: অগ্নিমূল্য সবজির বাজার, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের পছন্দের মুরগির মাংসতেও এবার পড়তে চলেছে টান! শুরু হয়েছে  ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিতেই আশঙ্কা তৈরি হয়েছে মুরগির মাংসের জোগানে।

Chicken Price: উইকএন্ডে আরও চাপে বাঙালি! নাও মিলতে পারে মুরগির মাংস, পেলেও দাম হতে পারে দ্বিগুণ!

: অগ্নিমূল্য সবজির বাজার, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের পছন্দের মুরগির মাংসতেও এবার পড়তে চলেছে টান! শুরু হয়েছে  ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিতেই আশঙ্কা তৈরি হয়েছে মুরগির মাংসের জোগানে।
: অগ্নিমূল্য সবজির বাজার, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্তের পছন্দের মুরগির মাংসতেও এবার পড়তে চলেছে টান! শুরু হয়েছে  ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিতেই আশঙ্কা তৈরি হয়েছে মুরগির মাংসের জোগানে।
জানা গিয়েছে, রাতে মুরগির গাড়ি নিয়ে ফেরার সময় পুলিশের অতিরিক্ত তোলা আদায়ের দাবি মেটাতে না পারায় বেধড়ক মারধর করা হয় মুরগির গাড়ি চালককে। আর এরই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আলোচনা করে রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশি অত্যাচার ও তোলা আদায়ের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আবেদনও জানান সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, রাতে মুরগির গাড়ি নিয়ে ফেরার সময় পুলিশের অতিরিক্ত তোলা আদায়ের দাবি মেটাতে না পারায় বেধড়ক মারধর করা হয় মুরগির গাড়ি চালককে। আর এরই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আলোচনা করে রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশি অত্যাচার ও তোলা আদায়ের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আবেদনও জানান সংগঠনের সদস্যরা।
অনির্দিষ্টকালের জন্য মুরগির গাড়ির পরিষেবা বন্ধ হওয়ায় এবার বাজারে অত্যাধিক চড়া দামে কিনতে হতে পারে মুরগির মাংস। আর সেই মাংস পেতেও ছুটতে পারে কালঘাম মনে করছে সাধারণ মানুষ থেকে বিক্রেতারা। আর এতেই রীতিমত কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। ধর্মঘটে শামিল হয়েছেন জেলার সমস্ত মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরাও বলে জানা গিয়েছে৷
অনির্দিষ্টকালের জন্য মুরগির গাড়ির পরিষেবা বন্ধ হওয়ায় এবার বাজারে অত্যাধিক চড়া দামে কিনতে হতে পারে মুরগির মাংস। আর সেই মাংস পেতেও ছুটতে পারে কালঘাম মনে করছে সাধারণ মানুষ থেকে বিক্রেতারা। আর এতেই রীতিমত কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। ধর্মঘটে শামিল হয়েছেন জেলার সমস্ত মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরাও বলে জানা গিয়েছে৷
পাইকারি ও খুচরো দোকানদাররাও পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এই ধর্মঘটকে সমর্থন করেছেন। আর তাই স্থানীয় মুরগির দোকান গুলিতেও আর পাওয়া যাবে না মাংস। পাশাপাশি মুরগির মাংসের পরিসেবা বন্ধ হওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারে জেলার বড় রেস্তোরাঁ থেকে রেস্টুরেন্ট গুলিও।
পাইকারি ও খুচরো দোকানদাররাও পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এই ধর্মঘটকে সমর্থন করেছেন। আর তাই স্থানীয় মুরগির দোকান গুলিতেও আর পাওয়া যাবে না মাংস। পাশাপাশি মুরগির মাংসের পরিসেবা বন্ধ হওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারে জেলার বড় রেস্তোরাঁ থেকে রেস্টুরেন্ট গুলিও।
পুলিশের এই অত্যাচারের সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয় ওয়েস্ট বেঙ্গল পল্টি ফেডারেশনের উওর ২৪ পরগণা জেলা কমিটির তরফে।
পুলিশের এই অত্যাচারের সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয় ওয়েস্ট বেঙ্গল পল্টি ফেডারেশনের উওর ২৪ পরগণা জেলা কমিটির তরফে।
সংগঠনের অন্যতম সদস্য রতন পোদ্দার জানান , রাস্তায় মুরগির গাড়ি চলাচলের ক্ষেত্রে পুলিশের এই অত্যাচার বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এর ফলে, পরিষেবা ও যেমন পুনরায় স্বাভাবিক হয়ে যাবে পাশাপাশি মুরগির মাংসের দামও অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে এই ধর্মঘটের জেরে এখন আমজনতার যন্ত্রণা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। Input-  Rudra Narayan Roy
সংগঠনের অন্যতম সদস্য রতন পোদ্দার জানান , রাস্তায় মুরগির গাড়ি চলাচলের ক্ষেত্রে পুলিশের এই অত্যাচার বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এর ফলে, পরিষেবা ও যেমন পুনরায় স্বাভাবিক হয়ে যাবে পাশাপাশি মুরগির মাংসের দামও অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে এই ধর্মঘটের জেরে এখন আমজনতার যন্ত্রণা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। Input-  Rudra Narayan Roy