গরমকালে অনেক সময়ই বাড়িতে প্রায় সারা দিনই ফ্যান চালিয়ে রাখতে হয়৷ এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ ফ্যান চালানো উচিত?

Ceiling Fan: ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে? কোন ‘নম্বরে’ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে? জেনে নিন বিল বাঁচানোর সুপারহিট ফর্মুলা

হুড়মুড় করে চড়ছে পারা। গ্রীষ্ম ঘরে ঢুকে পড়েছে প্রবলভাবে। এসি-ফ্যান ছাড়া থাকার কোনও সুযোগ নেই প্রায়। আর গরমকাল মানেই সেই দিনরাত মাথার উপর বোঁ বোঁ করে ঘুরছে ফ্যান। তবে এর ফলে ক্রমশ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুৎ বিল।
হুড়মুড় করে চড়ছে পারা। গ্রীষ্ম ঘরে ঢুকে পড়েছে প্রবলভাবে। এসি-ফ্যান ছাড়া থাকার কোনও সুযোগ নেই প্রায়। আর গরমকাল মানেই সেই দিনরাত মাথার উপর বোঁ বোঁ করে ঘুরছে ফ্যান। তবে এর ফলে ক্রমশ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুৎ বিল।
যদিও পাখা বা ফ্যানের গতি কমে গেলে বিদ্যুৎ বিল কম আসবে বলে একটা সাধারণ ধারণা রয়েছে। এ জন্য রেগুলেটর ৫ এর পরিবর্তে ৪ নম্বরে রেখে ফ্যান চালানোর কথা বলা হয় অনেক সময়। কিন্তু সত্যিই কি তাই?
যদিও পাখা বা ফ্যানের গতি কমে গেলে বিদ্যুৎ বিল কম আসবে বলে একটা সাধারণ ধারণা রয়েছে। এ জন্য রেগুলেটর ৫ এর পরিবর্তে ৪ নম্বরে রেখে ফ্যান চালানোর কথা বলা হয় অনেক সময়। কিন্তু সত্যিই কি তাই?
একটি ফ্যান কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ভর করে তার গতির উপর। কিন্তু আপনি কি জানেন ২ বা ৩ নম্বর ফ্যান চালালে কত বিদ্যুৎ খরচ হয় এবং একই ফ্যান ৪ বা ৫ নম্বরে চালালে কত বিদ্যুৎ খরচ হবে? প্রশ্ন হল, কম সংখ্যায় ফ্যান চালালে বিদ্যুৎ বিল কি কমে যায় আদতে? চলুন এ সম্পর্কে বিস্তারিত বাস্তব জেনে নেওয়া যাক।
একটি ফ্যান কতটা বিদ্যুৎ খরচ করবে তা নির্ভর করে তার গতির উপর। কিন্তু আপনি কি জানেন ২ বা ৩ নম্বর ফ্যান চালালে কত বিদ্যুৎ খরচ হয় এবং একই ফ্যান ৪ বা ৫ নম্বরে চালালে কত বিদ্যুৎ খরচ হবে? প্রশ্ন হল, কম সংখ্যায় ফ্যান চালালে বিদ্যুৎ বিল কি কমে যায় আদতে? চলুন এ সম্পর্কে বিস্তারিত বাস্তব জেনে নেওয়া যাক।
মনে রাখবেন, যে ফ্যানগুলির সঙ্গে একটি রেগুলেটর এমন থাকে যা ভোল্টেজ হ্রাস করে গতি নিয়ন্ত্রণ করে সেগুলি কিন্তু কোনও ভাবেই বিদ্যুতের খরচ কমায় না। রেগুলেটর ভোল্টেজ কমিয়ে দেয় যাতে আপনার ফ্যান কম শক্তি খরচ করে কিন্তু এটি কোনও ভাবেই বিদ্যুৎ সাশ্রয় করে না।
মনে রাখবেন, যে ফ্যানগুলির সঙ্গে একটি রেগুলেটর এমন থাকে যা ভোল্টেজ হ্রাস করে গতি নিয়ন্ত্রণ করে সেগুলি কিন্তু কোনও ভাবেই বিদ্যুতের খরচ কমায় না। রেগুলেটর ভোল্টেজ কমিয়ে দেয় যাতে আপনার ফ্যান কম শক্তি খরচ করে কিন্তু এটি কোনও ভাবেই বিদ্যুৎ সাশ্রয় করে না।
নিয়ন্ত্রক শুধুমাত্র একটি প্রতিরোধক হিসাবে কাজ করে। অতএব, আপনি যদি মনে করেন যে ২ বা ৩ নম্বরে ফ্যান চালালে কম বিদ্যুৎ খরচ হবে, তবে তা মোটেও এক্ষেত্রে সত্যি নয়। এটি ৫ নম্বর গতির সমান বিদ্যুৎ খরচ করবে।
নিয়ন্ত্রক শুধুমাত্র একটি প্রতিরোধক হিসাবে কাজ করে। অতএব, আপনি যদি মনে করেন যে ২ বা ৩ নম্বরে ফ্যান চালালে কম বিদ্যুৎ খরচ হবে, তবে তা মোটেও এক্ষেত্রে সত্যি নয়। এটি ৫ নম্বর গতির সমান বিদ্যুৎ খরচ করবে।
