Tag Archives: CISF

Centre moves Supreme Court: আরজি করে CISF বাহিনীর সঙ্গে পদে পদে অসহযোগিতার অভিযোগ! সুপ্রিম কোর্টে কেন্দ্র

নয়াদিল্লি: আরজি কর ইস্যুতে এবার রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানানো হয়েছে আরজি কর হাসপাতালে মোতায়েন থাকা CISF বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র। কাজ করতে গিয়ে তাদের পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ কেন্দ্রর। সেইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে সিআইএসএফ বাহিনীকে যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এই মর্মেই আজ, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন: স্ত্রীর টিকিটে বিধায়কের সঙ্গে মহিলা ‘কে’? TTE হাতেনাতে ধরতেই যা করে বসলেন…! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, দেখুন

প্রসঙ্গত, গত ২০ অগাস্ট আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তার জন্য সিআইএসএফ কর্মীদের মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই ২৩ অগাস্ট থেকে আরজি করের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, অভিযোগ, আরজি করে কাজ করতে গিয়ে তাদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সিআইএসএফ বাহিনীকে যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: নিম্নচাপের হুঁশিয়ারি…! আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট রদবদল দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতা? গণেশ চতুর্থীতে কী হবে? জানিয়ে দিল আলিপুর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মোতায়েন থাকা কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীকে (সিআইএসএফ) প্রয়োজনীয় পণ্য সরবরাহে ‘অসহযোগিতা’ করার অভিযোগ দায়ের করেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। এই আবেদনে, মন্ত্রক অভিযোগ করেছে, রাজ্য সরকার মেটাল ডিটেক্টরের মতো পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেনি বা হাসপাতালে মোতায়েন সিআইএসএফ সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করেনি। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে এই ধরণের অসহোযোগিতাকে “অমার্জনীয়” বলে অভিহিত করেছে কেন্দ্র।

 

CISF constable Kulwinder: কঙ্গনাকে চড় মেরে এখন কোথায় আছেন মহিলা জওয়ান কুলবিন্দর?

চন্ডীগড়: চন্ডীগড় বিমানবন্দরে চড়কান্ডের এক মাস পার। ফের শিরোনামে সিআইএসএফ মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চড় মেরে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন কুলবিন্দর। ঘটনার পরই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল। এতে সমর্থন ছিল না বিভিন্ন বুদ্ধিজীবী মহল এবং বিজেপি বিরোধীদের একাংশের। বুধবার শোনা গেল, একমাসের মধ্যেই নাকি তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এ কথা কি সত্যি?

সূত্রের খবর, এখনও তিনি সাসপেনশনেই রয়েছেন। তাঁকে বেঙ্গালুরুতে সিআইএসএফ-এর একটি রিজার্ভ ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে বলে জানা যায়। যে কারণে পুরোদমে কাজে ফেরা এখনই তাঁর পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন- ভিড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা! আতঙ্ক নয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন?

লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি থেকে জয়লাভ করে খুশি মনে দিল্লি ফিরছিলেন কঙ্গনা। গত ৬ জুন চন্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংইয়ের পরই সেই ঘটনা ঘটে। কঙ্গনার অভিযোগ, তাঁকে চড় মেরেছেন এক মহিলা জওয়ান। অভিযুক্ত কুলবিন্দরকে এর পরই হেফাজতে নেয় সিআইএসএফ।

যদিও কঙ্গনাকে চড় মারার কারণ ভিডিয়ো করে ব্যখ্যাও করে দেন কুলবিন্দর। তাঁকে বলতে শোনা যায়, “কঙ্গনা বলছিলেন মহিলারা ১০০টাকার জন্য কৃষক আন্দোলনে শামিল হয়েছেন! সেই সময় আমার মাও আন্দোলনে ছিলেন।” স্পষ্টই, সংসদে কঙ্গনার মন্তব্য গায়ে লেগেছিল কৃষককন্যা কুলবিন্দরের। তাই বলে আইন নিজের হাতে নিয়ে নেবেন একজন নিরাপত্তারক্ষী হয়ে? এ নিয়েই প্রতিবাদে মুখর হয়েছিলেন কঙ্গনা সহ গেরুয়া শিবির। এর পরই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কুলবিন্দরকে।

