Cheapest City of India: বলুন তো ভারতের সবচেয়ে সস্তা শহর কোনটা? পকেটের সঙ্গে সঙ্গে স্বস্তি দেয় চোখকেও…কত নম্বরে আছে কলকাতা?

কলকাতায় বসে আমরা প্রায়শই হাহুতাশ করে থাকি এখানকার জিনিসপত্রের দাম নিয়ে৷ বাজারে আনাজ, সব্জি এমনকি, মাছ-মাংসের মূল্যও গত কয়েক বছরে বেড়ে গিয়েছে কয়েক গুণ৷ এমন অনেক মেট্রো সিটি রয়েছে, যেখানে সাধারণ জীবনযাপন করতে গেলেও আমাদের কমপক্ষে ৬০-৭০ হাজার টাকার প্রয়োজন হয়ে পড়ে৷ কিন্তু, আপনি জানেন কি, এই ভারতেই এমনও অনেক শহর রয়েছে যেখানে জীবনযাপন করা কিন্তু খুবই সস্তা৷ জানেন সেই সেই শহরের নাম কী? এই প্রতিবেদনে আমরা ১০টি এমন শহরেরই কথা বলব আমরা৷
কলকাতায় বসে আমরা প্রায়শই হাহুতাশ করে থাকি এখানকার জিনিসপত্রের দাম নিয়ে৷ বাজারে আনাজ, সব্জি এমনকি, মাছ-মাংসের মূল্যও গত কয়েক বছরে বেড়ে গিয়েছে কয়েক গুণ৷ এমন অনেক মেট্রো সিটি রয়েছে, যেখানে সাধারণ জীবনযাপন করতে গেলেও আমাদের কমপক্ষে ৬০-৭০ হাজার টাকার প্রয়োজন হয়ে পড়ে৷ কিন্তু, আপনি জানেন কি, এই ভারতেই এমনও অনেক শহর রয়েছে যেখানে জীবনযাপন করা কিন্তু খুবই সস্তা৷ জানেন সেই সেই শহরের নাম কী? এই প্রতিবেদনে আমরা ১০টি এমন শহরেরই কথা বলব আমরা৷
 গত কয়েক বছরে নাগপুর শরীরে বহরে নানা ভাবে বৃদ্ধি পেয়েছে৷ দেশের সবচেয়ে সস্তা ১০টি শহরের তালিকায় দশম স্থানে উঠে এসেছে এই শহরের নাম৷ পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসা, এমনকি, বাসস্থান কিনতে গেলেও নাগপুর খুব একটা হতাশ করে না আমাদের৷ এখানে যে কোনও মেট্রো সিটির মতোই দুর্দান্ত যোগাযোগ ব্যবস্থা, রয়েছে বিমানবন্দরও৷ রোজের জীবনযাত্রার খরচও বেশ সস্তা৷
গত কয়েক বছরে নাগপুর শরীরে বহরে নানা ভাবে বৃদ্ধি পেয়েছে৷ দেশের সবচেয়ে সস্তা ১০টি শহরের তালিকায় দশম স্থানে উঠে এসেছে এই শহরের নাম৷ পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসা, এমনকি, বাসস্থান কিনতে গেলেও নাগপুর খুব একটা হতাশ করে না আমাদের৷ এখানে যে কোনও মেট্রো সিটির মতোই দুর্দান্ত যোগাযোগ ব্যবস্থা, রয়েছে বিমানবন্দরও৷ রোজের জীবনযাত্রার খরচও বেশ সস্তা৷
নাগপুরের পরেই দেশের সস্তা শহরের তালিকায় নাম আসে ভারতের গোলাপি শহর (পিঙ্ক সিটি) জয়পুরের৷ নিজের ইতিহাস এবং ঐতিহ্যের জন্য সুপরিচিত এই শহর পকেটের জন্যেও যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি৷
নাগপুরের পরেই দেশের সস্তা শহরের তালিকায় নাম আসে ভারতের গোলাপি শহর (পিঙ্ক সিটি) জয়পুরের৷ নিজের ইতিহাস এবং ঐতিহ্যের জন্য সুপরিচিত এই শহর পকেটের জন্যেও যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি৷
ভারতের সবচেয়ে সস্তা শহরের তালিকায় এরপরেই নাম রয়েছে চণ্ডীগড়ের৷ বছরের সারা বছরই এখানে মোটের উপরে মনোরম আবহাওয়া থাকে৷ দূষণের মাত্রাও বেশ কম৷ চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থাও খুবই ভাল৷ সেই তুলনায় খরচ বেশি নয় মুম্বই-দিল্লির মতো৷
