Tag Archives: Yuzvendra Chahal

যুজবেন্দ্র চাহালের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: যুজবেন্দ্র চাহাল

জন্ম: ২৩ জুলাই, ১৯৯০

উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: বোলার, রাইট আর্ম লেগ ব্রেক গুগলি

পরিবার

পিতা: কে কে চাহাল

শৈশব

যুজবেন্দ্র চাহাল হলেন একজন ক্রিকেটার এবং প্রাক্তন দাবা খেলোয়াড় যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে খেলেন। তাঁকে ভারতের সেরা লেগ ব্রেক বোলার বলা হয়। চাহাল এখনও পর্যন্ত শুধুমাত্র সীমিত ওভার অর্থাৎ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং টি-২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচই খেলেছেন। চাহাল ভারতের হয়ে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতাতেও যোগ দিয়েছেন। চাহালের উত্থানের পিছনে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়া জীবনের সূচনা

২০১৬ সালের ১১ জুন হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় যুজবেন্দ্র চাহালের। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এই ম্যাচে ভারত ৮ ইউকেটে জয়লাভ করে। ৩টি ইউকেট নেওয়ার পর চাহালকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার দেওয়া হয়। এটাই ছিল তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। এরপর ভারতের হয়ে একাধিক বার এই শিরোপা পান চাহাল। ২০১৯ সালের ১৮ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ৪২ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে তাঁর ক্রীড়া জীবনে দ্বিতীয়বার একই ম্যাচে ৫টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

২০১৬ সালের ১৮ জুন তারিখে জিম্বাবোয়ের বিরুদ্ধেই তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৫ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একই ম্যাচে ৫টি উইকেট নেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়েন। ২০১৭ সালে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে বিশ্বের সমস্ত দেশগুলির সঙ্গে খেলে মোট ২৩ টি উইকেট নেন।

আইপিএল

চাহাল ২০০৮ সালে ‘মুম্বাই ইন্ডিয়ানস’-এর সঙ্গে তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেন। তিনটি সিজনে ‘মুম্বাই ইন্ডিয়ানস’-এর হয়ে শুধুমাত্র একটি আইপিএল খেলার সুযোগ পান তিনি। শুধু তাই নয় তাঁকে বেশিরভাগ সময়েই বেঞ্চে বসে থাকতে দেখা যায়। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ানসের প্রায় সবগুলি ম্যাচেই খেলার সুযোগ পান চাহাল। ২০১৪ সালের আইপিএল নিলামে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ ১০ লক্ষ টাকা দিয়ে চাহালকে দলে নেয়। এখান থেকেই শুরু হয় তাঁর উত্থান। আরসিবি-এর হয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে আরসিবি দলে নিজের জায়গা পাকা  করে ফেলেন তিনি। পাশাপাশি আইপিএল-এর পারফর্ম্যান্সের মাধ্যমেই ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের নজরও নিজের দিকে ঘুরিয়ে নেন।

দাবা ক্যারিয়ার

ক্রিকেটই চাহালের একমাত্র প্রতিভা নয়। ক্রিকেটে নিজেকে প্রমাণ করার আগেই তিনি দাবা খেলতেন। চাহাল বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দুর্ভাগ্য বশত একজন স্পনসর খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে এই খেলা ছেড়ে দিতে হয়। তবে আজও চাহালের নাম বিশ্ব দাবা ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে।

রেকর্ড

২০১৬ সালে সবচেয়ে বেশি টি-২০ উইকেট সংগ্রাহক – মোট ২৩টি

আইসিসি মেনস টি-২০ পারফরম্যান্স অফ দ্য ইয়ার (ভারত) (৬/২৫ বনাম ইংল্যান্ড)

IPL 2024 RR vs DC: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল, কী করলেন দিল্লির বিরুদ্ধে?

