Category Archives: হলিউড

Priyanka Chopra on Halyna Hutchins Death: ‘শ্যুটিং সেটে কারও মৃত্যুই কাম্য নয়’, অভিনেতার হাতে চিত্রগ্রাহক ‘খুন’-এ হতবাক প্রিয়াঙ্কা!

#লস অ্যাঞ্জেলস: চিত্রগ্রাহক হালিনা হাচিন্সের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra on Halyna Hutchins Death)। শনিবার তিনি এই মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বৃহস্পতিবার সিনেমার শ্যুটিং চলাকালীন প্রপ হিসেবে ব্যবহার করার বন্দুকের গুলিতে প্রাণ হারান ছবির সিনেম্যাটোগ্রাফার বা চিত্রগ্রাহক (Alec Baldwin Killed Cinematographer on Set)। গুলি লেগে গুরুতর আহত ছবির পরিচালক। মার্কিন অভিনেতা অ্যালেক বল্ডউইনের (Alec Baldwin) হাতে ছিল সেই বন্দুক। শ্যুটিং সেট থেকে ছবির খলনায়কের দিকে তাক করে গুলি ছুড়েছিলেন অভিনেতা (Alec Baldwin Killed Cinematographer on Set)।

নিউ ম্যাক্সিকোর সেই শ্যুটিং সেটে সেই সময় চলছিল ‘রাস্ট’ ছবির শ্যুটিং। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অ্যালেক বল্ডউইন (Alec Baldwin Killed Cinematographer on Set)। ১৯ শতকের দুর্ঘটনাবশত মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার আধিকারিকেরা এমনই দাবি করেছেন। এই ঘটনায় হালিনা হাচিন্সের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমি কেঁপে গিয়েছি। আমি ভাবতে পারছি না এমন মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের কী অবস্থা। কোনও ভাষা নেই, সেটে কারও মৃত্যুই কাম্য নয়। পিরিয়ড। হালিনা হাচিন্সের পরিবার ও অনুরাগীদের সঙ্গেই রয়েছে আমার মন’। (Priyanka Chopra on Halyna Hutchins Death)

এই ঘটনায় অত্যন্ত গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতা অ্যালেক বল্ডউইনও। সোশ্যাল মিডিয়ায় তিনি হালিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার কোনও ভাষা নেই কী ভাবে আমি হালিনা হাচিন্সের মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনাকে ব্যাখ্যা করব। একজন স্ত্রী, একজন মা এবং অসাধারণ এক সহকর্মী আমাদের। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে পুলিশকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি।’ সান্তা ফে কাউন্টির শরিফ এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যালেক বল্ডউইন শ্যটিংয়ে ব্যবহৃত একটি প্রপ বন্ধুকের গুলি ফাঁকা জায়গায় চালান। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। চিত্রগ্রাহক হালিনা হাচিন্স (৪২) গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে, পরিচালক জোয়েল সুজাকে (৪৮) অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। তবে হাচিন্স হাসপাতালে পৌঁছলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পরিচালক জোয়েলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ফিল্ম সেটে প্রপ অস্ত্রের ব্যবহার করতে হলে সাধারণত কঠোর আইন লাগু থাকে। তবুও দুর্ঘটনা ঘটে যায়। এর আগেও মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি-র ছেলে অভিনেতা ব্র্যান্ডন লি, ‘দ্য ক্রো’ সিনেমার সেটে মারা যান। ছবির শ্যুটিংয়ের সময় একটি বন্ধুকের গুলি লাগে তাঁর। যে গুলি ফাঁকা জায়গায় চালানোর কথা ছিল।

আরও পড়ুন: শ্যুটিংয়ে ‘আসল’ শ্যুটআউট! নিশানা মিস, বিখ্যাত অভিনেতার হাতে ‘খুন’ চিত্রগ্রাহক

Britney Spears Deleted Instagram: এনগেজমেন্টের খবর দিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন ব্রিটনি স্পিয়ার্স! কেন?

