Category Archives: ক্রিকেট

ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের

#অকল্যান্ড:  এমএস ধোনি – এই নামটা ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায় ৷ ভারতের অন্যতম সফল অধিনায়ক বলুন বা ক্যাপ্টেন কুল তাঁর জায়গা থাকবে সোনার সিংহাসনেই ৷ ধোনির ফ্যান -রাই শুধু এটা ভাবেন না তা নয় ৷ ভারতীয় দলেও ধোনির জায়গা একইভাবে অক্ষুন্ন রয়েছে টিমবাসে ৷

যজুবেন্দ্র চাহাল এখন দারুণভাবে ফেমাস তাঁর বিখ্যাত চাহাল টিভি-র জন্যে ৷ বিভিন্ন সময়ে ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়া থেকে শুরু দলের নানারকম মজার কর্মকাণ্ড তাঁর টিভিতেই দেখা যায় ৷ সেই এপিসোডেই যোগ হল এই নয়া সংযোজন ৷ এবার বিসিসিআই ক্রিকেটার যে বার্ষিক চুক্তির লিস্ট দিয়েছে তাতে ঠাঁই হয়নি মহেন্দ্র সিং ধোনির ৷বিশ্বকাপের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলেননি মাহি ৷ তারওপর এই চুক্তিপত্রে জায়গা না পাওয়া ৷ ফলে সবমহলেই গুঞ্জন তাহলে কি মাহির অধ্যায় ভারতীয় ক্রিকেটে শেষ হয়ে গেল ৷

আরও পড়ুন – বীভৎস! মদ্যপ ড্রাইভার ধাক্কা মেরে উড়িয়ে দিলেন একের পর এক গাড়ি,দেখুন ভিডিও

কিন্তু চাহাল জানিয়েছেন ধোনির উপস্থিতি সর্বত্র ৷ টিম বাসে সাধারণত প্রতিটা ক্রিকেটারের নিজেদের জন্য বরাদ্দ সিট থাকে ৷ আর প্রতিটা ক্রিকেটার সেখানেই বসেন ৷ ধোনি টিম বাসে সবসময় একদম বাঁদিকে পিছনের সিটে বসতেন ৷ চাহাল নিজের ভিডিওতে জানিয়েছেন মাহির জন্য বরাদ্দ সিট এখনও ফাঁকা, এখনও কেউ সেই সিটে বসেন না ৷

পাশাপাশি চাহাল এও বলেছেন তাঁর চাহাল টিভিতে সকলের ইন্টারভিউ হলেও ধোনির কোনও সাক্ষাৎকার হয়নি , কিন্তু ধোনি কথা দিয়েছেন সেই ইন্টারভিউ হবেই ৷ দেখে নিন চাহালের সেই ভিডিও ৷

T20 বিশ্বকাপের প্রধান খেলোয়াড় বাছাই হয়ে গেছে, জানিয়ে দিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক

#অকল্যান্ড: ভারতীয় ক্রিকেটে  এখন যে প্রজন্ম খেলছে তারা অবিশ্বাস্য প্রতিভার অধিকারী ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন আগামী অক্টোবর -নভেম্বরে যে ক্রিকেট বিশ্বকাপ হবে তার জন্য দলের মূল প্লেয়ারদের বাছাইয়ের কাজও হয়ে গেছে ৷ থিঙ্কট্যাঙ্ক জানিয়েছে ইতিমধ্যেই দলের নিউক্লিয়াস নিয়ে নিশ্চিত হয়ে গেছে৷

ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আগামী বুধবার ৷ তার আগে ভারতীয় দলের ব্যাটিং কোচ সংবাদমাধ্যমের মুখোমুখি হন ৷ সিরিজে এই মুহূর্তে ২-০ এগিয়ে রয়েছে ভারত ৷

রাঠোর বলেছেন, ‘শেষমুহূর্ত অবধি অ্যাডজাস্টমেন্ট করা হবে ৷ তবে যদি আমার কথা বলা হয় আর টিম ম্যানেজমেন্টের কথা বলা হয় তাহলে আমরা কোর বেছে নিয়েছি ৷ আমরা জানি দলটা কীরকম হতে যাচ্ছে ৷ যতক্ষণ না কোনও বড় চোট হচ্ছে বা ধারাবাহিক খারাপ ফর্মের মধ্যে দিয়ে দল যাচ্ছে ৷ আমি দলে খুব বড়সড় পরিবর্তনের সুযোগ দেখতে পারছি না ৷ ’

আরও পড়ুন- ইডেনে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক, ব্যাট হাতে নয়, ক্যামেরা নিয়ে স্টিভ ওয়া, দেখুন ভিডিও

টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রেখে বিভিন্ন দলই এখন নিজের দল গুছিয়ে নিচ্ছে ৷ গত সেপ্টেম্বর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তরুণ প্রতিভাদের দেখে নিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যার হাত ধরেই শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শিভম দুবেরা সুযোগ পেয়েছেন ৷

ভারতীয় টি টোয়েন্টি নিউজিল্যান্ডের মাটিতে এখনও অবধি যে পারফরম্যান্স দিয়েছে তাতে সকলেই খুব খুশি ৷ দলের ব্যাটিং কোচও এর ব্যতিক্রম নন ৷ তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের এই প্রজন্ম অসাধারণ ৷ আমার কাছে ওরা যেভাবে উঠে আসছে তা মুগ্ধ করে দেয় ৷ বিভিন্ন ফর্ম্যাটে ওরা নিজেদের দারুণভাবে ফিট করাচ্ছে ৷ বিভিন্ন দেশ ও মাঠে ওরা যেভাবে পারফর্ম করছে তাতে চমকে যেতে হয় ৷ নিউজিল্যানেডের পরিবেশের সঙ্গে ওরা এবার যেভাবে এত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছে তা বিস্ময়কর ৷

এদিকে অকল্যান্ডে বুধবার ২৯ তারিখ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ৷ তার আগেই ভারতীয় দল পৌঁছে যায় সোমবারই ৷ আত্মবিশ্বাসে ফুটতে থাকা দল এখন সিরিজ জিতে নেওয়াই পাখির চোখ ৷

 

‘‘জাদুকর ছিলেন ব্রায়ান্ট, ওর মৃত্যুর খবরে মানসিকভাবে বিপর্যস্ত’’: কোহলি

#মুম্বই:হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের ৷ মাত্র ৪১ বছর বয়সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কিংবদন্তী এই এনবিএ খেলোয়াড়ের ৷ রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের খুব কাছেই একটি অঞ্চলে ভেঙে পড়ে ব্রায়ান্টের চপার ৷ সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের মেয়ে জিয়ানাও ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় কোবের পাশাপাশি হেলিকপ্টারের অন্য চার আরোহীরও ৷

কোবে ব্রায়ান্টের মৃত্যুতে ভেঙে পড়েন তাঁর ভক্তরা। তাঁর স্মরণে লস অ্যাঞ্জেলেসে এদিন সভারও আয়োজন করা হয়। কেউ কোবের নাম লেখা গেঞ্জি পরে আসেন। ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা।কোবে ব্রায়ান্ট যে আর নেই। তা বিশ্বাসই করে উঠতে পারছেন না গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। শুধু নিজের দেশেই নয়, বিশ্বজোড়া খ্যাতি ছিল এই বাস্কেটবল তারকার। ব্রায়ান্টের প্রয়াণে শোকবিহ্বল বিরাট কোহলি থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রত্যেকেই।

কোবে ব্রায়ান্টের মৃত্যুর খবর পেয়ে একেবারেই ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোবের ছবি পোস্ট করে কোহলি লেখেন, ‘’ আজ এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছি। কত ছোটবেলার স্মৃতি ফিরে ফিরে আসছে। কোর্টে এই ম্যাজিশিয়ান যা করতেন, তা দেখতে ভোরবেলায় উঠতাম আর চমকে যেতাম তাঁর খেলা দেখে। জীবন কতটাই অনিশ্চিত ও অস্থির। দুর্ঘটনায় তাঁর মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে। মনটা একেবারে ভেঙে গিয়েছে। রেস্ট ইন পিস। পরিবারের জন্য শক্তি আর সমবেদনা রইল।’’

বাবা হলেন অ্যান্দ্রে রাসেল, ইনস্টাগ্রামে শেয়ার করলেন মেয়ের ছবি

#কিংসটন: বছরের শুরুতেই দুর্দান্ত খবর ৷ বাবা হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। তাঁর স্ত্রী জ্যাসিম লরা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ইনস্টাগ্রামে মেয়ের প্রথম ছবি পোস্ট করেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা।

সেই ছবির ক্যাপশনে রাসেল লেখেন- ‘Another #blessing welcoming Amaiah S Russell to the world! God is good all the time. Thanks god for my strong Queen Jassym Lora.’ অর্থাৎ রাসেলের দুনিয়ায় আসার জন্য অ্যামাইয়াকে ধন্যবাদ। আমাকে এমন রানি উপহার দেওয়ার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই।

রাসেলের স্ত্রী জ্যাসিম পেশায় মডেল ও ডিজাইনার ৷ ডমিনিক্যান রিপাবলিক-এর জনপ্রিয় মডেল জ্যাসিম লরার সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয়েছিল রাসেলের।