কেউ আসতে চলেছে, সেই খুশি খবর আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু সেই মাহেন্দ্রক্ষণের। অবশেষে এল সেই সময়। বাবা-মা হলেন নাদাল ও মেরি। ঘর আলো করে তাদের পরিবারের এল এক ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। নতুন অতিথির আগমনে এখন শুধুই খুশি ও উৎসবের আবহ নাদালের পরিবারে।

চলতি বছরের জুনন মাসে জানা গিয়েছিল রাফায়েল নাদালের স্ত্রী মেরি পেরোলো অন্তঃস্বত্ত্বা। নাদাল দম্পতি এই খবরটি মিডিয়ার থেকে কিছুটা দূরেই রাখতে চেয়েছিলেন। কিন্তু বেশি দিন তা গোপন করে রাখতে পারেননি। প্রেগন্য়ান্সির সময় কিছু শারীরিক সমস্য়াও দেখা দিয়েছিল নাদালের স্ত্রীর। সেই কারণে গত অগস্টে বেসরাকারি ক্লিনিকেও ভর্তি হয়েছিল।

তবে খুব জটিল সমস্য়ার সম্মুখীন হতে হয়নি। তবে স্ত্রীর পাশে থাকের জন্য় ইউএস ওপেন ছাড়া অন্য় কোনও প্রতিযোগিতায় খেলেননি। স্পেনের শহর মালোরকার, পালমাতে এক নার্সিংহোমে জন্ম হয়েছে ‘জুনিয়র নাদালের।’ মা এবং সন্তান দুজনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সরকারিভাবে এই খবর নাদালের তরফ থেকে না জানানো হলেও, রিয়াল মাদ্রিদের তরফ থেকে সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে ।

প্রসঙ্গত, কেরিয়ারে এখনও পর্য়ন্ত মোট ২২টি গ্র্য়ান্ড স্ল্য়াম জিতেছেন রাফায়েল নাদাল। যা এখনও পর্যন্ত টেনিসা ইতিহাসে সর্বাধিক। স্ত্রীর পাশে থাকার জন্য় লেভার কাপে রজার ফেডেরারের সঙ্গে খেলে দেশে ফিরে যান রাফা। গ্র্য়ান্ডস্ল্য়াম জয়ের থেকেও এবার বড় আনন্দ পেলেন রাফায়েল নাদাল। সুখবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাফায়েল নাদাল ও তার স্ত্রী।

 

ফেডেরার, সেরেনা অতীত! টেনিস বিশ্বের নতুন রাজা এবং রানীকে চিনে নিন

#নিউ ইয়র্ক: চল্লিশের বাতাস সরিয়ে বিশ্ব টেনিসে এখন একুশে হাওয়া। গত দু’সপ্তাহের মধ্যে অবসর ঘোষণা করেছেন দুই মহাতারকা সেরেনা উইলিয়ামস (৪০) ও রজার ফেডেরার (৪১)। আগামী সপ্তাহে লেভার কাপই সুইস কিংবদন্তির শেষ টুর্নামেন্ট। সেরেনার জায়গায় বর্তমানে মহিলা সিঙ্গলসে টেনিসের উজ্জ্বল মুখ ইগা সুইয়াটেক। বয়স ১৯। পুরুষ বিভাগে ‘সেনসেশন’ ২১ বছর বয়সি স্পেনের কার্লোস আলকারাজ।

এর মধ্যে পোল্যান্ডের ইগা সুইয়াটেকের নামের পাশে এখনই রয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যাম। ‘হল অব ফেম’ কোচ নিক বলটেয়ারি বলছেন, ‘রজার ও সেরেনাকে টেনিস সাম্রাজ্যে খুবই মিস করব। কিন্তু নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোদের বিদায় তো নিতেই হবে। এটাই বাস্তব। মনে রাখবেন, সুইয়াটেক ও আলকারাজ এখন বিশ্বের এক নম্বর প্লেয়ার।’

আরও পড়ুন – হতাশ করলেন সেহওয়াগ, পঙ্কজের ৫ উইকেট এবং ইউসুফের লড়াই, জমজমাট লেজেন্ডস ক্রিকেট ইডেনে