দিল্লি: প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন ভারতীয় লেগ স্পিনার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একাদশ বোলার হিসাবে ৩৫০ উইকেট শিকারি চাহাল।

আরও পড়ুন: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করছিলেন তখন ঋষভ পন্থ। চাহালের বলে সুইপ মারতে গিয়ে ফাইন লেগে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন পন্থ। তাঁর উইকেট নিয়ে প্রথম ভারতীয় হিসাবে ৩৫০ উইকেটের মালিক হয়ে গেলেন চাহাল। ৩০১টি টি২০ ম্যাচে ৩৫০টি উইকেট নিলেন চাহাল। ভারতীয়দের মধ্যে এই তালিকায় চাহালের পরে ৩১০টি উইকেট নিয়ে দুই নম্বরে আছেন পীযূষ চাওলা, ৩০৬টি উইকেট নিয়ে তিনে রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে ২৯৭টি উইকেট নিয়ে আছেন পেসার ভূবনেশ্বর কুমার।

আরও পড়ুন: বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করা হয়নি, রাগে বিয়ে ভেঙে দিল বরের পরিবার

তবে দিল্লির বিরুদ্ধে দিনটা ভাল গেল না চাহালের। চার ওভারে মাত্র ১টি উইকেট নিয়ে চাহাল খরচ করেছেন ৪৮ রান। শুধুমাত্র শেষ ওভারেই তিনি দিয়েছেন ৪১। চলতি আইপিএলে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে রয়েছেন চাহাল, কিন্তু বিশ্বকাপে ভারতকে চিন্তায় রাখবে তাঁর ইকোনমি রেট। ২০২৪-এর আইপিএলে ওভার প্রতি ৯.৯০ রান দিয়েছেন যুযবেন্দ্র চাহাল।

Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড।  (Photo Courtesy- AP)
ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল। (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা।  (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা। (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান  রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার।  (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার। (Photo Courtesy- AP)

Yuzvendra Chahal: এক মহিলা কাঁধে তুলে নিলেন যুজবেন্দ্রকে, পাঁইপাঁই করে ঘোরাচ্ছিলেন, হাত-পা ছুঁড়ে নামিয়ে দেওয়ার আবেদন, রইল ভিডিও

মুম্বই:   সময়টা ভাল যাচ্ছে না চাহালের, একে জাতীয় দলে সুযোগের দরজা আর খুলছে না৷ তারপর আবার এ কী কাণ্ডের ভিডিও চোখের সামনে চলে এল৷  টিম ইন্ডিয়া ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। নিজে মজা করতে কোনও কসরতই বাকি রাখেন না তিনি। তাঁকে প্রায়ই তাঁর বন্ধুদের সাথে পার্টি করতে দেখা যায়। দিন কয়েক আগে চাহালকে কুস্তিগীর সঙ্গীতা ফোগাতের সঙ্গে দেখা গেছে। যেখানে রেসলার সঙ্গীতাকে তাকে কাঁধে তুলে নিয়ে পাঁইপাঁই করে ঘোরাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যা ফ্যানরা দেখে অবাক হয়ে যাচ্ছেন৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ফানি ভিডিও।  সঙ্গীতা ফোগাটকে চাহালকে কাঁধে তুলে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে। এ সময় তাঁর সঙ্গে আরও অনেকে রয়েছেন। যাঁরা দেখছেন তাঁরা হাসছেন৷  সঙ্গীতা চাহালকে খুব দ্রুত বাঁইবাঁই করে ঘোরাচ্ছেন৷

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Funny Video)

 

View this post on Instagram

 

A post shared by TheSootr (@thesootr)

ভিডিওতে চাহালকেও নার্ভাস দেখা যাচ্ছে। ভিডিওটি কোথা থেকে এল,  ভিডিওটির পুরো বিষয়টি পরিষ্কার নয়। ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি কোনও ক্লাব বা বারের ছাদ থেকে তোলা ভিডিও।

আরও পড়ুন – Drone Didi Yojona 2024: ‘ড্রোন দিদি’ হয়ে দ্রুত আয় করুন লক্ষ-লক্ষ টাকা, প্রধানমন্ত্রীর এই স্কিম মহিলাদের জন্য কামাল

