বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়ি ঘিরে কেন্দ্র বাহিনীর জওয়ানরা

North 24 Parganas News: সকাল থেকে বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কে এই বারিক বিশ্বাস?

বসিরহাট: ভোট মিটতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাতসকালে ইডির হানা। বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও বাড়ির পাশে একটি রাইস মিলে সকাল থেকেই হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনু ভাকেরের! সরবজোতের সঙ্গে এয়ার পিস্তলে এল পুরস্কার

উল্লেখ্য রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে এদিন সকাল থেকে কলকাতা-সহ দুই ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। বিশেষ নজরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাস। তাঁর বসিরহাটের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি। এদিন সকাল থেকেই সেখানে হাজির হয় ইডির একটি বিরাট দল। ৯ জন ইডি আধিকারিক তল্লাশি শুরু করেছেন। বারিক বিশ্বাসের প্রাসাদোপম সেই বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা।

আরও পড়ুন: হাওড়া-মুম্বই মেলে বাড়তে পারে মৃতের সংখ্যা, দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষপ, দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ

উল্লেখ্য, এর আগে সোনা পাচার, গরু পাচার ও কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বসিরহাটের সংগ্রামপুরের ব্যবসায়ী বারিক বিশ্বাসের। ইডি আধিকারিকরা মনে করছেন, রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন বারিক বিশ্বাস। ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দা এই ব্যবসায়ীর নাম এর আগে কয়লা ও গরু পাচার-কাণ্ডেও উঠে এসেছে।