Who is Kulwinder Kaur: কঙ্গনাকে ঠাসিয়ে চড়! কে এই কুলবিন্দর কৌর? জানেন…সাসপেনশনের পরে শুক্রবার গ্রেফতার

হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে সদ্য বিজেপির টিকিটে জয়ী হয়েছেন৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী৷ সেই কঙ্গনা রানাওয়াতকেই কি না বিমানবন্দরে দাঁড়িয়ে সপাটে চড় মেরে দিলেন এ সিআইএসএফ! বৃহস্পতিবারের ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে৷ গত বৃহস্পতিরাই সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরকে৷ সূত্রের খবর, শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়৷ কিন্তু, জানেন কি এই কুলবিন্দর কৌর কে?
হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে সদ্য বিজেপির টিকিটে জয়ী হয়েছেন৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী৷ সেই কঙ্গনা রানাওয়াতকেই কি না বিমানবন্দরে দাঁড়িয়ে সপাটে চড় মেরে দিলেন এ সিআইএসএফ! বৃহস্পতিবারের ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে৷ গত বৃহস্পতিরাই সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরকে৷ সূত্রের খবর, শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়৷ কিন্তু, জানেন কি এই কুলবিন্দর কৌর কে?
এই প্রতিবেদনে আমরা কুলবিন্দর কৌর সম্পর্কেই কয়েকটি কথা বিশদে আলোচনা করব৷ ৩৫ বছর বয়সি কুলবিন্দর পঞ্জাবের সুলতানপুর লোধি এলাকার বাসিন্দা৷ ২০০৯ সালে তিনি সিআইএসএফের চাকরি পান৷ ২০২১ সাল থেকে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত৷ তাঁর দুই সন্তানও রয়েছে৷
এই প্রতিবেদনে আমরা কুলবিন্দর কৌর সম্পর্কেই কয়েকটি কথা বিশদে আলোচনা করব৷ ৩৫ বছর বয়সি কুলবিন্দর পঞ্জাবের সুলতানপুর লোধি এলাকার বাসিন্দা৷ ২০০৯ সালে তিনি সিআইএসএফের চাকরি পান৷ ২০২১ সাল থেকে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত৷ তাঁর দুই সন্তানও রয়েছে৷
কঙ্গনাকে চড় মারার অভিযোগে বর্তমানে সাসপেন্ড করা হয়েছে কুলবিন্দর কৌরকে৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলবিন্দর নিজেই জানিয়েছেন, তাঁর মা কৃষিবিল বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন৷ কিন্তু, এখানেই শেষ নয়৷
কঙ্গনাকে চড় মারার অভিযোগে বর্তমানে সাসপেন্ড করা হয়েছে কুলবিন্দর কৌরকে৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলবিন্দর নিজেই জানিয়েছেন, তাঁর মা কৃষিবিল বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন৷ কিন্তু, এখানেই শেষ নয়৷
কুলবিন্দরের দাদার নাম শের সিং মাহিওয়াল৷ কৃষি আইন আন্দোলন বিরোধী কৃষক আন্দোলন মঞ্চের অন্যতম দল কিসান মজদুর সংঘর্ষ কমিটির সেক্রেটারি হলেন এই শের সিং মাহিওয়াল৷
কুলবিন্দরের দাদার নাম শের সিং মাহিওয়াল৷ কৃষি আইন আন্দোলন বিরোধী কৃষক আন্দোলন মঞ্চের অন্যতম দল কিসান মজদুর সংঘর্ষ কমিটির সেক্রেটারি হলেন এই শের সিং মাহিওয়াল৷
কুলবিন্দর কৌরের স্বামীও ওই একই বিমানবন্দরে কর্মরত৷ যেখানে গত বৃহস্পতিবার বেলা ৩টের সময় এই ঘটনা ঘটে৷
কুলবিন্দর কৌরের স্বামীও ওই একই বিমানবন্দরে কর্মরত৷ যেখানে গত বৃহস্পতিবার বেলা ৩টের সময় এই ঘটনা ঘটে৷
. জানা গিয়েছে, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাওয়াতের কয়েকটি ট্যুইট ঘিরেই শুরু হয় বিতর্ক৷ সেই সময় দুই বয়স্ক মহিলার ছবি ট্যুইট করে কঙ্গনা লিখেছিলেন, ‘মাত্র ১০০ টাকায় পাওয়া যায় এদের৷’
. জানা গিয়েছে, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাওয়াতের কয়েকটি ট্যুইট ঘিরেই শুরু হয় বিতর্ক৷ সেই সময় দুই বয়স্ক মহিলার ছবি ট্যুইট করে কঙ্গনা লিখেছিলেন, ‘মাত্র ১০০ টাকায় পাওয়া যায় এদের৷’
ভাইরাল হওয়া ভিডিয়োতেও দেখা গিয়েছে, কঙ্গনাকে থাপ্পর মারায় অভিযুক্ত কুলবিন্দর বলছেন, ‘‘কৃষক আন্দোলনের সময় ও বলেছিল, ১০০টাকায় ওরা বসে (ধর্নায়)৷ ও বসেছিল ওখানে? আমার মা বসেছিল৷’’
ভাইরাল হওয়া ভিডিয়োতেও দেখা গিয়েছে, কঙ্গনাকে থাপ্পর মারায় অভিযুক্ত কুলবিন্দর বলছেন, ‘‘কৃষক আন্দোলনের সময় ও বলেছিল, ১০০টাকায় ওরা বসে (ধর্নায়)৷ ও বসেছিল ওখানে? আমার মা বসেছিল৷’’cisf
চণ্ডীগড় থেকে বিমান ধরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এর পরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করেন কঙ্গনা। সেখানে গোটা ঘটনার বিবরণ দেন তিনি। পঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
চণ্ডীগড় থেকে বিমান ধরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এর পরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করেন কঙ্গনা। সেখানে গোটা ঘটনার বিবরণ দেন তিনি। পঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
লোকসভা নির্বাচনে এ বার হিমাচল প্রদেশের মণ্ডী থেকে বিজেপির টিকিটে জিতেছেন কঙ্গনা। ৭৪ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে।
লোকসভা নির্বাচনে এ বার হিমাচল প্রদেশের মণ্ডী থেকে বিজেপির টিকিটে জিতেছেন কঙ্গনা। ৭৪ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে।