যুজবেন্দ্র চাহাল তাঁর শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন প্রায় এক বছর আগে। তিনি গত ৬ মাস টি-টোয়েন্টি দলের বাইরেও রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সম্প্রতি নির্বাচিত টি-টোয়েন্টি সিরিজের জন্যও চাহালকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। ২০২২ সালের এশিয়া কাপের পরে  তিনি দলে অনিয়মিত৷

Viral Video: মহিলা কুস্তিগিরের কাঁধে ‘ঘুরছেন’ ভারতীয় তারকা ক্রিকেটার! নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

২২ গজে সময়টা খুব একটা ভাল যাচ্ছে দেশের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের। ২০২৩-এর অগাস্টের পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। ভারতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিও খুইয়েছেন টি-২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের মালিক। তবে এরই মধ্যে চাহলের একটি ভিডিও নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুজবেন্দ্র চাহল। সেখানে উপস্থিত ছিলেন দেশের তারকা মহিলা কুস্তিগির সঙ্গীতা ফোগট। চাহল ও সঙ্গীতার আড্ডা দেওয়ার সময়ই ঘটে সেই ঘটনা। আকস্মিক চাহলকে ঘাড়ে তুলে নেন সঙ্গীতা। তারপর কয়েক পাক বন-বন করে ঘোড়াতে থাকেন। যা দেখে চাহল তো বটেই, অন্যান্য অতিথিদের হেসে পেটে খিল ধরে যায়।

তবে সঙ্গীতা চাহলকে কয়েক পাক ঘোড়ানোর পর তারকা ক্রিকেটারের মাথা চক্কর খেতে শুরু করে। সেই সময় চাহল সঙ্গীতাকে অনুরোধ করে নামিয়ে দেওয়া র জন্য। কিন্তু যেইভাবে চাহলকে কাঁধে তুলে ঘুড়িয়েছেন সঙ্গীতা তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Tadka Bollywood (@tadka_bollywood_)

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বাদ ৩ মহাতারকা! জায়গা পাবেন কোহলি? টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে মহাচমক! জানুন বিস্তারিত

প্রসঙ্গত, ভারতীয় দল থেকে দূরে থাকলেও আসন্ন আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন চাহল। রাজস্থান রয়্যালস দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আর জাতীয় দলের ফেরার জন্য আইপিএল-ই চাহলের কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। টি-২০ বিশ্বকাপের আগে আইপিএলে নিজের সেরাটা দিয়ে ভারতীয় দলের কামব্যাক করার বার্তা দিতে তৈরি হচ্ছেন চাহল।

বিশ্বকাপে খারাপ খেলায় বাদ সূর্যকুমার যাদব! দলে ফিরলেন ‘অবহেলিত’ ২ ক্রিকেটার

দিল্লি: ৩০ নভেম্বর আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রোটিয়া সফরে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আলাদা আলাদা অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক চমক দিয়েছেন নির্বাচকরা।

বিশ্বকাপে সূর্যকুমার যাদবের খারাপ পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে অধিনায়ক করা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্য। কিন্তু প্রোটিয়া সফরে ওডিআই সিরিজে দলে রাখা হয়নি সূর্যকুমার যাদবকে। ওডিআইতে লাগাতার খারাপ খেলার ফলেই সূর্যকুমার যাদবকে ছাঁটাই করা হয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

অন্যদিকে, ওডিআই সিরিজে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহল। ন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় বেশ আলোচনায় ছিলেন স্যামসন। ওই সিরিজ থেকে তাকে উপেক্ষা করা হয়। এছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলও দীর্ঘ দিন ধরে উপেক্ষিত ছিল ভারতীয় দলে। তিনিও দক্ষিণ আফ্রিকার সফরে ওডিআই সিরিজে দলে জায়গা পেয়েছেন।

অন্যদিকে, টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে লাগাতার ভাল পারফরম্যান্সের ফল পেয়েছেন রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে দলে রয়েছেন কেকেআর তারকা। এবার ৫০ ওভারের ক্রিকেটেও নিজের ক্যারিশ্মা দেখাতে মুখিয়ে রয়েছেন

