ভরা পর্যটনের মরশুমে ফাঁকা চিলাপাতা। জুন মাসের ১৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে জঙ্গল। শেষের পথে গরমের ছুটিও। তার আগেই চিলাপাতা ভ্রমণের আমন্ত্রণ জানালেন পর্যটন ব্যবসায়ীরা। photo source collected

Chilapata Forest : গরমের ছুটি শেষের আগেই ঘুরে আসুন ‘চিলাপাতা’! খরচ নাম-মাত্র! জানলে অবাক হবেন

ভরা পর্যটনের মরশুমে ফাঁকা চিলাপাতা। জুন মাসের ১৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে জঙ্গল। শেষের পথে গরমের ছুটিও। তার আগেই চিলাপাতা ভ্রমণের আমন্ত্রণ জানালেন পর্যটন ব্যবসায়ীরা। photo source collected
ভরা পর্যটনের মরশুমে ফাঁকা চিলাপাতা। জুন মাসের ১৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে জঙ্গল। শেষের পথে গরমের ছুটিও। তার আগেই চিলাপাতা ভ্রমণের আমন্ত্রণ জানালেন পর্যটন ব্যবসায়ীরা। photo source collected
আলিপুরদুয়ার জেলা সদর থেকে ২০ কিমি দূরে ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা। হাসিমারা থেকে গেলে ১০০ টাকার মধ্যে ঘুরে নিতে পারবেন চিলাপাতা।ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। দীর্ঘ তার পরিসর। তোর্সা নদীর পাড়ে রয়েছে এই চিলাপাতা ফরেস্ট।এ ছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে।photo source collected
আলিপুরদুয়ার জেলা সদর থেকে ২০ কিমি দূরে ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা। হাসিমারা থেকে গেলে ১০০ টাকার মধ্যে ঘুরে নিতে পারবেন চিলাপাতা।ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। দীর্ঘ তার পরিসর। তোর্সা নদীর পাড়ে রয়েছে এই চিলাপাতা ফরেস্ট।এ ছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে।photo source collected
চিলাপাতার গহীন জঙ্গলের সবটা একদিনে দেখে শেষ করা যায় না। এতটাই বড় এই জঙ্গল। গাইডরাও সব জায়গা ঘুরিয়ে শেষ করতে পারে না। পর্যটকদের সংখ্যাও এখানে অনেকটা কম। photo source collected
চিলাপাতার গহীন জঙ্গলের সবটা একদিনে দেখে শেষ করা যায় না। এতটাই বড় এই জঙ্গল। গাইডরাও সব জায়গা ঘুরিয়ে শেষ করতে পারে না। পর্যটকদের সংখ্যাও এখানে অনেকটা কম। photo source collected
চিলাপাতার জঙ্গলের একটা বড় ইতিহাস রয়েছে। এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়াক্ষেত্র।এখানে তাঁরা শিকার করতে আসতেন। কোচরাজার সেনাপতি ছিলেন চিল্লা। তিনি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন। তাঁর নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলাপাতা।photo source collected
চিলাপাতার জঙ্গলের একটা বড় ইতিহাস রয়েছে। এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়াক্ষেত্র।এখানে তাঁরা শিকার করতে আসতেন। কোচরাজার সেনাপতি ছিলেন চিল্লা। তিনি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন। তাঁর নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলাপাতা।photo source collected
রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে এই জঙ্গলে প্রবেশ করা যায়। তবে এবারে শান্ত, স্নিগ্ধ চিলাপাতা জঙ্গল থেকে মুখ ফিরিয়েছেন পর্যটকরা।photo source collected
রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে এই জঙ্গলে প্রবেশ করা যায়। তবে এবারে শান্ত, স্নিগ্ধ চিলাপাতা জঙ্গল থেকে মুখ ফিরিয়েছেন পর্যটকরা।photo source collected
কপালে হাত ব্যবসায়ীদের। বর্ষার মুখে বন্ধ হবে জঙ্গল। তার আগে সকল পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের কাছে আর্জি রেখেছেন চিলাপাতা ঘুরে দেখার। খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। photo source collected
কপালে হাত ব্যবসায়ীদের। বর্ষার মুখে বন্ধ হবে জঙ্গল। তার আগে সকল পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের কাছে আর্জি রেখেছেন চিলাপাতা ঘুরে দেখার। খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। photo source collected
আলিপুর দুয়ার স্টেশনে নেমে গাড়িতে পৌঁছে যাবেন হোটেল! এক প্রকার হোম স্টের মতোই ব্যবস্থা! সেই সঙ্গে আরামদায়ক থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকছে এখানে! জন প্রতি খুব বেশি হলে এক দিনের থাকা খাওয়া খরচ ১২০০ থেকে ১৫০০ টাকায় পেয়ে যাবেন! এর থেকেও সস্তা হোটেল আছে! গুগল সার্চ করে যেকোনও হোটেল বা হোম স্টে বুক করতে পারবেন! একেবারে খালি পেয়ে যাবেন! (Reported By: Annanya Dey)
আলিপুর দুয়ার স্টেশনে নেমে গাড়িতে পৌঁছে যাবেন হোটেল! এক প্রকার হোম স্টের মতোই ব্যবস্থা! সেই সঙ্গে আরামদায়ক থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকছে এখানে! জন প্রতি খুব বেশি হলে এক দিনের থাকা খাওয়া খরচ ১২০০ থেকে ১৫০০ টাকায় পেয়ে যাবেন! এর থেকেও সস্তা হোটেল আছে! গুগল সার্চ করে যেকোনও হোটেল বা হোম স্টে বুক করতে পারবেন! একেবারে খালি পেয়ে যাবেন! (Reported By: Annanya Dey)