Tag Archives: Hollywood

Kenneth Mitchell: ৪৯ বছর বয়সেই সব শেষ, প্রয়াত ‘স্টার ট্রেক’ ও ‘ক্যাপ্টেন মার্ভেল’ খ্যাত অভিনেতা কেনেথ মিশেল! প্রকাশ্যে এল মৃত্যুর কারণ

কেনেথ মিচেল: ৪৯ বছর বয়সেই সব শেষ, প্রয়াত কেনেথ মিশেল। ‘স্টার ট্রেক: ডিসকভারি’ ও ‘ক্যাপ্টেন মার্ভেল’ খ্যাত কানাডিয়ান অভিনেতা কেনেথ আলেকজান্ডার মিশেল বেশ কয়েক বছর ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলে। গত শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিশেলের পরিবারের পক্ষ থেকে স্যোশাল মিডিয়ায় জানানো হয় তিনি গত পাঁচ বছর ধরে স্নায়বিক সমস্যায় অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা ALS রোগের ভুগছিলেন। সেই রোগ থেকে পক্ষাঘাত হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অরিজিতের গানে মুগ্ধ খুদে ‘বিরাট’! KBC-র মঞ্চ থেকে গায়ককে ভিডিও কল অমিতাভের

মিশেল ‘স্টার ট্রেক: ডিস্কভারি’তে ক্লিঙ্গন কোল, কোল শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিওতেও অভিনয় করেছেন। ‘স্টার ট্রেক: লোয়ার ডেকস’-এর একটি পর্বে আরও কয়েকটি চরিত্রে কণ্ঠও দিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাপ্টেন মার্ভেলে তিনি সুপারহিরো ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। তিনি ‘জেরিকো’ সিরিজে এরিক গ্রিন, ‘মিরাকেল’-এ হকি খেলোয়াড়, ‘ন্যান্সি ড্রু’ সিরিজে জোশুয়া ডড চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত। এছাড়াও অন্য বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে তিনি কাজ করেছেন।

আরও পড়ুন: ‘শহর থেকে অনেক দূরে’! সামাজিক বিয়ের আগেই মধুচন্দ্রিমায় কাঞ্চন-শ্রীময়ী? কোথায় গেলেন জুটি

প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে তাঁর ছবি ইন্সট্রাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা কেনেথ আলেকজান্ডার মিশেল, প্রিয় বাবা, স্বামী, ভাই, ছেলে এবং প্রিয় বন্ধুর মৃত্যু ঘোষণা করছি।’

Titanic: টাইটানিকের নগ্ন দৃশ্যে বড় ভুল করেছিলেন লিওনার্দো, স্ক্রিপ্টে না থাকলেও সিনেমায় রাখেন পরিচালক