আরও পড়ুনঃ Mohammed Shami: বিশ্বকাপের পরই শামির খেলা নিয়ে ধোঁয়াশা! কী হল তারকা পেসারের

দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান , অর্শদীপ সিং, দীপক চাহার।

India vs Australia T20 Series: দল থেকে বাদ টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার! সোশ্যাল মিডিয়ায় করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট

কলকাতা: টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আইপিএলের ইতিহাসেও সফলতম বোলার তিনি। অভিজ্ঞতার নিরিখেও অনেকের থেকে এগিয়ে। কিন্তু তারপরও বারবার অবিচারের শিকার যুজবেন্দ্র চাহল। একদিনের বিশ্বকাপের দলে সুযোগ হয়নি। এবার বাদ পড়লেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকেও।

তবে এই প্রথম নয়। এর আগেও বারবার ‘বলির পাঠা’ বানানো হয়েছে যুজবেন্দ্র চাহলকে। আগে নিজের বিরক্তি বা হতাশার বহিঃপ্রকাশ করলেও এখন আর তা করেন না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি হাসি মুখের ইমোজি শেয়ার করেছেন তারকা লেগ স্পিনার।

এর আগেও দলে সুযোগ না পেয়ে ইমোজি শেয়ার করেছেন চাহল। দলে সুযোগ না পাওয়ার কারণে এই ইমোজি কিনা তা স্পষ্ট না হলেও, দল ঘোষণার পরই তা শেয়ার করেন চাহল। আর এতেই দুইয়ে-দুইয়ে চার করে নেন সকলে। অনেকের মতে, হাসি মুখের ইমোজি দিয়ে চাহল বোঝাতে চেয়েছেন আগে কষ্ট হতো এখন এ সব সয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ 5 Indian Players May Announce retirement: শীঘ্রই অবসর নিতে চলেছেন ৫ ভারতীয় মহাতারকা! যারা সকলেই খেলেছেন বিশ্বকাপে

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার।

Viral Video: ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ! ফিল্মি কায়দায় কাকে প্রেম নিবেদন করলেন চাহল, ভাইরাল ভিডিও

জয়পুর: ভারতীয় ক্রিকেট দলের দম্পতিদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা। বিয়ের আগে প্রেম চলাকালীন থেকেই আলোচনায় এই জুটি। মাঝে একবার তাদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে তা যে শুধুই গুজব, তা পরিষ্কার করে দিয়েছিলেন চাহল-ধনশ্রী জুটি। এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন যুজবেন্দ্র চাহল। তাহলে কী চাহল-ধনশ্রী জুটির বিচ্ছেদ আসন্ন?

তবে ভয়ের কোনও কারণ নেই। পুরো কাণ্ডটাই মজার ছলে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সম্পূর্ণ মজার ছেলে। যুজবেন্দ্র চাহলের আইপিএল দল রাজস্থান রয়্যালসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন চাহল। সঙ্গে রয়েছেন জস বাটলার। কোলে রয়েছে বাটলারের মেয়ে। সেখানেই দেখা যায় বাটলারকে মজার ছলে প্রপোজ করছেন চাহল। বলেন, ‘‘জস ভাই, তোমাকে ভালবাসি। গত বছর যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকেই তোমার জন্য আমার মন কেমন করে। রোজ রাতে তোমাকে স্বপ্নে দেখি। তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে?’’ সেই সময় আশেপাশে উপস্থিত প্লেয়ারদেরও হাসতে দেখা যায়।

আরও পড়ুনঃ IPL 2023: কোন দল হবে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন, এনার ভবিষ্যদ্বাণী শুনলে চমকে যাবেন