কঙ্গনা রানাউতকে ঠাটিয়ে থাপ্পড়! মহিলা জওয়ান ঘটালেন ভয়ঙ্কর ঘটনা, হইচই দেশজুড়ে

ভয়ঙ্কর ঘটনা ঘটল কঙ্গনা রানাউতের সঙ্গে। সিআইএসফ-এর এক মহিলা জওয়ান তাঁকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন।
ভয়ঙ্কর ঘটনা ঘটল কঙ্গনা রানাউতের সঙ্গে। সিআইএসফ-এর এক মহিলা জওয়ান তাঁকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন। তিনি সবেমাত্র লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। রাজনীতিতে পা দিয়েই বড়সড় সাফল্য পেয়েছেন তিনি।
আজ চণ্ডীগড় বিমানবন্দরে দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কঙ্গনা দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন।
আজ চণ্ডীগড় বিমানবন্দরে দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কঙ্গনা দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন। তখনই এক সিআইএসএফ জওয়ান  ভয়ঙ্কর ঘটনা ঘটালেন কঙ্গনার সঙ্গে। 
জানা যাচ্ছে, সেই মহিলার নাম কুলবিন্দর কউর। তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ছিলেন।
জানা যাচ্ছে, সেই মহিলার নাম কুলবিন্দর কউর। তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ছিলেন। হঠাৎ করেই এগিয়ে এসে তিনি কঙ্গনার সামনে চলে আসেন। তার পর বিজেপি সাংসদকে কষিয়ে চড় মারেল সবার সামনে। এই ঘটনার আকস্মিকতায় কঙ্গনা অবাক হয়ে যান।
লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন। এদিন তিনি বিজেপির মিটিং-এ যোগ দিতে যাচ্ছিলেন।
লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন। এদিন তিনি বিজেপির মিটিং-এ যোগ দিতে যাচ্ছিলেন। তার আগেই এমন ঘটনা। কঙ্গনা প্রায় সঙ্গে সঙ্গে সেই মহিলা জওয়ানের নামে অভিযোগ জানান। 
দিল্লিগামী বিমান ধরার জন্য কঙ্গনা যখন বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই মহিলা জওয়ান এসে তাঁকে থাপ্পড় মারেন।
দিল্লিগামী বিমান ধরার জন্য কঙ্গনা যখন বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই মহিলা জওয়ান এসে তাঁকে থাপ্পড় মারেন। এমন একটি ঘটনা যে ঘটতে পারে তা স্বপ্নেও হয়তো ভাবেননি কঙ্গনা। তাঁর অভিযোগের ভিত্তিতে সেই জওয়ানকে আটক করা হয়।
জানা গিয়েছে, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে বয়ান দিয়েছিলেন তা শোনার পর থেকেই মনে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন সেই জওয়ান।
জানা গিয়েছে, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে বয়ান দিয়েছিলেন তা শোনার পর থেকেই মনে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন সেই জওয়ান।
ওই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানা যাচ্ছে।
ওই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানা যাচ্ছে। তবে এটাও জানা গিয়েছে, সেই মহিলা জওয়ান নিজের কৃতকার্যের জন্য কোনও আফসোস করেননি। তিনি কঙ্গনাকে লক্ষ্যে করে নানা কটূ কথাও বলতে থাকেন।