কাগজ, পেনসিল নিয়ে প্রস্তুত জ্যাক। দরজা খুলে ধীর পায়ে এগিয়ে এলেন রোজ। শরীর থেকে গাউনটা ফেলে দিয়ে শুয়ে পড়লেন সোফায়। গলায় জ্বলজ্বল করছে সবুজ হিরে। রোজের সৌন্দর্যে বিভোর জ্যাক। আঁকবেন কি, মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখছেন তিনি। তখনই রোজ বলে উঠলেন, ‘‘আমাকে তোমার ফরাসি মেয়েদের মতো করে আঁকো ৷’’ Photo Courtesy: Paramount Pictures
কাগজ, পেনসিল নিয়ে প্রস্তুত জ্যাক। দরজা খুলে ধীর পায়ে এগিয়ে এলেন রোজ। শরীর থেকে গাউনটা ফেলে দিয়ে শুয়ে পড়লেন সোফায়। গলায় জ্বলজ্বল করছে সবুজ হিরে। রোজের সৌন্দর্যে বিভোর জ্যাক। আঁকবেন কি, মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখছেন তিনি। তখনই রোজ বলে উঠলেন, ‘‘আমাকে তোমার ফরাসি মেয়েদের মতো করে আঁকো ৷’’ Photo Courtesy: Paramount Pictures
‘টাইটানিক’-এর এই দৃশ্য কে ভুলতে পারে। রোজের গলার হিরের মতোই দর্শক মনে এই দৃশ্য আজও জীবন্ত। কিন্তু অনেকেই জানেন না, শ্যুটিংয়ের সময় এই দৃশ্যেই মারাত্মক ভুল করে বসেছিলেন জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিও। Photo Courtesy: Paramount Pictures
‘টাইটানিক’-এর এই দৃশ্য কে ভুলতে পারে। রোজের গলার হিরের মতোই দর্শক মনে এই দৃশ্য আজও জীবন্ত। কিন্তু অনেকেই জানেন না, শ্যুটিংয়ের সময় এই দৃশ্যেই মারাত্মক ভুল করে বসেছিলেন জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিও। Photo Courtesy: Paramount Pictures
কী সেই ভুল? রোজ ওরফে কেট উইনস্লেট গাউন খুলে লিওনার্দোর দিকে তাকিয়ে আছেন। তখন আমতা আমতা করে জ্যাক বলে ওঠে, ‘‘বিছানায় শুয়ে পড়ো। মানে সোফায়।’’ স্ক্রিপ্টে এটা ছিল না। Photo Courtesy: Paramount Pictures
কী সেই ভুল? রোজ ওরফে কেট উইনস্লেট গাউন খুলে লিওনার্দোর দিকে তাকিয়ে আছেন। তখন আমতা আমতা করে জ্যাক বলে ওঠে, ‘‘বিছানায় শুয়ে পড়ো। মানে সোফায়।’’ স্ক্রিপ্টে এটা ছিল না। Photo Courtesy: Paramount Pictures
লিওনার্দোর বলার কথা ছিল, ‘সোফায় শুয়ে পড়ো’। কিন্তু রোজকে দেখে চোখে মুখে ওই ঘোর, সঙ্গে কথা গুলিয়ে ফেলা, পরিচালক জেমস ক্যামেরনের খুব পছন্দ হয়। তিনি সিনেমায় ওটাই রেখে দেন। শুধু এটা নয়, ওই দৃশ্যে আরও কিছু বদল হয়েছিল। Photo Courtesy: Paramount Pictures
লিওনার্দোর বলার কথা ছিল, ‘সোফায় শুয়ে পড়ো’। কিন্তু রোজকে দেখে চোখে মুখে ওই ঘোর, সঙ্গে কথা গুলিয়ে ফেলা, পরিচালক জেমস ক্যামেরনের খুব পছন্দ হয়। তিনি সিনেমায় ওটাই রেখে দেন। শুধু এটা নয়, ওই দৃশ্যে আরও কিছু বদল হয়েছিল। Photo Courtesy: Paramount Pictures
তবে একটা কথা এখানে বলে রাখা ভাল। রোজের যে প্রতিকৃতি জ্যাক এঁকেছিলেন সেটা লিওনার্দোর আঁকা তো নয়ই। অন্য কোনও শিল্পীরও আঁকা নয়। ওটা এঁকেছিলেন পরিচালক জেমস ক্যামেরন খোদ।
তবে একটা কথা এখানে বলে রাখা ভাল। রোজের যে প্রতিকৃতি জ্যাক এঁকেছিলেন সেটা লিওনার্দোর আঁকা তো নয়ই। অন্য কোনও শিল্পীরও আঁকা নয়। ওটা এঁকেছিলেন পরিচালক জেমস ক্যামেরন খোদ।
স্টিফেন কোলবার্টকে দেওয়া সাক্ষাৎকারে কেট এই রহস্য ফাঁস করেছিলেন। বলেছিলেন, ‘‘ওই ছবিটা জেমস ক্যামেরনের আঁকা। অনেকেই এটা জানেন না।’’ কেট আরও বলেন, ওই দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি নগ্ন ছিলেন না। বাথিং স্যুট পরেছিলেন। স্কেচ নিখুঁত করতে জেমস ক্যামেরন নিজেই আঁকার সিদ্ধান্ত নেন। Photo: Collected
স্টিফেন কোলবার্টকে দেওয়া সাক্ষাৎকারে কেট এই রহস্য ফাঁস করেছিলেন। বলেছিলেন, ‘‘ওই ছবিটা জেমস ক্যামেরনের আঁকা। অনেকেই এটা জানেন না।’’ কেট আরও বলেন, ওই দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি নগ্ন ছিলেন না। বাথিং স্যুট পরেছিলেন। স্কেচ নিখুঁত করতে জেমস ক্যামেরন নিজেই আঁকার সিদ্ধান্ত নেন। Photo: Collected
পরবর্তীকালে কেটের ওই প্রতিকৃতি ১৬ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই দৃশ্য আজও কেটকে তাড়া করে বেড়ায়। নিজেই এ কথা স্বীকার করেন অভিনেত্রী। বলেন, ‘‘আজও ওই ফটোর উপর লোকে আমার অটোগ্রাফ চায়।’’ ইয়াহুকে তিনি বলেছিলেন, ‘‘আমি এভাবে অটোগ্রাফ দিই না। খুব অস্বস্তি হয়। এভাবে কেন দেব’? Photo Courtesy: Paramount Pictures
পরবর্তীকালে কেটের ওই প্রতিকৃতি ১৬ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই দৃশ্য আজও কেটকে তাড়া করে বেড়ায়। নিজেই এ কথা স্বীকার করেন অভিনেত্রী। বলেন, ‘‘আজও ওই ফটোর উপর লোকে আমার অটোগ্রাফ চায়।’’ ইয়াহুকে তিনি বলেছিলেন, ‘‘আমি এভাবে অটোগ্রাফ দিই না। খুব অস্বস্তি হয়। এভাবে কেন দেব’? Photo Courtesy: Paramount Pictures