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চাহল ও বাটলরের মজার ভিডিও নেট দুনিয়ায় হাসির রোল তুলেছে। ভিডিওটিতে পরেছে অসংখ্য লাইক ও কমেন্ট। রাজস্থান রয়্যালসে জস বাটলার ও যুজবেন্দ্র চাহলের সম্পর্কে খুবই ভালো। দুজনকে গত মরসুমেও নানা মজা করতে দেখা গিয়েছে। শুধু বাটলার নয়, স্ত্রী ধনশ্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

মাগো ওঁরা সব মাতাল! চাহাল -নেহারা এ কী করছেন, ফ্যানরা করে দিলেন ভাইরাল ভিডিও

#আহমেদাবাদ: আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্স গত মাসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে নিজেদের অভিষেক মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে বাইশ গজের লড়াই হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের৷  কিন্তু ম্যাচের পর রয়্যালস লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরাকে পার্টির পরে একসঙ্গে দেখা গিয়েছিল৷ এই অবধিও কোনও অসুবিধা ছিল না৷ কিন্তু দুজনেই নাকি এই সময় মাতাল ছিলেন৷ ফ্যানরা নিজেদের ফোনে তারকাদের ছবি বন্দী করছিল তখন  ফ্যানদের মনে হয়  দু’জনেই ‘মাতাল’ ছিল কি!

রয়্যালস ফাইনালে হারলেও যুজবেন্দ্র চাহাল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন। তবে সে সময়ের একটি ভাইরাল ভিডিও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷  যেখানে যুজবেন্দ্র চাহাল এবং আশিস নেহরাকে একটি হাস্যকর কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা গেছে। ভিডিওতে, দেখা যাচ্ছে গুজরাতের কোচ নেহরা চাহালকে তাঁর সঙ্গে বাসে উঠতে অনুরোধ করছেন কিন্তু রাজস্থান রয়্যালস লেগি স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে যাওয়ার জন্য জোর দিচ্ছেন৷

তাঁদের কথোপকথন খানিকটা এরকম ছিল…

“আবে তু ইধার বাস মে আ (আরে তুই আমার সঙ্গে এদিকে বাসে আয়)”, নেহরা এই কথা চাহালকে বলেছিলেন। এর উত্তরে চাহাল জবাব দেন, “বাস মে না জানা মুঝে (আমি বাসে যেতে চাই না।”)

“বিবি কো কাঁহা  ছোর দু – (কীভাবে বউকে ছেড়ে দিই)”,  কারণ হিসেবে তারকা লেগ-স্পিনার  কারণও জানিয়েছিলেন।

এরপর  প্রাক্তন ভারতীয় পেসার উত্তর দিয়েছিলেন, “বিবি ভি আয়েগি হামারে সাথ বাস মে (বউও আমাদের সঙ্গে বাসে আসবেন)।”
এখানে যুজবেন্দ্র চাহাল এবং আশিস নেহরার ভাইরাল ভিডিও দেখুন…

এই ভিডিওকে একেবারেই সাদা চোখে দেখছেন না ফ্যানরা৷ ভক্তদের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় প্লাবিত হয়েছ৷ কেউ জিজ্ঞাসা করছেন এই জুটি মাতাল কিনা। কারোর মন্তব্য ছিল, “দোনো (দুজনেই) ফুল টাইট”, “ওরা মাতাল”, “যুজি হাই”, “যুজি মাতাল”, “চাহাল অন্যরকম লাগছে, নাশে মে হ্যায় কেয়া ভাই ! “

আইপিএল ২০২২ এ চাহাল ৭.৭৫ ইকোনমিতে ৫/৪০ এর সেরা বোলিং পরিসংখ্যান সহ ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন। তিনি টুর্নামেন্টে হ্যাটট্রিকও করেছিলেন, যেটি তিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন। ৩১ বছর বয়সী যুজবেন্দ্র চাহাল এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে  আশিস নেহরার সঙ্গে কাজ করেছেন।

লেগ-স্পিনার এখন ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ যা বৃহস্পতিবার ৯ জুন দিল্লিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছেন৷

