দানার ক্ষয়ক্ষতি থেকে আবাস যোজনা, ১ ঘণ্টার মিটিংয়ে একাধিক বিষয়ে আলোচনা মুখ‍্যমন্ত্রী

CM Mamata Banerjee: দানার ক্ষয়ক্ষতি থেকে আবাস যোজনা, ১ ঘণ্টার মিটিংয়ে একাধিক বিষয়ে আলোচনা মুখ‍্যমন্ত্রীর

কলকাতা: নবান্ন মঙ্গলবার দীর্ঘসময় বৈঠক করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। দানার ক্ষয়ক্ষতি থেকে আবাস যোজনা, ১ ঘণ্টার মিটিংয়ে একাধিক বিষয়ে আলোচনা করলেন মমতা। আধিকারিকদের দেওয়া হল বিশেষ নির্দেশ।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলার একাধিক জেলা। দানার খয়ক্ষতি নিয়ে দেখতে কৃষি মন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীকে জেলায় জেলায় যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানালেন, ‘‘কৃষকদের কোনও ভাবে বঞ্চনা করা যাবে না। ইন্স‍্যুরেন্স কোম্পানি গুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। কৃষকদের শস্য বীমা যোজনা পাওয়া থেকে যেন বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কৃষি দফতরকে।’’

আরও পড়ুন: খেলোয়াড়রা খেলার সময় চ‍্যুইংগাম চিবোয় কেন বলুন তো? ভাবছেন শখ করে! আসল কারণ জানলে বিশ্বাসই হবে না

‘গরিব কৃষকদের, ক্ষতি গ্রস্থ কৃষকদের পাশে থাকতে হবে। যাদের ক্ষতি হয়েছে সবাইকে দিতে হবে। কোনও পার্সেন্টেজ না হলে দেব না এই সব যেন না হয়। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে’, কৃষি দফতরকে বার্তা মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক শস্য বীমার জন্য আবেদন করেছে। দানার প্রভাবে এখনও পর্যন্ত ৯ লক্ষ ৩ হাজার ৮৪৩ জন কৃষক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ফ‍্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ‍্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত‍্যি জানলে চমকে যাবেন

আবাস যোজনা প্রসঙ্গে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ম মানছি না। মানবিক ভাবে ভাবতে হবে। রাজ্য সরকারের অভিমুখ হবে মানবিক। একটা স্কুটার থাকলে পাবে না এই সব যেন না হয়। বাংলার সরকার মানবিক। এই বার্তা দিতে হবে মানুষদের। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে বাংলা আবাস যোজনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর।’’