টেনিস যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা নিক অতীতে সেরেনা, ভেনাস, আন্দ্রে আগাসি, জিম কুরিয়র, মনিকা সেলেস, মারিয়া শারাপোভাদের সঙ্গে কাজ করেছেন। মহিলা টেনিস তারুণ্যের জয়গান গাইলেও পুরুষ বিভাগে বিচরণ করছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। দু’জনে মিলে এবছর চারটির মধ্যে তিনটি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছেন।

নাদাল ও জকোভিচের ক্যাবিনেটে রয়েছে যথাক্রমে ২২ ও ২১টি গ্র্যান্ড স্ল্যাম। বিশ্ব টেনিসের ইতিহাসে লেখা থাকবে সেরেনা উইলিয়ামস ও রজার ফেডেরারের দাপট। দু’জনেই জিতেছেন যথাক্রমে ২৩ ও ২০টি গ্র্যান্ড স্ল্যাম। দুই তারকার ঝুলিতেই রয়েছে একাধিক ট্রফি, ওলিম্পিক পদক। গড়েছেন প্রায় একশো সপ্তাহ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার নজিরও।

ছ’মাস আগে অ্যাশলি বার্টি অবসর নেওয়ার পর শীর্ষস্থানে উঠে আসেন ইগা সুইয়াটেক। যিনি ২০১৬ সালের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে একই বছরে দু’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। গত সোমবার পুরুষ সিঙ্গলসে শীর্ষস্থানে উঠে এসেছেন কার্লোস আলকারাজ।

বিশ্ব টেনিসে সর্বকনিষ্ঠ এক নম্বর। টেনিস বিশেষজ্ঞরা বলছেন, কোনও অঘটন না ঘটলে দুই মহাতারকার দেখানো পথেই সাম্রাজ্য বিস্তার করবেন সুইয়াটেক ও আলকারাজ।

US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা

#নিউইয়র্ক: পোল্যান্ডের ২১ বছরের টেনিস প্লেয়ার ইগা স্বিয়াতেক এ বছরের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন৷ ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার ওন্স জাবুরকে স্ট্রেট সেটে হারিয়ে দেন৷ খেলার ফল ৬-২-, ৭-৬৷

স্বিয়াতেকের এটা কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম৷ স্বিয়াতেক ইউএস ওপেনের আগে ২ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন৷ ক্রমতালিকার ৫ নম্বরে থাকা ২৮ বছরের জাবুর ১৯৬৮ থেকে শুরু হওয়া টেনিসের পেশাদার যুগের প্রথম আফ্রিকান টেনিস প্লেয়ার হিসেবে ফাইনাল খেললেন৷ উইম্বলডনের পর তিনি ইউএস ওপেন জেতাও একটুর জন্য হাতছাড়া করে ফেললেন৷

 

এদিনের ফাইনালে প্রথম গেমে জাবুরকে একেবারে সহজেই উড়িয়ে দিয়েছিলেন ইগা৷  সেভাবে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি তিনি৷ তবে দ্বিতীয় গেমে তিনি অনেকটাই লড়াই করেন৷

 

আরও পড়ুন –  Beautiful Skin Tips: শিশুর মতো নরম, ত্বক হবে সিল্কের মতো, শেভিং না করে করুন ওয়াক্সিং

হাড্ডাহাড্ডি লড়ে ম্যাচ নিজের নামে ম্যাচ করে নেন ইগা৷ তারপরে স্বাভাবিকভাবেই তিনি খেতাব জয় নিয়ে উচ্ছ্বসিত।

 

ইগা স্বিয়াতেক ২০২২ দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম খেতাব জেতেন

ইগা এই বছরের ফরাসি ওপেন ফাইনালে আমেরিকার কোকো গফকে হারিয়েছিলেন৷ এর আগে অক্টোবর ২০২০ তে ফরাসি ওপেন জিতেছিলেন৷ ইগা পোল্যান্ডের থেকে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতা মহিলা টেনিস প্লেয়ার৷ তাঁর বাবা টমাস অলিম্পিক রোবর ছিলেন৷