Gary Graham Death: হৃদরোগেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, মৃত্যুর খবরে শোকের ছায়া

হলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা গ্যারি গ্রাহাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গাড়ির প্রাক্তন স্ত্রী সুজান লাভেল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃসংবাদটি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি প্রয়াত হয়েছেন।’

জানা যায়, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের স্পোকেনের একটি হাসপাতালে মারা যান। অভিনেতার স্ত্রী বেকি গ্রাহাম হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর খবর জানান। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ় ‘স্টার ট্রেক: ভোয়েজার’-এ গ্যারির অভিনয় কাড়ে। এর পর পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ়’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়।

আরও পড়ুন: অতীতের পুনরাবৃত্তি আর নয়! সোহিনীর সঙ্গে আরও এক ধাপ এগোলেন শোভন, দিলেন নয়া চমক

আরও পড়ুন: ‘ময়দান’-এ নামবেন অজয়! কবে আসছেন ভারতীয় ফুটবল নিয়ে ছবি, থাকবেন বাংলার তারকারা

গ্যারি ১৯৫০ সালের ৬ জুন ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্মগ্রহণ করেন। ১৯৭০-এর মাঝামাঝি সময়ে টেলিভিশনে এইট ইজ এনাফ , স্টারস্কাই, হাচ এবং পুলিশ ওম্যানের মতো শোয়ে দেখা যায় তাঁকে। তার আগে ‘হার্ডকোর’-এ নজর কেড়েছিলেন অভিনেতা।

টেলিভিশনে উল্লেখযোগ্য অবদান রয়েছে গাড়ির। নটস ল্যান্ডিং, টিজে হুকার, মুনলাইটিং, দ্য কমিশ, রেনেগেড, অ্যালি ম্যাকবিল, ক্রসিং জর্ডান এবং নিপ/টাক-এ অভিনয় করেন। দ্য ইনক্রেডিবল হাল্ক, রোবট জক্স, দ্য লাস্ট ওয়ারিয়র, এবং চ্যাম্পিয়ন-এর মতো ছবিতেও দেখা যায় তাঁকে।

Emmy Awards 2024: ওয়েব সিরিজ থেকে সিরিয়াল, কোনটা হল সেরা? কোন অভিনেতার মাথায় উঠল সেরার মুকুট? এমি অ‍্যাওয়ার্ডস জয়ীদের তালিকা দেখে নিন এক নজরে

