‘নীতি আয়োগের বৈঠকে রেকর্ড করেছি’! মাইক বন্ধ, ওয়াক-আউট, অভিযোগ পাল্টা অভিযোগের পর বিধানসভায় ক্ষোভ উগরে দিলেন মমতা!

Mamata Banerjee: ‘নীতি আয়োগের বৈঠকে রেকর্ড করেছি’! মাইক বন্ধ, ওয়াক-আউট, অভিযোগ পাল্টা অভিযোগের পর বিধানসভায় ক্ষোভ উগরে দিলেন মমতা

কলকাতা: নীতি আয়োগের বৈঠকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে বাধা দেওয়া এবং মাইক বন্ধ করে দেওয়া নিয়ে চর্চা অব‍্যাহত সোমবারেও। এদিন বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। তার মাঝেই নীতি আয়োগে কোন কোন বিষয় নিয়ে কথা বলেছেন মুখ‍্যমন্ত্রী, সোমবার নিজেই জানালেন মমতা।

সেদিনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভার অধিবেশনে প্রতিবাদ জানাতে চাইছিল তৃণমূল পরিষদীয় দল। সোমবার নীতি আয়োগের ঘটনা নিয়ে নোটিস পাঠ করলেন তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া৷ এই ঘটনা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়। সমর্থন করেন মুখ‍্যমন্ত্রীও।

আরও পড়ুন: হাড় থেকে কিডনি, হাজার সমস‍্যার সমাধান, তবুও বারণ! কাদের খাওয়া উচিত নয় ভুট্টা? জেনে নিন

এদিন মুখ‍্যমন্ত্রী জানালেন, ‘‘আমি নীতি আয়োগের বৈঠকে রেকর্ড করেছি এই জল ও প্রাকৃতিক দূর্যোগের বিষয়। আমি সেখানে ভুটান থেকে নেমে আসা জলের বিষয় বলেছি।’’ ইন্দো-ভুটান প্রসঙ্গেও নীতি আয়োগে বলেছেন মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন: সি-গ্রেড ছবির সুন্দরী নায়িকার প্রেমে পাগল ১৮ বছরের বড় হিরো! অভিনয় ছেড়ে এখন যা করেন অভিনেত্রী, জানলে চোখ কপালে উঠবে

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানালেন, ‘‘ইন্দো-ভুটান নিয়ে আমি নীতি আয়োগে বলেছি ও রেকর্ড করেছি। বহুবার তিস্তা (২০১৩) চুক্তি নিয়ে আমি বারবার কেন্দ্রকে চিঠি দেয়েছি। এবার বাজেটেও আমরা টাকা পায়নি। আমাদের প্রতিবেশীরা পেয়েছে। কেন পেলাম না আমি জানতে চাইব।’’