জাতীয় সড়কে টোটো অটো দৌরাত্ম

Howrah News: জাতীয় সড়কে অটো-টোটোর অবাধ গতি! বাড়ছে দুর্ঘটনা আশঙ্কা

হাওড়া: জাতীয় সড়কে টোটো অটোর দৌরাত্ম, বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা! দিবারাত্রি ব্যস্ত হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়ক। দ্রুত গতিতে ছুটছে যানবাহন। এই সড়কের একদিকে কলকাতা হুগলি, অন্যদিকে মেদিনীপুর। জেলায় প্রায় ৫০-৬০ কিমি এই জাতীয় সড়ক। এই রাস্তার পার্শ্ববর্তীতে কোথাও ঘন জনবসতি কোথাও আবার কল কারখানা।

জাতীয় সড়কের একাধিক স্থানে যুক্ত হয়েছে রাজ্য সড়ক। জাতীয় সড়কে দূরপাল্লার যানবাহন যাতায়াত যাতে বাধা প্রাপ্ত না হয়, সে দিক গুরুত্ব রেখে সড়কের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে ফ্লাইওভার। যার মাধ্যমে আরও কম সময়ে মসৃণভাবে দূর পাল্লার যানবাহন যাতায়াত করে। খুব কম সময়ে দূরবর্তী স্থানে পৌঁছানো যাচ্ছে এই জাতীয় সড়ক ব্যবহার করে। ফ্লাইওভার নির্মাণের ফলে সড়ক দুর্ঘটনার হার কমেছে। সরকারিভাবে পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষে অ্যাওয়ারনেস বা তৎপরতার কারণে গত কয়েক বছরের দুর্ঘটনার কম হয়েছে।

সড়ক দুর্ঘটনার মূল কারণ বেলাগাম গতি, আন অথরাইজ পার্কিং, আন অথরাইজ এনক্লোজমেন্ট, আন অথরাইজ কাটিং সহ নানা কারণ রয়েছে। ইদানিং জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে টোটো অটো মোটর চালিত যানবাহন। ব্যস্ততম জাতীয় সড়কে যত্রতত্র যাত্রী ওঠা নামানো ট্রাফিক নিয়ম অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছে টোটো অটো, মোটর চালিত ভ্যান। রাতের অন্ধকারে আরও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুনঃ North 24 Parganas News: মাঠে নামে ধান রোপনে ব্যস্ত খোদ বিধায়ক! ব্যতিক্রমী ছবি সুন্দরবনে

এ প্রসঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান,”পুলিশের কঠোর নজরদারি এবং সাধারন মানুষ আরও বেশি সতর্কত হলে দুর্ঘটনার হার কমবে।” গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান,”দুর্ঘটনা কম করতে যেমন ট্রাফিক অ্যাওয়ারনেস একই সঙ্গে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে দুর্ঘটনা কমানোর বিশেষ উদ্যোগ। প্রয়োজনে আইনসম্মতভাবে টোটো অটো বা ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্রণ করা হতে পারে।”

রাকেশ মাইতি