টিভির অন‍্যতম বড় অ‍্যাওয়ার্ড শো হল এমি অ‍্যাওয়ার্ডস। এই বছরও অনুষ্ঠিত হল এমি অ‍্যাওয়ার্ডস ২০২৪। টিভি শো, লিমিটেড সিরিজ অথবা টিভি ফিল্মসের মধ‍্যে কারা পেল সেরার স্থান, দেখে নিন একনজরে।

দ্য হোয়াইট লোটাস, দ্য লাস্ট অফ আস, সেকসেশন, দ্য বিয়ার অ্যান্ড বিফ ছিল এই বছরের সেরার তালিকায় থাকা শো।

দেখে নিন এমি অ‍্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা

সেরা কমেডি সিরিজ- দ্য বিয়ার (FX)

কমেডি সিরিজে সেরা অভিনেতা- জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

কমেডি সিরিজে সেরা অভিনেত্রী- কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)

আরও পড়ুন: প্রেম করে বিয়ে, বাবা হয়ে ভাঙে বিয়েও! প্রথম ছবি সুপারহিট দিয়েও কোথায় হারিয়ে গেলেন প্রাক্তন হার্টথ্রব?

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী- আয়ো এদেবিরি (দ্য বিয়ার)

সেরা ড্রামা সিরিজ- সাকসেশন (HBO/ম্যাক্স)

ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী- সারাহ স্নুক (সাকসেশন)

ড্রামা সিরিজে সেরা অভিনেতা- কাইরান কালকিন (সাকসেশন)

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী- জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)

ড্রামা সিরিজের জন্য সেরা গল্প- সাকসেশন

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেত্রী- আলি ওং (বিফ)

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেতা- স্টিভেন ইয়ুন (বিফ)

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেতা- পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)

আরও পড়ুন: কার হাত ধরে ঘুরছেন কঙ্গনা? ‘রহস্যময় পুরুষ’কে নিয়ে এবার নিজেই মুখ খুললেন বলি ‘ক্যুইন’

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেত্রী- নিসি ন্যাশ-বেটস (ডাহমার – মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি)

লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি সিনেমার জন্য সেরা লেখা- বিফ

ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালনা- সাকসেশন (HBO/ম্যাক্স)- মার্ক মাইলড

কমেডি সিরিজের জন্য সেরা পরিচালনা- দ্য বিয়ার (এফএক্স) – ক্রিস্টোফার স্টোরার

সেরা টক সিরিজ- দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল)

লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি মুভির জন্য সেরা পরিচালনা- বিফ (নেটফ্লিক্স) – লি সুং জিন

সেরা টেলিভিশন মুভি- উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)

সেরা গেম শো- জিওপার্ডি (ABC)

সেরা ডকুমেন্টারি বা ননফিকশন স্পেশাল- স্টিল: আ মাইকেল জে. ফক্স মুভি (অ্যাপল টিভি+)

সেরা ডকুমেন্টারি বা ননফিকশন সিরিজ- দ্য 1619 প্রোজেক্ট (হুলু)

সেরা হোস্টেড ননফিকশন সিরিজ বা বিশেষ- স্ট্যানলি টুকি: সার্চিং ফর ইতালি (সিএনএন)

বেস্ট ন্যারেটর- বারাক ওবামা, ওয়ার্ক: হোয়াট উই ডু টুডে

হলিউডে আলিয়া ! অন্তসত্ত্বা অবস্থাতেই একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী

#মুম্বই: সম্প্রতি হলিউডে আত্মপ্রকাশ করেছেন আলিয়া ভাট ৷  শনিবার প্রকাশিত হল  আলিয়ার প্রথম হলিউড ছবি “হার্ট অফ স্টোন”এর ফার্স্ট লুক ৷  নিজের ট্যুইটার হ্যন্ডেল থেকে এই ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবিতে আলিয়া ছাড়াও দেখা যাবে গাল গাদোত ও জেমি ডরমানকে ৷ ছবিটির পরিচালনা করেছেন টম হারপার ৷

