Mamata Banerjee Music Album: মহালয়ার মাহেন্দ্রক্ষণে প্রকাশ হবে মমতা বন্দোপাধ্যায়ের গানের অ্যালবাম ‘অঞ্জলি’ 

কলকাতাঃ তিনি কখনও ছবি এঁকেছেন। আবার কবিতাও লিখেছেন। গানের সুরও দিয়েছেন। মুখ্যমন্ত্রিত্বের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিজের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় পেলেই কলম বা তুলি নিয়ে বসে পড়েন। আর এবারের পুজোতেও চমক দিতে চলেছে মুখ্যমন্ত্রীর আর এক শিল্পীসত্তা।

আরও পড়ুনঃ মহালয়ায় সকালে শোকের ছায়া! জেসিবির ধাক্কায় প্রাণ হারাল নবম শ্রেণির ছাত্র! ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী

পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্রক্ষণে প্রকাশিত হতে চলেছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’। মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র। মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি প্রমুখ শিল্পী। অ্যালবামের ব্যাপারে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতিচর্চার কথা কারও অজানা নয়। পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান। সঙ্গীত আয়োজনে দেবজ্যোতি বোস ও কুণাল চক্রবর্তী। আজ নজরুল মঞ্চের অনুষ্ঠানে এই অ্যালবাম প্রকাশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। যার একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা। প্রতিবারই এই গানগুলি লেখেন তিনি। সুরও করেন। এবারও তার অন্যথা হচ্ছে না।

রাজ্যের দায়-দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, শিল্পে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহ রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর লেখা অসংখ্য বই বেশ জনপ্রিয় এমনকী বেস্ট সেলারের তকমাও পেয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও বেশ জনপ্রিয়। সম্প্রতি দুটি ধারাবাহিকের গান লেখা ও সুর দেওয়ার জন্য তাঁকে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বিশেষ সম্মানও দেওয়া হয়। যদিও সেই পুরস্কার গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। তবে, এবার পুজোয় ফের গানের অ্যালবাম রিলিজ করবেন তিনি।