ফ্যানের গতি কম রাখার পিছনের রেগুলেটর: বাস্তব সত্য হল, রেগুলেটর যেকোনও ফ্যানেরই গতি নিয়ন্ত্রণ করে। এবার এই রেগুলেটরটি কেমন তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়। বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। একটি নিয়ন্ত্রক বা রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি এর বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।
ফ্যানের গতি কম রাখার পিছনের রেগুলেটর: বাস্তব সত্য হল, রেগুলেটর যেকোনও ফ্যানেরই গতি নিয়ন্ত্রণ করে। এবার এই রেগুলেটরটি কেমন তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়। বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। একটি নিয়ন্ত্রক বা রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি এর বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।
বলা হয় এই ধরণের রেগুলেটর থাকলে ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কমে আসবে। অন্যদিকে, অন্য বেশ কিছু ধরণের রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনও বিদ্যুৎ সাশ্রয় হয় না। অর্থাৎ, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার বিদ্যুৎ খরচ প্রভাবিত হয় না।
বলা হয় এই ধরণের রেগুলেটর থাকলে ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কমে আসবে। অন্যদিকে, অন্য বেশ কিছু ধরণের রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনও বিদ্যুৎ সাশ্রয় হয় না। অর্থাৎ, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার বিদ্যুৎ খরচ প্রভাবিত হয় না।
ইলেকট্রনিক রেগুলেটর: এগুলি বিশেষ ধরনের নিয়ন্ত্রক, যা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রেগুলেটরগুলির আকার সাধারণ রেগুলেটরের চেয়ে বড়।
ইলেকট্রনিক রেগুলেটর: এগুলি বিশেষ ধরনের নিয়ন্ত্রক, যা বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রেগুলেটরগুলির আকার সাধারণ রেগুলেটরের চেয়ে বড়।
এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে একান্তই চাইলে কিন্তু সেই ব্যবহারকারীকে বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে হবে। যদিও জেনে রাখা ভাল এই ধরণের ইলেকট্রিক রেগুলেটরগুলি সাধারণ নিয়ন্ত্রক বা রেগুলেটরের চেয়ে বেশি ব্যয়বহুল।
এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে একান্তই চাইলে কিন্তু সেই ব্যবহারকারীকে বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে হবে। যদিও জেনে রাখা ভাল এই ধরণের ইলেকট্রিক রেগুলেটরগুলি সাধারণ নিয়ন্ত্রক বা রেগুলেটরের চেয়ে বেশি ব্যয়বহুল।
কোথায় কিনতে পাবেন? ইলেকট্রনিক রেগুলেটর খোলা বাজার থেকে কেনা যায়। এছাড়াও, এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও কেনা যেতে পারে সহজেই। এবার জেনে নিলেন এই গরমে কী ভাবে বিদ্যুৎ সাশ্রয় করে বিল নিয়ন্ত্রণে রাখবেন।
কোথায় কিনতে পাবেন? ইলেকট্রনিক রেগুলেটর খোলা বাজার থেকে কেনা যায়। এছাড়াও, এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও কেনা যেতে পারে সহজেই। এবার জেনে নিলেন এই গরমে কী ভাবে বিদ্যুৎ সাশ্রয় করে বিল নিয়ন্ত্রণে রাখবেন।
আজ থেকেই শুরু করুন নতুন নিয়মে ফ্যান চালানো। তবে তার আগে দেখে নিন আপনার বাড়ির সিলিং ফ্যানের রেগুলেটরগুলি কোন ধরণের। প্রয়োজনে ইলেক্ট্রনিক রেগুলেটর আজই কিনে লাগিয়ে নিন।
আজ থেকেই শুরু করুন নতুন নিয়মে ফ্যান চালানো। তবে তার আগে দেখে নিন আপনার বাড়ির সিলিং ফ্যানের রেগুলেটরগুলি কোন ধরণের। প্রয়োজনে ইলেক্ট্রনিক রেগুলেটর আজই কিনে লাগিয়ে নিন।