কঙ্গনা রানাউতকে ঠাটিয়ে থাপ্পড়! মহিলা জওয়ান ঘটালেন ভয়ঙ্কর ঘটনা, হইচই দেশজুড়ে

ভয়ঙ্কর ঘটনা ঘটল কঙ্গনা রানাউতের সঙ্গে। সিআইএসফ-এর এক মহিলা জওয়ান তাঁকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন।
ভয়ঙ্কর ঘটনা ঘটল কঙ্গনা রানাউতের সঙ্গে। সিআইএসফ-এর এক মহিলা জওয়ান তাঁকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন। তিনি সবেমাত্র লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। রাজনীতিতে পা দিয়েই বড়সড় সাফল্য পেয়েছেন তিনি।
আজ চণ্ডীগড় বিমানবন্দরে দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কঙ্গনা দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন।
আজ চণ্ডীগড় বিমানবন্দরে দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কঙ্গনা দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন। তখনই এক সিআইএসএফ জওয়ান  ভয়ঙ্কর ঘটনা ঘটালেন কঙ্গনার সঙ্গে। 
জানা যাচ্ছে, সেই মহিলার নাম কুলবিন্দর কউর। তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ছিলেন।
জানা যাচ্ছে, সেই মহিলার নাম কুলবিন্দর কউর। তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ছিলেন। হঠাৎ করেই এগিয়ে এসে তিনি কঙ্গনার সামনে চলে আসেন। তার পর বিজেপি সাংসদকে কষিয়ে চড় মারেল সবার সামনে। এই ঘটনার আকস্মিকতায় কঙ্গনা অবাক হয়ে যান।
লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন। এদিন তিনি বিজেপির মিটিং-এ যোগ দিতে যাচ্ছিলেন।
লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন। এদিন তিনি বিজেপির মিটিং-এ যোগ দিতে যাচ্ছিলেন। তার আগেই এমন ঘটনা। কঙ্গনা প্রায় সঙ্গে সঙ্গে সেই মহিলা জওয়ানের নামে অভিযোগ জানান। 
দিল্লিগামী বিমান ধরার জন্য কঙ্গনা যখন বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই মহিলা জওয়ান এসে তাঁকে থাপ্পড় মারেন।
দিল্লিগামী বিমান ধরার জন্য কঙ্গনা যখন বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই মহিলা জওয়ান এসে তাঁকে থাপ্পড় মারেন। এমন একটি ঘটনা যে ঘটতে পারে তা স্বপ্নেও হয়তো ভাবেননি কঙ্গনা। তাঁর অভিযোগের ভিত্তিতে সেই জওয়ানকে আটক করা হয়।
জানা গিয়েছে, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে বয়ান দিয়েছিলেন তা শোনার পর থেকেই মনে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন সেই জওয়ান।
জানা গিয়েছে, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে বয়ান দিয়েছিলেন তা শোনার পর থেকেই মনে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন সেই জওয়ান।
ওই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানা যাচ্ছে।
ওই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানা যাচ্ছে। তবে এটাও জানা গিয়েছে, সেই মহিলা জওয়ান নিজের কৃতকার্যের জন্য কোনও আফসোস করেননি। তিনি কঙ্গনাকে লক্ষ্যে করে নানা কটূ কথাও বলতে থাকেন।