দক্ষিণ ২৪ পরগনা: মাটির পাত্রে জল খাওয়া থেকে শুরু করে মাটির প্রদীপে তেল দিয়ে দীপাবলি উদযাপন, আমাদের সবার কাছেই একটা নস্টালজিয়া ব্যাপার। এই বিষয়টি এবার প্লাস্টিকের সঙ্গে টেক্কা দিতে বাড়ছে চাহিদা মাটির বিভিন্ন জিনিসপত্র। প্রায়শই দেখা যায় মাটির তৈরিই জিনিসপত্র একটু অসাবধান বসত আঘাত লাগলে ভেঙে যায়।
তবে প্লাস্টিকের ক্ষেত্রে সেই ভয়টা থেকে না, আর প্লাস্টিকের তৈরি জলের বোতল থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখতে অনেক বেশ সুন্দর। তাই মাটির তৈরি জিনিসের বদলে প্লাস্টিকের তৈরি নানান জিনিসপত্রের কদর বেড়েছিল। তবে এই প্লস্টিক ব্যবহারে ক্ষতিকারক দিক মানুষের সামনে উঠে আসতে ফের মাটির জিনিসের দিকে ঝুঁকছে মানুষ।
আরও পড়ুন: ময়দা, নারকেল কোরা, মৌরি…লুচির মতো ফুলো ফুলো মালপোয়া বানান বাড়িতেই, রইল সহজ রেসিপি
আরও পড়ুন: দয়রামপুরে বিশালাকার কালী প্রতিমা! উচ্চতা তাক লাগাবে আপনাকেও
পাশাপাশি বর্তমানে মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির জিনিসপত্রে অলংকরণ করার প্রবণতা বেড়়েছে, ফুলের টব থেকে শুরু করে, মাটির প্রদীপ, দেবী ঘট, ধুনুচি ছাড়াও মাটির তৈরি জিনিসপত্রে এখন রং তুলির টানে যেনো এক নতুন রূপ পেয়েছে। আর তারপরই আধুনিকতার ছোঁয়াতে বেড়েছে মাটির তৈরি জিনিসের চাহিদাও। আর সামনেই দীপাবলি আলোর উৎসবে মেতে উঠবে আপামর ভারতবাসী। আর এই সময় বিভিন্ন ডিজাইনের মাটির প্রদীপের চাহিদা থাকে সব থেকে বেশি। এর ফলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মৃৎশিল্পীরা। আর মাটির জিনিসের চাহিদা বৃদ্ধিতে আর্থিক স্বচ্ছলতার আশা দেখছেন মৃৎশিল্পীরা।
সুমন সাহা