Category Archives: মেদিনীপুর

West Medinipur News: প্রশাসনের অপেক্ষা নয়, নিজেদের উদ্যোগেই কাঠের ব্রিজ মেরামত করলেন গ্রামবাসীরা

পশ্চিম মেদিনীপুর: দুই পারের মধ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম কাঠের সেতু। এই পথ দিয়ে শুধু দুটো গ্রামের মধ্যে যোগাযোগ নয়, দুই মেদিনীপুর জেলার একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ হয়। প্রতিদিন হাজারও মানুষের যাতায়াত এই কাঠের সাঁকো দিয়ে। কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতিতে কার্যত প্রশাসনের উপর ভরসা না রেখেই সাঁকো মেরামতি এবং কচুরিপানা সরানোর উদ্যোগ নিল গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের এমন ছবি সামনে এসেছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্যসচিব মনোজ পন্থ, গোপালিকার মেয়াদবৃদ্ধিতে অনুমোদন দিল না কেন্দ্র

প্রতি বছর বর্ষা এলেই নদীতে জল বাড়ে। আর নদীতে জল বাড়লে ভয়ে থাকতে হয় নদীর পারের মানুষজনকে, এই বুঝি ভাঙল কাঠের সেতু। তবে বর্তমানে ঘাটালের বিভিন্ন নদীর উপরে থাকা একাধিক বাঁশের, কাঠের সাঁকো ভেঙে গিয়েছে। ঘাটালের ঐ সকল নদীতে বর্তমানে যাতায়াতের মাধ্যম নৌকা। তবে এবার পানা পরিষ্কার করে কাঠের সেতু বাঁচানোর জন্য প্রশাসনের কাছে কাতর আর্তি না করে, প্রশাসনের উপর ভরসা না রেখে নিজেরাই সেতু রক্ষার কাজে হাত লাগালেন। সকাল থেকে জলে নেমে সেতু রক্ষার কাজে হাত লাগালেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী

পশ্চিম মেদিনীপুরে দাসপুরের ধর্মা এলাকায় কাঁসাই নদীর শাখা-খাল ভসরা খালের উপর দুই মেদিনীপুরের সংযোগস্থলে রয়েছে একটি কাঠের সেতু। জানা গিয়েছে এই যোগাযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটি প্রশাসনের সাহায্য ছাড়াই এলাকাবাসীরা নিজেরাই চাঁদা তুলে তৈরি করেছেন। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর, বেলিয়াঘাটা-সহ একাধিক জায়গা এবং পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, মেছোগ্রাম-সহ একাধিক জায়গায় যাতায়াত করেন বহু মানুষ। তবে ইতিমধ্যেই কচুরিপানা জমেছে সেতুর চারিদিকে। সামান্য জল বাড়লেই কচুরিপানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

তবে স্থানীয়দের দাবি দ্রুত এই সংযোগকারী এলাকায় নির্মাণ করতে হবে কংক্রিট ব্রিজ। বার বার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও সূরাহা মেলেনি। তবে গ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।