#নয়াদিল্লি: আপনি কি ব্রিটনি স্পিয়ার্সের (Britney Spears) ফলোয়ার? ইনস্টাগ্রামে ফলো করেন মার্কিন এই পপ তারকা গায়িকাকে? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। ইনস্টাগ্রামে এতদিন যে অ্যাকাউন্ট আপনি গায়িকার ফলো করছিলেন, সেই অ্যাকাউন্টের বুধবার থেকে কোনও অস্তিত্ব নেই। কারণ, ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন (Britney Spears Deleted Instagram)। ৩৯ বছরের গায়িকা আচমকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন কেন (Britney Spears Deleted Instagram)? স্বাভাবিক ভাবেই তাঁর যে কোনও ভক্তের মনেই এই প্রশ্ন জাগবে।

তবে বুধবার ব্রিটনি (Britney Spears) নিজেই ভক্তদের কাছে এর কারণ খোলসা করেছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘চিন্তা করবেন না… সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিচ্ছি, নিজের এনগেজমেন্টকে উদযাপন করার জন্য। আমি খুব তাড়াতাড়ি ফিরব’। সোমবারই নিজের দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম আসঘারির (Sam Asghari) সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন ব্রিটনি। তার পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে ট্যুইটারে সে কথা জানিয়ে ভক্তদের আস্বস্ত করেছেন (Britney Spears Deleted Instagram)।

সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears)। ভিডিওতে স‌্যাম আসগরির (Sam Asghari) সঙ্গে দেখা যায় ব্রিটনিকে। নিজের আঙুলের হীরার আংটি ক্যামেরার সামনে তুলে ধরেন গায়িকা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে হাতে বাগদানের হীরার আংটি দেখিয়ে ক্যাপশনে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’ আর স্যাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন, ‘বড় খবর আসছে।’ এর পরেই তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো একটি ছবি শেয়ার করেছেন।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ২৭ বছর বয়সী স‌্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির (Britney Spears)। এর পরে বন্ধুত্ব ও প্রেম। স‌্যাম (Sam Asghari) একজন অভিনেতা। তাঁর জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। চার বছর প্রেমের পরে বাগদান হল তাঁদের। এর আগে ব্রিটনির দু’বার বিয়ে হয়েছে। ২০০৪ সালে তাঁর ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন তিনি। কিন্তু এ বিয়ে বেশি দিন টেঁকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাঁদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে অবশেষে এনগেজমেন্ট! তৃতীয় বিয়ে করছেন ব্রিটনি স্পিয়ার্স, পাত্র কে জানেন?

হায় হায় মুখের কী ছিরি হল! দুই সেলিব্রিটিকে চিনতে হিমশিম খাচ্ছেন সকলে

#মুম্বই: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) বরাবর সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকেন। দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত পোস্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। নানা মাধ্যমে ভাইরাল হয় সেই সব ছবি ভিডিও। এবার দুই তারকার একটি Instagram ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে Snapchat-এর ফিল্টার দেওয়া কথোপকথনের একটি ভিডিও। এই ফিল্টারে প্রিয়াঙ্কা ও নিককে বেশ মানিয়েছিল। ভিডিওটিতে নিককে প্রথমে হাই বলতে শোনা গিয়েছে। এরপর স্ক্রিনে এসেছিলেন প্রিয়াঙ্কা। তিনিও একটু হেসে হাই বলেন। অভিনেত্রীর পরনে ছিল সাদা টপ ও তাঁর চুল খোলা রেখেছিলেন। নিক একটি সাদা-কালো টি-শার্ট পরেছিলেন। ভিডিওর ক্যাপশনে দেওয়া ছিল “আমরা কি কিউট নই”।

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi ? (@jerryxmimi)