ভারতের সবচেয়ে সস্তা শহরের তালিকায় এরপরেই নাম রয়েছে চণ্ডীগড়ের৷ বছরের সারা বছরই এখানে মোটের উপরে মনোরম আবহাওয়া থাকে৷ দূষণের মাত্রাও বেশ কম৷ চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থাও খুবই ভাল৷ সেই তুলনায় খরচ বেশি নয় মুম্বই-দিল্লির মতো৷
কলকাতাকেও ফেলা হয় ভারতের সস্তা শহরের তালিকায়৷ এখানে এখনও ৫০ টাকায় ভেজ থালি পাওয়া যায়৷ মাছ-মাংসের দামও যথেষ্ট পকেট ফ্রেন্ডলি৷ তবে, খাস কলকাতায় বাড়ি বা ফ্ল্যাট কিনতে বেগ পেতে হবে অনেককেই৷ চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থাও ভাল৷
কলকাতাকেও ফেলা হয় ভারতের সস্তা শহরের তালিকায়৷ এখানে এখনও ৫০ টাকায় ভেজ থালি পাওয়া যায়৷ মাছ-মাংসের দামও যথেষ্ট পকেট ফ্রেন্ডলি৷ তবে, খাস কলকাতায় বাড়ি বা ফ্ল্যাট কিনতে বেগ পেতে হবে অনেককেই৷ চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থাও ভাল৷
২০২৩ সালের একটি সমীক্ষায় ভারতের সবচেয়ে সস্তা শহর হিসাবে নাম উঠে এসেছিল ইনদওরের নাম৷ এখানকার মোটের উপরে সস্তা লাইফস্টাইল, কম দূষণযুক্ত মনোরম পরিবেশ, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণ মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য৷
২০২৩ সালের একটি সমীক্ষায় ভারতের সবচেয়ে সস্তা শহর হিসাবে নাম উঠে এসেছিল ইনদওরের নাম৷ এখানকার মোটের উপরে সস্তা লাইফস্টাইল, কম দূষণযুক্ত মনোরম পরিবেশ, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণ মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য৷
 উত্তরাখণ্ডের রাজধানী হলেও দেহরাদূন বাকি শহরের তুলনায় যথেষ্টই সস্তা৷ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার কস্ট অফ লিভিং বা জীবনযাত্রার খরচও বেশ আকর্ষণীয়৷
উত্তরাখণ্ডের রাজধানী হলেও দেহরাদূন বাকি শহরের তুলনায় যথেষ্টই সস্তা৷ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার কস্ট অফ লিভিং বা জীবনযাত্রার খরচও বেশ আকর্ষণীয়৷
 ভারতের সস্তা শহরের তালিকায় এরপর নাম আসে তামিলনাড়ুর কোয়ম্বত্তূর৷ এখানে এপার্টমেন্ট কেনা থেকে ভাড়া নেওয়া, সবই যথেষ্ট পকেট ফ্রেন্ডলি৷ কর্মসংস্থানের সুযোগও এখানে যথেষ্ট৷ রোজের জীবনের খরচও উল্লেখযোগ্য ভাবে কম৷
ভারতের সস্তা শহরের তালিকায় এরপর নাম আসে তামিলনাড়ুর কোয়ম্বত্তূর৷ এখানে এপার্টমেন্ট কেনা থেকে ভাড়া নেওয়া, সবই যথেষ্ট পকেট ফ্রেন্ডলি৷ কর্মসংস্থানের সুযোগও এখানে যথেষ্ট৷ রোজের জীবনের খরচও উল্লেখযোগ্য ভাবে কম৷
এরপরেই আসছে ভারতের সবচেয়ে সস্তা শহরের নাম৷ সেই শহরও দক্ষিণের৷ নাম তিরুঅনন্তপুরম৷ কেরলের রাজধানী শহর হলেও এই শহরে বসবাস করা এখনও বেশ সস্তাই৷ পাহাড়, জঙ্গল থেকে সমুদ্র৷ শহর থেকে কয়েক পা বাড়েলেই অফুরান প্রাকৃতিক সৌন্দর্য৷ ওয়েস্টার্ন ঘাটের কোলে বসে আরব সাগর দর্শন৷ এমন শহরে থাকতে পারাটাই যেন আশীর্বাদের মতো৷
এরপরেই আসছে ভারতের সবচেয়ে সস্তা শহরের নাম৷ সেই শহরও দক্ষিণের৷ নাম তিরুঅনন্তপুরম৷ কেরলের রাজধানী শহর হলেও এই শহরে বসবাস করা এখনও বেশ সস্তাই৷ পাহাড়, জঙ্গল থেকে সমুদ্র৷ শহর থেকে কয়েক পা বাড়েলেই অফুরান প্রাকৃতিক সৌন্দর্য৷ ওয়েস্টার্ন ঘাটের কোলে বসে আরব সাগর দর্শন৷ এমন শহরে থাকতে পারাটাই যেন আশীর্বাদের মতো৷