বন্যা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সাহায্যের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী৷

West Bengal floods: রাজ্যকে ৪৬৮ কোটি দিল কেন্দ্র, বন্যায় ক্ষয়ক্ষতি হিসেব করতে আসবে মন্ত্রীদের দল

পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্য সরকারকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার৷ মূলত রাজ্যগুলির জন্য বিপর্যয় মোকাবিলা তহবিল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য অগ্রিম বাবদ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হবে৷ বন্যায় রাজ্যের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে মন্ত্রীদের নিয়ে তৈরি ওই প্রতিনিধি দল৷ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশদে জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের কোনও সাহায্য মেলেনি বলে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের একাধিক জেলার পর উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যের দুই প্রান্তেই বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী৷ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”উত্তরবঙ্গে বন্যা হয়েছে। কোশী নদীর জল নেপাল ছেড়েছে৷ সেই জল বিহার হয়ে বাংলায় আসছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে এর প্রভাব পড়বে। বিহারও ভাসবে৷ বাংলাও ভাসবে৷ ফারক্কায় ড্রেজিং হয় না। ফলে তারাও জল ধরে রাখতে পারে না। ফারাক্কা ব্যারেজ কেন্দ্র দেখে।”