আজ, শনিবার চৈত্র সংক্রান্তি৷ সনাতনী বিশ্বাস মতে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই দিনের পালনীয় কিছু নিয়ম আছে৷ সেগুলি পালন করলে সৌভাগ্য সব সময় সঙ্গী হবে৷ বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

Chaitra Sankranti Rules & Rituals: চৈত্র সংক্রান্তিতে তুলসিগাছে করুন এই কাজ, খান এই খাবার! নতুন বছরে অর্থবৃষ্টি আপনার জীবনে

আজ, শনিবার চৈত্র সংক্রান্তি৷ সনাতনী বিশ্বাস মতে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই দিনের পালনীয় কিছু নিয়ম আছে৷ সেগুলি পালন করলে সৌভাগ্য সব সময় সঙ্গী হবে৷ বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
আজ, শনিবার চৈত্র সংক্রান্তি৷ সনাতনী বিশ্বাস মতে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই দিনের পালনীয় কিছু নিয়ম আছে৷ সেগুলি পালন করলে সৌভাগ্য সব সময় সঙ্গী হবে৷ বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

চৈত্র সংক্রান্তির দিন তুলসিগাছে বা তুলসিমঞ্চে বিশেষ রীতি পালন করা হয়৷ এই দিনে তুলসিগাছে ঝাড়া বাঁধা হয়৷ চৈত্র সংক্রান্তি থেকে এক মাস, বৈশাখ সংক্রান্তি পর্যন্ত এই ঝাড়া বাঁধা থাকে৷
চৈত্র সংক্রান্তির দিন তুলসিগাছে বা তুলসিমঞ্চে বিশেষ রীতি পালন করা হয়৷ এই দিনে তুলসিগাছে ঝাড়া বাঁধা হয়৷ চৈত্র সংক্রান্তি থেকে এক মাস, বৈশাখ সংক্রান্তি পর্যন্ত এই ঝাড়া বাঁধা থাকে৷

 

চৈত্র সংক্রান্তিতে দুপুর ১২ টার মধ্যে স্নান সেরে শুদ্ধ বসনে তুলসিগাছে ঝাড়া বাঁধুন৷ তার আগে তুলসিমঞ্চ পরিষ্কার করে রাখুন৷ বৈশাখভর প্রখর গরমে যাতে তুলসিগাছে জলের অভাব না হয়, তাই এই রীতি পালন করা হয়৷
চৈত্র সংক্রান্তিতে দুপুর ১২ টার মধ্যে স্নান সেরে শুদ্ধ বসনে তুলসিগাছে ঝাড়া বাঁধুন৷ তার আগে তুলসিমঞ্চ পরিষ্কার করে রাখুন৷ বৈশাখভর প্রখর গরমে যাতে তুলসিগাছে জলের অভাব না হয়, তাই এই রীতি পালন করা হয়৷

 

দশকর্মার দোকানে ঝাড়ার সব উপকরণ কিনতে পাওয়া যায়৷ যদি না পান, তাহলে মাটির ঘটে ছিদ্র করে সেটা বাঁধা হয়৷
দশকর্মার দোকানে ঝাড়ার সব উপকরণ কিনতে পাওয়া যায়৷ যদি না পান, তাহলে মাটির ঘটে ছিদ্র করে সেটা বাঁধা হয়৷

 

ঝাড়া বাঁধার আগে মাটির ঘটে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন আঁকুন৷ বৈশাখমাসে মাটির ঘট জলে ভরে রাখুন৷ তাহলে দিনভর ফোঁটা ফোঁটা জল পড়বে তুলসিগাছে৷
ঝাড়া বাঁধার আগে মাটির ঘটে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন আঁকুন৷ বৈশাখমাসে মাটির ঘট জলে ভরে রাখুন৷ তাহলে দিনভর ফোঁটা ফোঁটা জল পড়বে তুলসিগাছে৷

 

চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস জুড়ে তুলসিগাছের সেবা করলে মা লক্ষ্মীর আশীর্বাদে কোনও ধনসম্পদের অভাব হবে না৷ এই দিনে দরিদ্রদের অন্নবস্ত্র ও অর্থদান করুন সাধ্যমতো৷
চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস জুড়ে তুলসিগাছের সেবা করলে মা লক্ষ্মীর আশীর্বাদে কোনও ধনসম্পদের অভাব হবে না৷ এই দিনে দরিদ্রদের অন্নবস্ত্র ও অর্থদান করুন সাধ্যমতো৷

 

চৈত্র সংক্রান্তিতে নিরামিষ খাবার এবং সাত্তিক আহার গ্রহণ করতে বলা হয়৷ শাক সবজি-সহ ৭ রকম তেতো খাওয়ার রীতি আছে বহু পরিবারে৷ মনে করা হয় এতে মরশুমি পরিবর্তনে শরীর সুস্থ থাকে৷
চৈত্র সংক্রান্তিতে নিরামিষ খাবার এবং সাত্তিক আহার গ্রহণ করতে বলা হয়৷ শাক সবজি-সহ ৭ রকম তেতো খাওয়ার রীতি আছে বহু পরিবারে৷ মনে করা হয় এতে মরশুমি পরিবর্তনে শরীর সুস্থ থাকে৷