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়ে যায়। মন্তব্য বক্সে ঝুড়ি ঝুড়ি কমেন্ট পড়তে শুরু করে। এই মজার ভিডিওর তারিফ করেন বহু নেটাগরিক। অনেকেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বোন পরিণীতিকে (Parineeti Chopra) গুলিয়ে ফেলেন। কমেন্ট বক্সে এই সব নিয়ে আলোচনাও হয় বিস্তর। প্রিয়াঙ্কা ও নিক কাজের সূত্রে বহুদিন ধরে একে অপরের থেকে আলাদা ছিলেন। কিছুদিন আগেই একে অপরের সঙ্গে মিলিত হয়েছেন। সেই সব মূহুর্ত প্রতিনিয়ত সোশ্যাল মাধ্যমে জ্বলজ্বল করে উঠছে। বোঝাই যাচ্ছে জোনাস দম্পতি ভালোবাসার সাগরে গভীর ডুব দিয়েছেন।

লন্ডনে (London) প্রিয়াঙ্কা শুটিংয়ের কাজ করছিলেন, অন্যদিকে নিক লস এঞ্জেলেসে (Los Angeles) আগামী প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলেন। আগামীতে রুশো ব্রাদার্সের (Russo Brothers) একটি নতুন প্রজেক্টে দেখা যাবে নিককে। প্রিয়াঙ্কাকে দেখা যাবে টেক্সট ফর ইউতে (Text For You)। এই ছবিতে সেলিন ডিওন (Celine Dion) এবং স্যাম হিউগানও (Sam Heughan) অভিনয় করছেন। এছাড়াও প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে ম্যাট্রিক্স ৪ (Matrix 4)। Netflix-এর দ্য হোয়াইট টাইগারে (The White Tiger) প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছিল। এই ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বেও ছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিউইয়র্কে (New York) একটি রেস্তোরাঁও খুলেছেন প্রিয়াঙ্কা।

 

গর্বের জুটি, ফের অস্কার মঞ্চে বিরল সম্মান প্রিয়াঙ্কা-নিককে!

#মুম্বই: সকাল সকাল ভক্তদের চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। বৃহস্পতিবার ভোরে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলেন যে ৯৩তম অ্যাকাডেমি পুরস্কারের (93rd Academy Awards) চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করবেন তিনি এবং তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas)। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজাদার বার্তাও লিখেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার ভোরে নিজের Twitter অ্যাকাউন্ট থেকে করা প্রিয়াঙ্কার পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লন্ডনের বাড়িতে শ্যুট করা এক ভিডিও বার্তায় তিনি ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশনের তালিকা ঘোষণা করার কথা জানিয়েছেন। অর্থাৎ অস্কারের দৌড়ে পরিশেষে কোন কোন তারকা টিঁকে থাকবেন, তার ঘোষণা প্রিয়াঙ্কা ও নিক জুটি করবেন। তার আগে ভারতীয় অভিনেত্রীকে বেশ চনমনে মনে হয়েছে। ভিডিও বার্তায় নিজের সেই উচ্ছ্বাস প্রকাশও করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে স্বামী নিকের সঙ্গে তিনি খুনসুটিও করেছেন।

আগামী সোমবার ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে। টিভির পাশাপাশি Twitter-এ সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে। যেখানে নেটিজেনদের চোখ রাখার জন্য আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ তিনি এবং তাঁর স্বামী নিক-ই সে দিন সন্ধ্যায় আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই অসাধারণ মুহুর্তের সাক্ষী হওয়ার আগে স্বামীর সঙ্গে দুর্দান্ত মজা করেছেন ভারতীয় অভিনেত্রী।

