দক্ষিণবঙ্গ Naihati Boro Maa Puja Timing: নৈহাটিতে বড়মার পুজো দেবেন? সঠিক সময়সূচি-অঞ্জলির নির্ঘণ্ট আগেই জেনে রাখুন Gallery October 30, 2024 Bangla Digital Desk কালীপুজোয় নৈহাটির বড়মা সারা রাজ্যেই জনপ্রিয়। লক্ষ লক্ষ ভক্তেরা আসেন এই পুজোয়। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার বড়মার পুজো। কিন্তু মানতের পুজো এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার তারিখ থেকে শুরু হয়েছে মানতের পুজো দেওয়া। আজ ৩০ অক্টোবর, বুধবার পর্যন্ত হবে মানতের পুজো। ৩০ ও ৩১ তারিখ ফলপ্রসাদ, সন্দেশের পুজো নেওয়া হবে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার কালীপুজো। ভাইফোঁটার পরের দিন হবে প্রতিমার নিরঞ্জন। কালীপুজোয় ৩১ তারিখ রাত ১১ টায় পুজোয় বসবেন পুরোহিত। রাত প্রায় ১’টা নাগাদ হবে অঞ্জলি। তারপর ভোগ প্রসাদ বিতরণ। ইতিমধ্যেই মন্দিরে পৌঁছে গিয়েছে কয়েকশো বস্তা চাল, ডাল, তরি-তরকারি সহ ভোগ রান্নার সামগ্রী। শুরু হয়েছে মিষ্টি তৈরির কাজও। এবছর প্রায় ৫ হাজার কেজি ভোগ রান্না হবে বড়মাকে নিবেদনের জন্য।