সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে আরজি করের মর্গে হানা দিল সিবিআই৷

Sandip Ghosh মৃতদেহ নিয়ে সত্যিই এই কেলেঙ্কারি চালাতেন সন্দীপ? আরজি করের মর্গে হানা দিল সিবিআই

কলকাতা: এবার আরজি কর হাসপাতালের মর্গে হানা দিল সিবিআই-এর তদন্তকারী দল৷ এ দিন বেলা ১২টা নাগাদ নিজাম প্যালেস থেকে পাঁচ সদস্যের একটি সিবিআই-এর দল আরজি কর হাসপাতালে আসে৷ সরাসরি হাসপাতালের মর্গে চলে যান তদন্তকারী আধিকারিকরা৷

সূত্রের খবর, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তেই এ দিন হাসপাতালে আসেন সিবিআই-এর আর্থিক দুর্নীতি দমন শাখার অফিসাররা৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ তার মধ্যে অন্যতম অভিযোগ ছিল হাসপাতাল থেকে মৃতদেহ পাচার করার৷ সেই অভিযোগের তদন্ত করতেই এ দিন হাসপাতালের মর্গে যান সিবিআই আধিকারিকরা৷

হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যে অভিযোগ করেছিলেন, তার মধ্যে মর্গ থেকে বেওয়ারিশ দেহ পাচারের অভিযোগও ছিল৷ এ দিন আখতার আলিকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ সিবিআই-এর দল আসার পরই এ দিন হাসপাতালের মর্গে আসেন হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

এ দিনের সিবিআই হানা প্রসঙ্গে হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘যেহেতু আমি ফরেন্সিক বিশেষজ্ঞ তাই আমার কাছে জানতে চাওয়া হয়েছিল এই মর্গের পরিকাঠামো এবং মাপ সংক্রান্ত তথ্য । কটি কুলিং চেম্বার রয়েছে, সেখানে কী পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ করা হয় , ব্যবচ্ছেদ কক্ষের পরিকাঠামোগত বিষয় নিয়েও জানতে চাওয়া হয়। ময়নাতদন্তের আগে না পরে কুলিং চেম্বারে মৃতদেহ রাখা হয়, এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়।’

আরও পড়ুন: আগুন জ্বালানোর হুঁশিয়ারি মমতার, জবাব দিলেন হিমন্ত! ক্ষমা চান, দাবি তুললেন বীরেন সিংও

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্তের পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তেও নেমেছে সিবিআই৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতেও হানা দিয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই৷

অন্যদিকে এ দিনও সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই৷ এই নিয়ে টানা তেরো দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই-এর তদন্তকারীরা৷ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করা হয়েছে৷