Lok Sabha Elections 2024: নির্বাচন শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, হিংসা ঠেকাতে সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: নির্বাচন শেষ হলেই চলে যাবে না কেন্দ্রীয় বাহিনী, বরং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের ফল বেরোনোর পরেও। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

আরও পড়ুন: চরম নৃশংস ঘটনা! রাতের খাবার না বেড়ে দেওয়ায় স্ত্রীর মাথা কেটে চামড়া ছাড়িয়ে নিল যুবক

১ জুন  অর্থাৎ শনিবার রাজ্যে শেষ দফা লোকসভা নির্বাচন। সেই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৩৩০০০ রাজ্য পুলিশ মোতায়েন করবে। শুধু কলকাতা পুলিশ এলাকাতেই মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১১০০০ রাজ্য পুলিশ। শুধু তাই নয়, ভোট মিটলে এমনকী ফল ঘোষণার পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: বিশ্বের উচ্চতম কেন্দ্রে ভোটগ্রহণ শনিবার, জানেন কত জন ভোটার?

অতীতে দেখা গিয়েছে ভোট মিটলে বা ভোটের ফল বেরোনোর পরে রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগে বিভিন্ন দলের মধ্যে চাপানউতর ঘটেছে। এ বার যাতে সেই ঘটনা না ঘটে, সেই জন্য ভোট মিটলেও কিছু সময়ের জন্য রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি আধা সেনা। আগামী ৬ ই জুন পর্যন্ত বাংলায় থাকবে ৪০০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য নির্বাচনী আধিকারিককে। ভোট পরবর্তী হিংসার ঘটনা আটকানোর জন্যই এই সিদ্ধান্ত বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এ ছাড়া রাজ্যে আসা বাকি আধা সেনা ভোট শেষ হলেই, অর্থাৎ ১ জুনের পরেই ফিরে যাবে।

লোকসভা নির্বাচন ২০২৪ বুথ ফেরত সমীক্ষা

Lok Sabha Election 2024: ভোট মানেই জোরপাটকির কাছে আতঙ্ক, কেন্দ্রীয় বাহিনী যেন এখানে মূর্তিমান ‘যমদূত’!

কোচবিহার: ২১-এর বিধানসভা ভোটের তিন বছর পর এবার ২৪-এর লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হয়ে যাবে দেশে। প্রথম দফাতেই নির্বাচন হবে বাংলার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে। আবারও একটা ভোট আসতেই তিন বছর আগের স্মৃতি ভেসে উঠছে জোরপাটকির বুকে। সেই স্মৃতিতে শুধুই জড়িয়ে আছে কান্নার রেশ।

তিন বছর আগে এমনই এক ভোটে ছেলেকে হারিয়েছিলেন জোরপাটকির আমজাদ। সন্তান হারানোর সেই যন্ত্রণা আজও ভুলতে পারেন না। ২১-এর বিধানসভা ভোটে কোচবিহারে শীতলকুচির জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা আজ‌ও বড় দগদগে হয়ে বেঁধে মানুষগুলোর বুকে। সেদিনের স্মৃতি আওড়াতে গিয়ে গ্রামের একজন জানালেন, ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন জোরপাটকি গ্রামের তিন যুবক। পাশের গ্রামের‌ও একজন ছিলেন। মূল ঝামেলাটা চলছিল বুথের থেকে কিছুটা দূরে। হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর তারপরই কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা গুলি চালান। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন চার যুবক।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