ছবির বেশ কিছু দৃশ্য আগে থেকেই সাড়া ফেলেছিল নেটমাধ্যমে ৷ ছবিতে কেয়া নামের একটি চরিত্রে দেখা যাবে আলিয়াকে ৷  ছবিতে বেশ কিছু অ্যাকশন সিনেও রয়েছেন অভিনেত্রী  ৷ ছবিটির শ্যুটিং এর সময়তেই আলিয়ার অন্তসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে ৷

আরও পড়ুন : এক ফ্রেমে ঋতুপর্ণা ও ধোনি! ভাইরাল ছবি নিয়ে নেটপাড়ায় জোর জল্পনা

জানা গিয়েছে, প্রেগনেন্সির প্রথম পর্যায়তেই বেশ কিছু অ্যাকশন সিনের শ্যুট করেছিলেন আলিয়া ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া জানান , ” আমি অন্তসত্ত্বা হওয়ায় অ্যাকশন সিনে শ্যুট করার সময় বাড়তি সতর্কতা নিয়েছিলাম৷”  আগামী বছরই মুক্তি পাবে  আলিয়ার হলিউডের প্রথম ছবি “হার্ট অফ স্টোন” ৷

আরও পড়ুন : বাড়ির শ্যুটেই বাজিমাত! পুজোর আগেই সাড়া ফেলল কোয়েলের সাবেকি সাজ

মাত্র ২৯ বছর বয়সেই বলিউডকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন আলিয়া ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয় ও রণবীর কাপুর অভিনিত “ব্রহ্মাস্ত্র” পার্ট ওয়ান” ছবিটি ৷ মোট তিনটি অংশে মুক্তি পাবে  অয়ন মুখোপাধ্যায় পরিচালিত “ব্রহ্মাস্ত্র” ছবিটি ৷

Priyanka Chopra on Halyna Hutchins Death: ‘শ্যুটিং সেটে কারও মৃত্যুই কাম্য নয়’, অভিনেতার হাতে চিত্রগ্রাহক ‘খুন’-এ হতবাক প্রিয়াঙ্কা!

#লস অ্যাঞ্জেলস: চিত্রগ্রাহক হালিনা হাচিন্সের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra on Halyna Hutchins Death)। শনিবার তিনি এই মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বৃহস্পতিবার সিনেমার শ্যুটিং চলাকালীন প্রপ হিসেবে ব্যবহার করার বন্দুকের গুলিতে প্রাণ হারান ছবির সিনেম্যাটোগ্রাফার বা চিত্রগ্রাহক (Alec Baldwin Killed Cinematographer on Set)। গুলি লেগে গুরুতর আহত ছবির পরিচালক। মার্কিন অভিনেতা অ্যালেক বল্ডউইনের (Alec Baldwin) হাতে ছিল সেই বন্দুক। শ্যুটিং সেট থেকে ছবির খলনায়কের দিকে তাক করে গুলি ছুড়েছিলেন অভিনেতা (Alec Baldwin Killed Cinematographer on Set)।

নিউ ম্যাক্সিকোর সেই শ্যুটিং সেটে সেই সময় চলছিল ‘রাস্ট’ ছবির শ্যুটিং। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অ্যালেক বল্ডউইন (Alec Baldwin Killed Cinematographer on Set)। ১৯ শতকের দুর্ঘটনাবশত মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার আধিকারিকেরা এমনই দাবি করেছেন। এই ঘটনায় হালিনা হাচিন্সের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমি কেঁপে গিয়েছি। আমি ভাবতে পারছি না এমন মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের কী অবস্থা। কোনও ভাষা নেই, সেটে কারও মৃত্যুই কাম্য নয়। পিরিয়ড। হালিনা হাচিন্সের পরিবার ও অনুরাগীদের সঙ্গেই রয়েছে আমার মন’। (Priyanka Chopra on Halyna Hutchins Death)

