Wachine Machine Check: ওয়াশিং মেশিনের ভিতরের এই ‘ছোট্ট জিনিসটা’ যেন ‘প্রাণ ভোমরা’! চালানোর আগে দেখে না নিলে কাপড় নোংরাই থাকবে, ৯০ শতাংশই ভুল করেন

ব্যস্ততম জীবনযাপনের সময়ে গৃহস্থালির মুশকিল আসান করে থাকে যন্ত্র। চটপট রান্না থেকে খাবার গরম করার জন্য মাইক্রোওভেন, গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে এসি, কাপড় কেচে কেচে হাতে আর কাঁধে ব্যথার বদলে ওয়াশিং মেশিন এই সব আর কী। এই সব জিনিসগুলো এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। অন্তত ওয়াশিং মেশিন তো বটেই। হাতে কাপড় কাচার দিন এখন শেষ বললেই চলে।
ব্যস্ততম জীবনযাপনের সময়ে গৃহস্থালির মুশকিল আসান করে থাকে যন্ত্র। চটপট রান্না থেকে খাবার গরম করার জন্য মাইক্রোওভেন, গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে এসি, কাপড় কেচে কেচে হাতে আর কাঁধে ব্যথার বদলে ওয়াশিং মেশিন এই সব আর কী।
এই সব জিনিসগুলো এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। অন্তত ওয়াশিং মেশিন তো বটেই। হাতে কাপড় কাচার দিন এখন শেষ বললেই চলে।
এই সব জিনিসগুলো এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। অন্তত ওয়াশিং মেশিন তো বটেই। হাতে কাপড় কাচার দিন এখন শেষ বললেই চলে।
তবে, কথা হল, ওয়াশিং মেশিন ব্যবহার করার হরেক একটা নিয়ম রয়েছে। কীভাবে চালাতে হয়, সেই নিয়মের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে আনুষঙ্গিক বিষয়ের কথা। যেমন গরম জলের বদলে ঠান্ডা জল ব্যবহার করা, কড়া ডিটারজেন্টের বদলে নরম লিকুইড ফ্যাব্রিক ওয়াশ ব্যবহার করা, মেশিনের যা ক্ষমতা তার চেয়ে বেশি কাপড় কাচতে না দেওয়া ইত্যাদি। এগুলো মেশিনে কাপড় কাচার একেবারে প্রাথমিক শর্ত।
তবে, কথা হল, ওয়াশিং মেশিন ব্যবহার করার হরেক একটা নিয়ম রয়েছে। কীভাবে চালাতে হয়, সেই নিয়মের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে আনুষঙ্গিক বিষয়ের কথা। যেমন গরম জলের বদলে ঠান্ডা জল ব্যবহার করা, কড়া ডিটারজেন্টের বদলে নরম লিকুইড ফ্যাব্রিক ওয়াশ ব্যবহার করা, মেশিনের যা ক্ষমতা তার চেয়ে বেশি কাপড় কাচতে না দেওয়া ইত্যাদি। এগুলো মেশিনে কাপড় কাচার একেবারে প্রাথমিক শর্ত।
এর পর শুধু নব ঘোরানোর পালা বা বোতাম টেপার পালা- যার মেশিনের সিস্টেম যেমন আর কী। কিন্তু এই জায়গায় এসেই আমরা অনেকেই একটা বড়সড় ভুল করে ফেলি। যার প্রভাব পড়ে কাপড়ে, মেশিনে এবং আমাদের স্বাস্থ্যেও।
এর পর শুধু নব ঘোরানোর পালা বা বোতাম টেপার পালা- যার মেশিনের সিস্টেম যেমন আর কী। কিন্তু এই জায়গায় এসেই আমরা অনেকেই একটা বড়সড় ভুল করে ফেলি। যার প্রভাব পড়ে কাপড়ে, মেশিনে এবং আমাদের স্বাস্থ্যেও।
আসলে, মেশিন জলে ভরে, কাপড় ফেলে, ডিটারজেন্ট দিয়ে আমরা সবাই কাচাকুচি শুরু করে দিই। কিন্তু এই ব্যাপারটা শুরু করার আগে একটা জিনিস দেখে নিতে হয়। সেটা হল ওয়াশিং মেশিনের ফিল্টারে কতটা ময়লা জমে আছে তা পরখ করা।
আসলে, মেশিন জলে ভরে, কাপড় ফেলে, ডিটারজেন্ট দিয়ে আমরা সবাই কাচাকুচি শুরু করে দিই। কিন্তু এই ব্যাপারটা শুরু করার আগে একটা জিনিস দেখে নিতে হয়। সেটা হল ওয়াশিং মেশিনের ফিল্টারে কতটা ময়লা জমে আছে তা পরখ করা।
ফিল্টার এক্ষেত্রে একটা সরু নাইলনের থলি যা মেশিনের ভিতরে একটা খাঁজ কেটে আটকানো থাকে। ওটা প্রয়োজন অনুসারে খোলা এবং লাগানো যায়। কাপড় কাচার সময়ে সুতো, চুল, ময়লা এগুলো ওই থলিতে জমা হয়।
ফিল্টার এক্ষেত্রে একটা সরু নাইলনের থলি যা মেশিনের ভিতরে একটা খাঁজ কেটে আটকানো থাকে। ওটা প্রয়োজন অনুসারে খোলা এবং লাগানো যায়। কাপড় কাচার সময়ে সুতো, চুল, ময়লা এগুলো ওই থলিতে জমা হয়।
সেই জন্যই প্রতিবার কাপড় কাচার আগে ওই থলিটা পরিষ্কার করে নেওয়া উচিত। তাতে ওটায় জমে থাকা ময়লা জামাকাপড়ে লাগবে না। কাপড় আর মেশিন দুই থাকবে ব্যাকটেরিয়াহীন। কেচে ওঠার পরে কাপড়ে ওই ময়লার রোঁয়া জমে থাকবে না। ফলে, আমাদের স্বাস্থ্যও ভাল থাকবে।
সেই জন্যই প্রতিবার কাপড় কাচার আগে ওই থলিটা পরিষ্কার করে নেওয়া উচিত। তাতে ওটায় জমে থাকা ময়লা জামাকাপড়ে লাগবে না। কাপড় আর মেশিন দুই থাকবে ব্যাকটেরিয়াহীন। কেচে ওঠার পরে কাপড়ে ওই ময়লার রোঁয়া জমে থাকবে না। ফলে, আমাদের স্বাস্থ্যও ভাল থাকবে।