সন্তানকে স্কুলে পাঠানোর আগে অবশ্যই এই অভ্যাসগুলি গড়ে তুলুন

Child Care: সন্তানকে স্কুলে পাঠানোর আগে এই বিষয়গুলো শেখান! ভুলেও শিশুর সামনে এই কাজ করবেন না!

সন্তানকে সু-নাগরিক গড়ে তুলতে মা-বাবার দায়িত্ব অনেকটাই। বাড়িতে দেওয়া শিক্ষার ওপরই নির্ভর করবে সন্তানের ভবিষ্যৎ। সেজন্য নিজের সন্তানের মাঝে মূল্যবোধ, দক্ষতা এবং নৈতিকতা গড়ে উঠেবে বাড়িতেই।
সন্তানকে সু-নাগরিক গড়ে তুলতে মা-বাবার দায়িত্ব অনেকটাই। বাড়িতে দেওয়া শিক্ষার  উপরই নির্ভর করবে সন্তানের ভবিষ্যৎ। সেজন্য নিজের সন্তানের মাঝে মূল্যবোধ, দক্ষতা এবং নৈতিকতা গড়ে উঠেবে বাড়িতেই।
সন্তানকে বড় হওয়া দেখতে থাকা মা-বাবাদের কাছে সবচেয়ে সুন্দর মূহুর্তের মধ্যে একটি। একটি সুন্দর জীবন দেওয়ার জন্য স্কুলে ভর্তি করার আগে বাচ্চাদের কিছু মৌলিক বিষয় শিখিয়ে নেওয়া উচিত।
সন্তানকে বড় হওয়া দেখতে থাকা মা-বাবাদের কাছে সবচেয়ে সুন্দর মূহুর্তের মধ্যে একটি। একটি সুন্দর জীবন দেওয়ার জন্য স্কুলে ভর্তি করার আগে বাচ্চাদের কিছু মৌলিক বিষয় শিখিয়ে নেওয়া উচিত।
এ বিষয়ে মনোবীদ ডঃ দোলা মজুমদার জানান, বাড়িতে মা-বাবা বা পরিবারের অন্য সকলের মত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করতে শেখান ছোট থেকেই।
এ বিষয়ে মনোবীদ ডঃ দোলা মজুমদার জানান, বাড়িতে মা-বাবা বা পরিবারের অন্য সকলের মত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করতে শেখান ছোট থেকেই।
এমন কোনও কথা, যা সম্মানজনক নয় তা কখনো সন্তানের সামনে ব্যবহার করবেন না কিংবা এমন ব্যবহার থেকে নিজেরাও বিরত থাকুন।
এমন কোনও কথা, যা সম্মানজনক নয় তা কখনো সন্তানের সামনে ব্যবহার করবেন না কিংবা এমন ব্যবহার থেকে নিজেরাও বিরত থাকুন।
সবারই ব্যক্তিগত পরিসর রয়েছে। কেউ কোন কথা বলতে না চাইলে জোর করা উচিত নয়। প্রিয় বন্ধু হলেও মজা করে তার গায়ে হাত দিয়ে কথা বলা যায় না। বাচ্চার সামনে ভুলেও করবেন না! না হলে সেও এমনটা শিখে যাবে!
সবারই ব্যক্তিগত পরিসর রয়েছে। কেউ কোন কথা বলতে না চাইলে জোর করা উচিত নয়। প্রিয় বন্ধু হলেও মজা করে তার গায়ে হাত দিয়ে কথা বলা যায় না। বাচ্চার সামনে ভুলেও করবেন না! না হলে সেও এমনটা শিখে যাবে!
শিশুদের চাহিদা এবং অনুভূতিগুলোর প্রতিদান দেওয়া না হলে তারা হতাশ এবং হিংস্র হয়ে ওঠতে পারে। তাই তাদের চাহিদাগুলো শুনুন। সাধ্য থাকলে তা পূরণ করুন। শিশুকে সময় দিন! শিশু কী বলতে চাইছে শুনুন! অহেতুক বকাবকি করবেন না! বাচ্চার উপর চিৎকার করবেন না
শিশুদের চাহিদা এবং অনুভূতিগুলোর প্রতিদান দেওয়া না হলে তারা হতাশ এবং হিংস্র হয়ে ওঠতে পারে। তাই তাদের চাহিদাগুলো শুনুন। সাধ্য থাকলে তা পূরণ করুন। শিশুকে সময় দিন! শিশু কী বলতে চাইছে শুনুন! অহেতুক বকাবকি করবেন না! বাচ্চার উপর চিৎকার করবেন না!