বাতিল বৈঠক।

CM at R G Kar Hospital Protest: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তিনি নেবেন না, স্বাস্থ্যভবনের সামনে ধরনাস্থলে আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা : শনিবার বৃষ্টিভেজা সকালে আচমকাই সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রী পৌঁছনর পর ধরনাস্থল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবি ওঠে।

ধরনাস্থলে মুখ্যমন্ত্রী বলেন তিনি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছেন। তিনি নিজে উঠে এসেছেন ছাত্র আন্দোলন থেকে। তিনিও রাতের পর রাত ঘুমোচ্ছেন না। শুক্রবার রাতে ঝড়জলের মধ্যে আন্দোলনরত ডাক্তাররা যে ভাবে বসে ছিলেন, তাতে তাঁর কষ্ট হচ্ছে। আন্দোলনকারীদের তিনি বলেন, ‘‘আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’ প্রসঙ্গত আরজি কর কাণ্ডে ‘প্রকৃত অপরাধীদের’ আড়াল করার অভিযোগ এনে বার বার শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, কেউ তাঁর বন্ধু নয়। পরিচিতও কেউ নয়।

আরও পড়ুন : ‘সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম…’ জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে বিরাট ঘোষণা মমতার

পাশাপাশি মুখ্যমন্ত্রী খারিজ করলেন আরও এক আশঙ্কা। এই পরিস্থিতিতে বার বার ধারণা করা হয়েছে, অবস্থানরত জুনিয়র ডাক্তারদের সমস্যায় পড়তে হতে পারে। তাঁরা সরকারের কাছ থেকে বেতন নিয়েও কর্মবিরতিতে আছেন বলে উঠেছে কটাক্ষ করা হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তিনি নেবেন না। আন্দোলন করা তাঁদের গণতান্ত্রিক অধিকার। একইসঙ্গে তাঁর আশ্বাস, আরজি কর কাণ্ডে যদি কেউ অপরাধী থাকে, তাদের শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন :  শনিবার দুপুরে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে আচমকা হাজির মমতা… বৃষ্টি উপেক্ষা করেই স্বাস্থ্য ভবনের সামনে মুখ্যমন্ত্রী

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়, ধর্নাস্থলে মুখ্যমন্ত্রীকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তবে তাঁরা তাঁদের ৫ দফা দাবিতে অনড়। সেই দাবি নিয়ে তাঁরা এর পরও মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চান।