আর‌ও পড়ুন: মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামে মেডিকেল ক্যাম্প, শিশুর চোখ থেকে বের হল পাথর

আবার একটা ভোট এসে পড়তেই সেই স্মৃতি খোঁচা দিচ্ছে এলাকার মানুষকে। কোচবিহারের জোরপাটকির ৫/১২৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র। এখানকার ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন, আবার তেমন কিছু ঘটবে না তো? নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে সব জায়গায়। রাজ্যের অন্যত্র কেন্দ্রীয় বাহিনীকে দেখে মানুষ স্বস্তি পেলেও, জোরপাটকির ছবিটা কিছুটা ভিন্ন। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে আতঙ্কের স্মৃতি ফিরে আসছে গ্রামবাসীদের মধ্যে।

সিআইএস‌এফ জ‌ওয়ানদের গুলিতে সেদিন জোড়পাটকির মণিরুজ্জামান, হামিদুল মিঞাঁ, ছামিয়ুল হক ও বোচাগারি গ্রামের নূর আলম মিঞার মৃত্যু হয়েছিল। মনিরুজ্জামানের বাবা আমজাদ হোসেন জানান, ভোট এলেই ছেলেকে হারানোর স্মৃতি বেশি করে মনে পড়ে। আর কারোর কোল যেন এইভাবে খালি না হয় সেই আর্জি রাখেন তিনি প্রশাসনের কাছে।

আর‌ও পড়ুন: স্কুলে যাওয়ার পথে অটো উল্টে গুরুতর জখম দুই শিক্ষক

গ্রামবাসীরা জানান, যে চার যুবকের সেই দিন মৃত্যু হয়েছিল তাঁরা কেউ সরাসরি কোন‌ও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁদের ওই মর্মান্তিক পরিণতি সাধারণ ভোটারদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সেই ভয় দূর করার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে জোরপাটকির মানুষ হয়ত ভোট দিতে যাবে, কিন্তু সঙ্গী হবে আতঙ্ক।

সার্থক পণ্ডিত

Viral video : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা

বেঙ্গালুরু : সিআইএসএফ বাহিনীর (CISF) জওয়ানদের স্যালুট করছে এক খুদে ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ একরত্তির নাম বীর অর্জুন৷ চার বছর বয়সি এই শিশু বিমানবন্দর চত্বরে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল৷ সে সময়েই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের জওয়ানদের কর্তব্যরত অবস্থায় দেখে সে৷ হঠাৎ চলতে চলতে থেমে যায় শিশু৷ জওয়ানদের দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে জানায় অভিবাদন৷ উত্তরে তাকেও হাসিমুখে পাল্টা অভিবাদন জানান জওয়ান৷ সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল৷

আরও পড়ুন : ডায়েটে রাখুন মরসুমি ফল আতা, দূরে থাকুন একাধিক জটিল সমস্যা থেকে

বীরের বাবা অর্জুন ভিডিওটি পোস্ট করেন ট্যুইটারে৷ তার পর এটি ভাইরাল হতে সময় লাগেনি৷ সংবাদমাধ্যমে অর্জুন জানিয়েছেন, গত ১৮ অক্টোবর বিমানবন্দরে ভিডিওটি তুলেছেন বীরের মা ৷

আরও পড়ুন : চায়ের পাতা থেকে পেয়ালায় পড়ে থাকা না খাওয়া চা ফেলে না দিয়ে লাগান ঘরসংসারের হরেক কাজে

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ভিডিওটি রিপোস্ট করেন৷ লেখেন, ‘‘শ্রদ্ধা এবং দেশাত্মবোধ শেখা যায় অল্প বয়সেই’’৷ শেয়ার করার পর থেকে ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৪.৩ লক্ষ৷ এসেছে শতাধিক মন্তব্য৷ এক শ্যেনদৃষ্টির নেটিজেন লিখেছেন, যিনি চালকের আসনে ছিলেন তিনিও খুদেকে পাল্টা অভিবাদন করেন৷ ভিডিওটিকে এক কথায় ‘বিস্ময়কর’ বলতে দ্বিধা করেনি ট্যুইটারেত্তিরা৷