Category Archives: উত্তর দিনাজপুর

Uttar Dinajpur News: মৌচাকে ঢিল! বিকৃত আনন্দের চরম পরিণতি, মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

উত্তর দিনাজপুর: মৌচাকে ঢিল মেরেছেন তো মরছেন! গ্রামবাংলায় এই কথাটা আজও বহুল প্রচলিত। কিন্তু এই প্রচলিত কথাটাই যে কতটা সত্যি তা টের পাওয়া গেল হেমতাবাদে। একদল কৃষক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মৌচাক দেখে শিশুদের সারল্য পেয়ে বসে। ঢিল মারতে থাকেন। আর তাতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। মৌচাকে ঢিল পড়তেই ক্ষিপ্ত মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে ওই কৃষকদের। আর তাতেই প্রাণ হারালেন ইমাম বদরুল জামান নামে এক কৃষক।

আরও পড়ুন: বিষ্ণুপুর বিলে করুণাময়ী মায়ের সন্ধ্যা আরতি, ভিডিও দেখুন

উত্তর দিনাজপুরের হেমতাবাদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৌমাছির আক্রমণ থেকে বাকি কৃষকরা কোনরকমে বেচেঁ গেলেও ইমাম বদরুল জামানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। হেমতাবাদের বাহারাইল ফরেস্ট এলাকার রাজ্য সড়কের উপরে বাড়ি ইমাম বদরুল জামানের। বাকি কৃষকদের সঙ্গে সাইকেলে করে বাড়ি ফেরার সময় মৌচাকে তিনিও ঢিল ছুঁড়েছিলেন। ঘটনাটি বাহারাইল ফরেস্ট এলাকাতেই ঘটে। বাকি কৃষকরা জানিয়েছেন, মৌচাকে ঢিল মারলে মৌমাছির ঝাঁক ছেঁকে ধরে বদরুলকে। মৌমাছির কামড়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

এরপর স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। তাঁরা কাপড় জড়িয়ে তড়িঘড়ি ওই কৃষককে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বদরুল জামানকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পিয়া গুপ্তা