Kuldeep Yadav vs Yuzvendra Chahal : দুই রিস্ট স্পিনারকে কেন্দ্র করে আজ জমজমাট আইপিএলের লড়াই! চোখ রাখুন

#মুম্বই: গত একটা বছর খুব খারাপ সময় গিয়েছিল তার। কেকেআর দল থেকে ছেড়ে দেওয়ার পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ছোটবেলার কোচ এবং পরিবার পাশে থাকায় ক্রিকেট থেকে সরে যাননি। অস্ত্রোপচার করেও মাঠে ফিরেছেন। এবারের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। মুখের ওপর জবাব দিয়েছিলেন নাইট কর্তৃপক্ষকে। তাকে ছেড়ে দিয়ে ভুল করেছিল কেকেআর প্রমাণ করেছেন কুলদীপ যাদব।

আরও পড়ুন – Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন

বুধবার ফের পঞ্জাব কিংসের বিরুদ্ধে কুলদীপই ম্যাচের সেরা হয়েছেন। তাঁর বোলিং হিসেব ৪-০-২৪-২। ফিরিয়ে দেন কাগিসো রাবাডা এবং নেথান এলিসকে। ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে কুলদীপ নিজের দু’টি উইকেটের জন্যই কৃতিত্ব দিয়েছেন তাঁর অধিনায়ক ঋষভ পন্থকে। ঋষভই নাকি তাঁকে একটি বিশেষ কৌশল নিতে বারবার বলে যাচ্ছিলেন। কুলদীপ নিজে যা প্রথমে করতে চাননি।

শেষপর্যন্ত অবশ্য তিনি অধিনায়কের পরামর্শ শুনে বল করেই এলিসকে বোল্ড করেন। চায়নাম্যান স্পিনার মনে করেন, ক্রিকেট তাঁর পুনর্জন্মের নেপথ্যে ঋষভের উৎসাহ খুবই কাজে এসেছে। তাঁর ভাল লাগে, বোলারেরা রান দিয়ে ফেললেও অধিনায়ক হতাশ হন না দেখে। প্রাক্তন এই ‘নাইট’ যোগ করেছেন, এই মুহূর্তে নিজের বোলিং দারুণ উপভোগ করছি। এবং সেটা বহুদিন বাদে।

এবার আমার এত উইকেট পাওয়ার জন্য সব কৃতিত্ব প্রাপ্য ঋষভের।

ও সবসময় স্পিনারদের সাহয্য করে। এবং সেটা একেবারে শেষ পর্যন্ত করে যায়। যা যে কোনও বোলারকেই আত্মবিশ্বাসী করে তোলে। আমি নিজেকে দিয়ে সেটা বুঝেছি। নতুন দলের হয়ে খেলতে নেমে সাড়া ফেলেছেন আর এক ভারতীয় স্পিনারও। তিনি যুজ়বেন্দ্র চহাল। আজ, শুক্রবার, আইপিএলের মঞ্চে আবার একসঙ্গে দেখা যাবে কুল-চাকে। তবে জুটি হিসেবে নয়, তাঁরা খেলবেন পরস্পরের বিরুদ্ধে।

দিল্লি ক্যাপিটালসের যদি থাকে কুলদীপ যাদব, তবে রাজস্থান রয়্যালসের আছে যুজ়বেন্দ্র চহাল। যিনি আগের ম্যাচে এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নিয়ে রাজস্থানকে জিতিয়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১৩ উইকেট পেয়ে দু’নম্বরে আছেন কুলদীপ। আর ১৭ উইকেট পেয়ে শীর্ষে লেগস্পিনার চহাল। দুই ‘রিস্টস্পিনার’ই ছ’টি করে ম্যাচ খেলেছেন।

১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ

#মুম্বই: বেশ রেগে গেছেন বীরেন্দ্র সেহওয়াগ৷ সম্প্রতি রাজস্থান রয়্যালসের একটি ভিডিওতে যুজবেন্দ্র চাহাল বলেছেন যে তিনি যখন মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তখন তাঁকে ১৫ তলার বারান্দা থেকে এক প্লেয়ার মদ্যপ অবস্থায় তাঁকে ঝুলিয়ে দিয়েছিলেন৷