মজার ছলে Twitter-এ প্রিয়াঙ্কা লিখেছেন যে স্বামী নিককে বাদ দিয়েই তিনি অস্কারের মনোনয়ন ঘোষণা করবেন। যদিও পরের লাইনে নিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় অভিনেত্রী। অন্য দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতেও তারকা দম্পতির খুনসুটি দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। যেখানে TikTok ট্রেন্ড মেনে প্রিয়াঙ্কা বলেন যে তিনি স্বামীকে না বলেই অস্কার নমিনেশন ঘোষণার কথা জানাচ্ছেন। তখন পিছন থেকে নিক প্রিয়াঙ্কাকে বলেন যে ইতিমধ্যেই সবাই বিষয়টি জেনে গিয়েছে। পরে তারকা দম্পতি একসঙ্গে ফ্যানদের সোমবারের অনুষ্ঠানে চোখ রাখার আবেদন জানান।

করোনাভাইরাসের জেরে সময়ের পরে অনুষ্ঠিত হতে চলেছে অস্কারের অনুষ্ঠান। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও অতিমারীর কারণে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছে ইভেন্ট। ২৬ এপ্রিল অস্কারের আসর বসবে। তার আগে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকা ঘোষণা করবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সে দিকে নজর থাকবে বিশ্বের। প্রিয়াঙ্কা অভিনিত দ্য হোয়াইট টাইগার (The White Tiger) অস্কার মনোনয়নের তালিকায় জায়গা পেতে পারে বলেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

 

হলিউড তারকাকে হিন্দি শিখিয়ে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল বসতির মেয়ে মালিশা, মুহূর্তেই ছড়িয়েছে দুর্বার গতিতে

#মুম্বই: এক অন্য অনুভূতি ৷ এক অনন্য অভিজ্ঞতাও বটে ৷ মায়াবি নগরী মুম্বইয়ের এক বসতি এলাকার বাসিন্দা ছোট্ট মেয়ে বর্তমানে সকলের  চর্চায় ৷ আর এই ঘটনাটি ঘটেছে হলিউড অভিনেতা রবার্ট হফম্যানের কারণেই ৷ মালিশার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে, রবার্ট হফম্যানের সঙ্গে ৷ ভিডিওটি মালিশা খারওয়া তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ এরপরেই ইনস্টাগ্রামে দুর্বার গতিতে ফলোয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে ৷

 

View this post on Instagram

 

When Robert visits me I like making him speak in Hindi because it sounds so funny!? #kidsmodel #model #theprincessfromtheslum

A post shared by Maleesha Kharwa (@maleeshakharwa) on

রবার্ট হফম্যান এই বছরের ফেব্রুয়ারিতে মিউজিক ভিডিও-র কাজে ভারতে এসেছিলেন ৷ সেই সময়েই হফম্যানের সঙ্গে দেখা হয়েছিল মালিশার ৷ এর মধ্যে রবার্ট হফম্যান মালিশার সঙ্গে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলেন ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে মালিশা তাঁকে হিন্দি শেখাচ্ছিলেন ৷ ওই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ একটি শিক্ষণীয় বিষয় ছিল যে এত বড় সেলিব্রিটির সঙ্গে অত্যন্ত সহজ সরল ভাবে সময় কাটিয়েছে মালিশা ৷ ভিডিওটি না দেখলে বিশ্বাস করাই অসম্ভব ৷

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ মালিশা ও রবার্ট হফম্যানের ভিডিওটি বেশ পছন্দ করেছেন ৷ হিন্দি শেখানোর সময় মালিশা রবার্ট হফম্যানকে বলছিলেন যে তাঁর ফোন খারাপ হয়ে গিয়েছে, এরই মাঝে মালিশা রবার্টকে এই কথাটি ফের বলার জন্য অনুরোধ করছিলেন ৷ বাঙা ভাঙা হিন্দিতে বলে সবার মন জয় করেছিলেন তিনি ৷ রবার্টের প্রচেষ্টার সত্যি প্রশংসা না করে পারা যায়না ৷ এমন ভাবে হিন্দি বলছিলেন যেন সত্যি সত্যি হিন্দির প্রেমে পড়েছেন যেন তিনি তাঁর আগ্রহই বলে দিচ্ছে বাকি না বলা কথাগুলি ৷