এই ঘটনায় অত্যন্ত গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতা অ্যালেক বল্ডউইনও। সোশ্যাল মিডিয়ায় তিনি হালিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার কোনও ভাষা নেই কী ভাবে আমি হালিনা হাচিন্সের মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনাকে ব্যাখ্যা করব। একজন স্ত্রী, একজন মা এবং অসাধারণ এক সহকর্মী আমাদের। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে পুলিশকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি।’ সান্তা ফে কাউন্টির শরিফ এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যালেক বল্ডউইন শ্যটিংয়ে ব্যবহৃত একটি প্রপ বন্ধুকের গুলি ফাঁকা জায়গায় চালান। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। চিত্রগ্রাহক হালিনা হাচিন্স (৪২) গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে, পরিচালক জোয়েল সুজাকে (৪৮) অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। তবে হাচিন্স হাসপাতালে পৌঁছলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পরিচালক জোয়েলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ফিল্ম সেটে প্রপ অস্ত্রের ব্যবহার করতে হলে সাধারণত কঠোর আইন লাগু থাকে। তবুও দুর্ঘটনা ঘটে যায়। এর আগেও মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি-র ছেলে অভিনেতা ব্র্যান্ডন লি, ‘দ্য ক্রো’ সিনেমার সেটে মারা যান। ছবির শ্যুটিংয়ের সময় একটি বন্ধুকের গুলি লাগে তাঁর। যে গুলি ফাঁকা জায়গায় চালানোর কথা ছিল।

আরও পড়ুন: শ্যুটিংয়ে ‘আসল’ শ্যুটআউট! নিশানা মিস, বিখ্যাত অভিনেতার হাতে ‘খুন’ চিত্রগ্রাহক

Britney Spears Deleted Instagram: এনগেজমেন্টের খবর দিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন ব্রিটনি স্পিয়ার্স! কেন?

#নয়াদিল্লি: আপনি কি ব্রিটনি স্পিয়ার্সের (Britney Spears) ফলোয়ার? ইনস্টাগ্রামে ফলো করেন মার্কিন এই পপ তারকা গায়িকাকে? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। ইনস্টাগ্রামে এতদিন যে অ্যাকাউন্ট আপনি গায়িকার ফলো করছিলেন, সেই অ্যাকাউন্টের বুধবার থেকে কোনও অস্তিত্ব নেই। কারণ, ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন (Britney Spears Deleted Instagram)। ৩৯ বছরের গায়িকা আচমকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন কেন (Britney Spears Deleted Instagram)? স্বাভাবিক ভাবেই তাঁর যে কোনও ভক্তের মনেই এই প্রশ্ন জাগবে।

তবে বুধবার ব্রিটনি (Britney Spears) নিজেই ভক্তদের কাছে এর কারণ খোলসা করেছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘চিন্তা করবেন না… সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিচ্ছি, নিজের এনগেজমেন্টকে উদযাপন করার জন্য। আমি খুব তাড়াতাড়ি ফিরব’। সোমবারই নিজের দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম আসঘারির (Sam Asghari) সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন ব্রিটনি। তার পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে ট্যুইটারে সে কথা জানিয়ে ভক্তদের আস্বস্ত করেছেন (Britney Spears Deleted Instagram)।

সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears)। ভিডিওতে স‌্যাম আসগরির (Sam Asghari) সঙ্গে দেখা যায় ব্রিটনিকে। নিজের আঙুলের হীরার আংটি ক্যামেরার সামনে তুলে ধরেন গায়িকা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে হাতে বাগদানের হীরার আংটি দেখিয়ে ক্যাপশনে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’ আর স্যাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন, ‘বড় খবর আসছে।’ এর পরেই তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো একটি ছবি শেয়ার করেছেন।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ২৭ বছর বয়সী স‌্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির (Britney Spears)। এর পরে বন্ধুত্ব ও প্রেম। স‌্যাম (Sam Asghari) একজন অভিনেতা। তাঁর জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। চার বছর প্রেমের পরে বাগদান হল তাঁদের। এর আগে ব্রিটনির দু’বার বিয়ে হয়েছে। ২০০৪ সালে তাঁর ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন তিনি। কিন্তু এ বিয়ে বেশি দিন টেঁকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাঁদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে অবশেষে এনগেজমেন্ট! তৃতীয় বিয়ে করছেন ব্রিটনি স্পিয়ার্স, পাত্র কে জানেন?