রাজস্থান রয়্যালস নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার হয়েছে৷ যাতে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়েক নিয়ে কথা বলতে দেখা গেছে৷ এই কথাবার্তার দরুণ চাহাল এক ভয়ানক গল্প শেয়ার করেছেন৷ তিনি বলেছেন, ২০১৩ সালে আইপিএলের সময় তাঁর প্রাণ বেরিয়ে গিয়েছিল৷

আরও পড়ুন – IPL 2022: আর বল করতে হবে না, হঠাৎই ওভারের মধ্যে দিল্লির তারকা বোলারকে থামালেন আম্পায়ার

যুজবেন্দ্র চাহাল এই ভিডিওতে বলেন, ‘‘আমি আমার এই গল্প কাউকে শোনাইনি৷ কিন্তু এখন লোক এই বিষয়ে জানবে৷ এটা ২০১৩ সালের গল্প৷ যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলাম৷ আমাদের একটা ম্যাচ ব্যাঙ্গালোরে ছিল৷ ম্যাচের পর একটা পার্টি ছিল৷ সেখানে একজন বিদেশি ক্রিকেটার ছিল৷ সে নেশায় একেবারে চুর ছিল৷ ও অনেকক্ষণ আমায় দেখছিল৷ অনেকক্ষণ ধরে আমায় দেখছিল৷ তারপর আমাকে নিজের কাছে ডাকে৷’’
দেখে নিন যুজবেন্দ্র চাহালের ভিডিও৷

চাহাল আরও জানিয়েছেন, ‘‘ওই বিদেশি ক্রিকেটার আমায় বাইরে নিয়ে যান, আর আমায় ১৫ তলার বারান্দা থেকে আমাকে ঝুলিয়ে দেন৷ আমি দু হাত দিয়ে ওই ক্রিকেটারের গলা ধরে আঁকড়ে ছিলাম৷ যদি একটুও হাত ছেড়ে  যেত তাহলে ১৫ তলা থেকে পড়ে যেতাম৷ ওখানে অনেক লোক ছিল৷ তারা এই ঘটনা দেখতে পায়৷ তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে পরিস্থিতি সামলে নেয়৷ আমি অজ্ঞান হয়ে যাই৷ তারপর আমায় জল খাওয়ায়৷ ওই দিন আমি বুঝতে পারি বাইরে বেরোলে কতটা সতর্ক হওয়া প্রয়োজন৷ ’’ তিনি আরও বলেন, ‘‘তো এরকম একটা ঘটনা ছিল৷ যাতে আমার মনে হয় আমি মরতে মরতে বেঁচে গেছি৷ কারণ সামাণ্য ভুলেই মাটিতে পড়ে যেতাম ওত উঁচু থেকে৷’’

এই ঘটনা জানার পরেই বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন এটা মারাত্মক আঁতকে ওঠার মতো ঘটনা৷ চাহাল নিজের এই প্রাণ ভয়ের কাহিনী বর্ণনা করার পরে প্রথম হাইপ্রোফাইল চরিত্র এই নিয়ে সামনে কমেন্ট করলেন৷

তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, ‘‘গুরুত্বপূর্ণ এটা যে সেই প্লেয়ারের নাম সামনে আসুক৷ যুজবেন্দ্র চাহাল যে মদ্যপের কথা বলেছে৷ এটা সত্যি হলে এটা মজা হিসেবে কখনই ভাবা উচিত নয়৷ জানা উচিত কি হয়েছিল এবং এই ঘটনার গুরুত্ব বিচার করে খতিয়ে দেখা হক৷ ’’

এই নিয়ে যুজবেন্দ্র চাহাল এই বছরে জুনিয়র ক্রিকেটারদের ওপর হওয়া অত্যাচারের বিবরণ দিলেন৷ এর আগে আরসিবি পডকাস্টে বলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন তাঁর মুখে টেপ দিয়ে আটকে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সে থাকাকালীন৷